প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, নতুন বিজ্ঞপ্তি, ৪১৬৬টি শূন্যপদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত প্রাথমিক
শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে “সহকারী শিক্ষক”
পদে অস্থায়ী ভিত্তিতে জনবল গ্রহণের ঘোষণা দিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল
জেলার স্থায়ী বাসিন্দারা (তিন পার্বত্য জেলা ছাড়া) নির্দিষ্ট শর্ত ও নিয়ম মেনে
অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
সহকারী শিক্ষক
বেতনক্রম:
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা)
পদসংখ্যা:
মোট ৪,১৬৬টি শূন্যপদ
বয়সসীমা:
৩০ নভেম্বর ২০২৫ তারিখে বয়স হতে হবে কমপক্ষে ২১
বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা
সমমানের CGPA
সহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি।
- CGPA এর ক্ষেত্রে: ৪ স্কেলে কমপক্ষে ২.২৫ এবং ৫
স্কেলে কমপক্ষে ২.৮০ প্রয়োজন।
- কোনো স্তরে তৃতীয় বিভাগ/তৃতীয় শ্রেণি/সমমানের GPA গ্রহণযোগ্য
নয়।
আবেদনের নিয়মাবলি ও শর্তসমূহ
১. অনলাইনে আবেদন করতে হবে
আবেদন শুরু: ১৪ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩০
শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯
ওয়েবসাইট: http://dpe.teletalk.com.bd
২. Application Form পূরণের পর Draft Applicant’s Copy প্রিন্ট করতে হবে
আবেদন জমা দিলে সিস্টেম একটি Unpaid Applicant’s Copy দেবে। এটি প্রিন্ট করে নিজের তথ্য ঠিক আছে কিনা যাচাই করতে হবে।
৩. কোনো ভুল থাকলে নতুনভাবে
আবেদন করতে হবে
ভুল তথ্য পাওয়া গেলে আবেদন ফি পরিশোধ করা যাবে
না। নতুন User
ID নিয়ে আবার সঠিকভাবে আবেদন করতে হবে।
৪. আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
User ID ব্যবহার করে টেলিটক নম্বর থেকে ১০০
টাকা আবেদন ফি + ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা
দিতে হবে।
৫. পেমেন্ট সফল হলে Final Applicant’s Copy ডাউনলোড করতে হবে
User ID ও Password দিয়ে
Paid Applicant’s Copy পাওয়া যাবে। রঙিন কপি নিয়োগ প্রক্রিয়া
শেষ পর্যন্ত সংরক্ষণ জরুরি।
৬. প্রবেশপত্র ডাউনলোড
সংক্রান্ত তথ্য SMS–এ জানানো হবে
পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের লিংক SMS–এ পাঠানো
হবে।
৭. আবেদনে দেওয়া মোবাইল নম্বর
সচল রাখতে হবে
সমস্ত যোগাযোগ ওই মোবাইল নম্বরে পাঠানো হবে।
৮. প্রার্থীর নিয়োগ তার নিজ
উপজেলা/শিক্ষা থানার শূন্যপদে হবে
নিয়োগ হবে উপজেলা/শিক্ষা থানাভিত্তিক। ভুল জেলা
বা উপজেলা নির্বাচন করলে প্রার্থিতা বাতিল হবে।
৯. বিবাহিত নারী প্রার্থী
স্বামী বা পিতার ঠিকানায় আবেদন করতে পারবেন
তবে যে ঠিকানাটি ফর্মে দেবেন, সেই
উপজেলা/শিক্ষা থানার জন্যই তাঁর প্রার্থীতা গণ্য হবে।
১০. ভুল/ভুয়া তথ্য দিলে আবেদন
বাতিল হবে
যে কোনো পর্যায়ে ভুল তথ্য প্রমাণিত হলে নিয়োগ
বাতিল এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১. মাদকাসক্ত হলে আবেদন করা
যাবে না
ধূমপানসহ মাদকাসক্ত ব্যক্তির আবেদন বিবেচনা হবে
না।
১২. মৌখিক পরীক্ষায় অংশ
নেওয়ার সময় যে কাগজপত্র জমা দিতে হবে:
- অনলাইন আবেদনপত্রের কপি ও ২ কপি ছবি
- শিক্ষাগত যোগ্যতার সকল সনদ
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
- নাগরিকত্ব সনদ
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র
- সংশ্লিষ্ট কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
১৩. কোনো ধরনের TA/DA দেওয়া
হবে না
লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে যাতায়াত/ভাতা
প্রদান করা হবে না।
১৪. প্রয়োজন হলে টেলিটক
কাস্টমার কেয়ারের সহায়তা নেওয়া যাবে
ইমেইল: vas.query@teletalk.com.bd
হেল্পলাইন: টেলিটক নম্বর থেকে ১২১
১৫. নিয়োগ কর্তৃপক্ষ প্রয়োজন
মনে করলে বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন বা বাতিল করতে পারবেন
আবেদন গ্রহণ বা বাতিলসহ সকল বিষয়ে কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক
পদে নিয়োগ দেশের অন্যতম বড় নিয়োগ প্রক্রিয়া। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যোগ্য
প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সকল তথ্য সঠিকভাবে
পূরণ করা, আবেদন ফি জমা দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা সফলভাবে আবেদন
করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,
আবেদন
প্রক্রিয়া: http://dpe.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫, প্রাথমিক
বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, DPE সহকারী শিক্ষক
সার্কুলার ২০২৫, সরকারি শিক্ষক নিয়োগ ২০২৫,
dpe.teletalk.com.bd apply, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ আবেদন
২০২৫, primary teacher job circular 2025, প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর নিয়োগ ২০২৫, assistant teacher job circular BD, সরকারি
চাকরি ২০২৫ আপডেট, শিক্ষক নিয়োগ শূন্যপদ ২০২৫, dpe
job circular 2025, চাকরি বিজ্ঞপ্তি আজকের, BD job update
2025, প্রাথমিক শিক্ষক আবেদনের নিয়ম, DPE online
application, টেলিটক আবেদন ২০২৫, সরকারি
প্রাথমিক শিক্ষক নিয়োগ শর্তাবলী, নতুন প্রাইমারি শিক্ষক
নিয়োগ ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments