পাইলট বাজার লিমিটেড – জরুরি মেকানিক ও মহিলা ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি
পাইলট বাজার লিমিটেড হল বাংলাদেশে মহিলা
নেতৃত্বাধীন একটি বিশ্বস্ত ও বহুমুখী ট্রেডিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গাড়ি, ফ্ল্যাট,
জমি, হোম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, ফ্যাশন
ও কসমেটিকস মার্কেটিং ও সেলসের সাথে যুক্ত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের কাছে
মানসম্মত ও নিরাপদ সেবা পৌঁছে দেওয়া।
চাকরির ধরন ১: গাড়ির টেকনিশিয়ান / মেকানিক
পদ সংখ্যা: ০৫ জন
কর্মস্থল: গুলশান, ঢাকা
কাজের দায়িত্বসমূহ:
- গাড়ির ইঞ্জিন, ব্রেক, সাসপেনশন,
এয়ার কন্ডিশনিং, অয়েল চেঞ্জ সহ সকল ধরনের
টেকনিক্যাল কাজ দক্ষতার সাথে সম্পন্ন করা।
- গাড়ির ত্রুটি শনাক্ত করা ও দ্রুত সমাধানের ব্যবস্থা
নেওয়া।
- রেগুলার ওয়াশ, পলিশ এবং গাড়ি মেইনটেন্যান্স করা।
- প্রয়োজন অনুযায়ী টেস্ট ড্রাইভ ও রিপোর্ট প্রস্তুত করা।
- ওয়ার্কশপের দৈনন্দিন কাজ টিমের সঙ্গে সমন্বয় করে
সম্পন্ন করা।
শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম ৮ম শ্রেণি / এসএসসি / ভোকেশনাল / ডিপ্লোমা
(অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং)।
- অটো মেকানিক বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
অভিজ্ঞতা:
- ৭ থেকে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- Toyota, Honda, Nissan বা হাইব্রিড গাড়িতে কাজের অভিজ্ঞতা
থাকলে বিশেষ সুবিধা।
অতিরিক্ত যোগ্যতা:
- বয়স: ২২ থেকে ৪০ বছর
- পরিশ্রমী, দায়িত্বশীল ও সৎ চরিত্র।
- টিমওয়ার্কে দক্ষ ও সময়নিষ্ঠ।
বেতন ও সুবিধা:
- বেতন: ২০,০০০ – ৪০,০০০
টাকা (অভিজ্ঞতার ভিত্তিতে)
- উৎসব ভাতা: বছরে ২টি (হাফ অফ বেসিক)
- বোনাস, পারফরম্যান্স বোনাস, ওভারটাইম এলাউন্স, এবং অন্যান্য সুবিধা
কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া:
- সিভি পাঠানোর ঠিকানা: 01407-054411 (হোয়াটসঅ্যাপ)
চাকরির ধরন ২: সিনিয়র
এক্সিকিউটিভ / অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মহিলা)
পদ সংখ্যা: ০৫ জন
কর্মস্থল: গুলশান-১, ঢাকা
প্রতিষ্ঠান সম্পর্কে: পাইলট বাজার লিমিটেড
একটি মহিলা নেতৃত্বাধীন প্রতিষ্ঠান, যা নিরাপদ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত
করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সেক্টরে কার্যক্রম পরিচালনা করে:
- মহিলা ফ্যাশন ও কসমেটিকস (B2B, B2C)
- হোম অ্যাপ্লায়েন্স, কিচেন আইটেম
- ইলেকট্রনিক্স ও মোবাইল ফোন (B2B, B2C)
- গাড়ি: নতুন ও পুনঃসংস্কৃত গাড়ি বিক্রয়, কনসালটেন্সি,
আফটার-সেলস সার্ভিস
- রিয়েল এস্টেট: জমি, প্লট, বাড়ি, অ্যাপার্টমেন্ট ক্রয়-বিক্রয়
- প্রপার্টি কনসালটেন্সি: নিরাপদ ও স্বচ্ছ লেনদেনের জন্য
দিকনির্দেশনা ও ডকুমেন্টেশন সাপোর্ট
কাজের দায়িত্বসমূহ:
- সেলস ও মার্কেটিং টিম পরিচালনা ও প্রশিক্ষণ।
- মাসিক সেলস টার্গেট অর্জন এবং রিপোর্ট তৈরি।
- নতুন ক্লায়েন্ট সৃষ্টি ও দীর্ঘমেয়াদি সম্পর্ক রক্ষা।
- প্রোডাক্ট প্রেজেন্টেশন, দরকষাকষি এবং চুক্তি বন্ধ
করা।
- ক্লায়েন্টদের সাথে ফোন, অফিস মিটিং ও সোশ্যাল
মিডিয়ার মাধ্যমে যোগাযোগ।
- মার্কেটিং ও ব্র্যান্ডিং কার্যক্রমে অংশগ্রহণ।
- গাড়ি, ফ্ল্যাট ও জমি প্রোডাক্ট বিষয়ে পূর্ণ
প্রশিক্ষণ প্রদান।
শিক্ষাগত যোগ্যতা:
- ব্যাচেলর / অনার্স
- BBA / MBA থাকলে অগ্রাধিকার।
- শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ, কিন্তু
সেলস দক্ষতা ও অভিজ্ঞতা প্রধান।
অভিজ্ঞতা:
- টিম ম্যানেজমেন্টে অভিজ্ঞতা বাধ্যতামূলক।
- ১–৩ বছরের সেলস ও মার্কেটিং অভিজ্ঞতা।
- রিয়েল এস্টেট / অটোমোবাইল অভিজ্ঞতা থাকলে বিশেষ
সুবিধা।
- কম্পিউটারে মৌলিক দক্ষতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
- শুধুমাত্র মহিলা প্রার্থী।
- চমৎকার যোগাযোগ ও কনভিন্সিং স্কিল।
- স্মার্ট, আত্মবিশ্বাসী ও লক্ষ্যনিষ্ঠ।
- চাপের মধ্যে কাজ করার ক্ষমতা।
- গুলশান-১ এলাকায় বসবাস বা নিশ্চয়তার পরে স্থানান্তরের
ইচ্ছা।
বেতন:
- ২৫,০০০ – ৫০,০০০
টাকা মাসিক (অভিজ্ঞতা ও পারফরম্যান্সের ভিত্তিতে)
অফিস ঠিকানা:
House-316, Road-04, Avenue-04, Mirpur DOHS, Dhaka-1216
ওয়েবসাইট: www.pilotbazar.com
ইমেইল: info@pilotbazar.com
নিয়োগ
বিজ্ঞপ্তি:
পাইলট বাজার লিমিটেড- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: পাইলট বাজার লিমিটেড, bdjobs
আবেদন
প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/pilotbazarl/pilotbazarl4.htm
https://hotjobs.bdjobs.com/jobs/pilotbazarl/pilotbazarl5.htm
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Pilot Bazar Limited চাকরি, গাড়ির টেকনিশিয়ান নিয়োগ ঢাকা, মহিলা এক্সিকিউটিভ
চাকরি ঢাকায়, গাড়ি মেকানিক চাকরি বাংলাদেশ, ফুল টাইম চাকরি গুলশান, সেলস ও মার্কেটিং চাকরি
মহিলা, পাইলট বাজার লিমিটেড চাকরি, রিয়েল
এস্টেট ও অটোমোবাইল চাকরি, অভিজ্ঞ মহিলা নিয়োগ, মাসিক বেতন ২৫,০০০–৫০,০০০ টাকা,
ঢাকায় অফিস চাকরি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)
.png)


Post a Comment
0 Comments