প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ
বিজ্ঞপ্তি (বেসামরিক পদ)
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ
বিমান বাহিনী-এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত ১০ম গ্রেডের বেসামরিক শূন্য
পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র
অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদন করতে হবে ওয়েবসাইটে (হাতের লেখা বা ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়)
পদ ও যোগ্যতার বিবরণ:
|
ক্র. |
পদের নাম ও গ্রেড |
বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
পদসংখ্যা |
সর্বোচ্চ বয়সসীমা (০৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|
১ |
উপ-সহকারী প্রকৌশলী
(মেকানিক্যাল) Sub-Assistant Engineer
(Mechanical) |
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড) |
০৩টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
স্বীকৃত প্রতিষ্ঠান হতে
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স,
মেকানিক্যাল, এয়ারোস্পেস, এভিয়নিক্স, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে
ডিপ্লোমা। মাধ্যমিক ও ডিপ্লোমা উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের
সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। |
|
২ |
আর্মড
ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল) Armed Forces Nursing Sister (Local) |
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড) |
০৮টি |
অনূর্ধ্ব
৩২ বছর |
স্বীকৃত
প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৪ বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন। |
|
৩ |
নকশাকার গ্রেড-২
(ড্রাফটসম্যান, ডিপ্লোমাধারী) Draftsman Grade-II (With Diploma) |
১৬,০০০–৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড) |
০১টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড
থেকে সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার
টেকনোলজিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (দ্বিতীয় শ্রেণি বা সমমানের
সিজিপিএসহ)। |
আবেদনের নিয়মাবলি:
১. আবেদনকারীর বয়স ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের
নিয়োগকারীর অনুমতিপত্রসহ আবেদন করতে হবে।
৩. পরীক্ষায় উপস্থিতির জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে
না।
৪. কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা বৃদ্ধি, হ্রাস
বা বিজ্ঞপ্তি বাতিল করতে পারবেন।
৫. আবেদনকারী কোনো তথ্য গোপন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়োগ
বাতিল করা হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া:
ওয়েবসাইট: https://joinairforce-civ.baf.mil.bd
- আবেদন শুরু: ১১ নভেম্বর ২০২৫, সকাল
০৯:০০ টা
- আবেদন শেষ: ০৪ ডিসেম্বর ২০২৫, বিকাল
০৫:০০ টা
- আবেদন ফি: ২০০ টাকা (সার্ভিস চার্জ প্রযোজ্য)
- বিকাশের মাধ্যমে প্রায় ২০৫.১২ টাকা,
- অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে প্রায় ৫১.২৮ টাকা।
- ফি প্রদানের পর মোবাইলে Application ID ও Password পাওয়া যাবে।
- নির্ধারিত তথ্য পূরণের পর আবেদন জমা দিতে হবে; জমা
দেওয়ার পর তথ্য পরিবর্তন করা যাবে না।
- ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ
১০০KB) ও স্বাক্ষর (৩০০x৮০
পিক্সেল, সর্বোচ্চ ৬০KB) আপলোড
করতে হবে।
- আবেদন সম্পন্ন হলে Admit Card ডাউনলোড করে রঙিন
প্রিন্ট করতে হবে।
পরীক্ষা ও প্রবেশপত্র:
- Admit Card-এ পরীক্ষার তারিখ, সময় ও স্থান
উল্লেখ থাকবে।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের
(ব্যবহারিক/মৌখিক) জন্য একই Admit Card ব্যবহার করতে হবে।
- সকল তথ্য SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক
পরীক্ষার সময় জমা দিতে হবে):
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (মূল কপি ও
সত্যায়িত কপি)
- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত
স্থায়ী ঠিকানার সনদ
- মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্র
- বৈধ জাতীয় পরিচয়পত্রের কপি
- ৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
অন্যান্য তথ্য:
- বিজ্ঞপ্তি ও ফলাফল পাওয়া যাবে:
- আবেদন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যোগাযোগ:
- ☎️ 01769990890 (সকাল ৯টা–রাত ৮টা পর্যন্ত)
- 📧
helpdesk_civ@baf.mil.bd
চূড়ান্ত নির্দেশনা: নিয়োগ সংক্রান্ত
বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
প্রতিরক্ষা মন্ত্রণালয়- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়,
আবেদন
প্রক্রিয়া: https://joinairforce-civ.baf.mil.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, বাংলাদেশ
বিমান বাহিনী বেসামরিক নিয়োগ ২০২৫, joinairforce-civ.baf.mil.bd আবেদন, প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির খবর,
mod gov bd job circular, বিমান বাহিনী চাকরির বিজ্ঞপ্তি, সরকারী চাকরি ২০২৫, প্রতিরক্ষা মন্ত্রণালয় অনলাইন
আবেদন, বাংলাদেশ বিমান বাহিনী সিভিল নিয়োগ, বেসামরিক পদে নিয়োগ ২০২৫, প্রতিরক্ষা মন্ত্রণালয়
নতুন চাকরি, প্রতিরক্ষা মন্ত্রণালয় আবেদন ফরম,
joinairforce-civ আবেদন লিংক, বাংলাদেশ সরকার
চাকরি, সরকারি চাকরির বিজ্ঞপ্তি নভেম্বর ২০২৫, bd
govt job circular 2025, defense ministry job circular 2025, Bangladesh Air
Force civil job, mod job apply online, প্রতিরক্ষা মন্ত্রণালয়
চাকরির ফরম।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments