হেলথকেয়ার ফরমুলেশনস এর অফিসার পদে চাকরির
বিজ্ঞপ্তি
ফর্মুলেশনস – স্বাস্থ্যসেবা
চাকরির সুযোগ ফার্মা গবেষণাকে
দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন ঘটানো
অবস্থান: ম্যানুফ্যাকচারিং
প্ল্যান্ট, শ্রীপুর, গাজীপুর
কোম্পানি পরিচিতি: Healthcare Formulations
Limited, শ্রীপুর, গাজীপুর হলো Healthcare
Pharmaceuticals Limited এর একটি সহোদর প্রতিষ্ঠান। এখানে
অত্যাধুনিক উৎপাদন সুবিধা রয়েছে, যা ভ্যাকসিন, ইনজেকটেবল, সলিড, লিকুইড,
পাউডার, বায়োলজিক্যাল এবং নন-বায়োলজিক্যাল
পণ্যের উৎপাদনের জন্য নিবেদিত।
কাজের ধরণ: পূর্ণকালীন, স্থায়ী (Permanent)
পদের নাম: সিনিয়র অফিসার, প্রোডাকশন
(ইনসুলিন)
দায়িত্বসমূহ:
- DQ ডকুমেন্ট, URS, P&ID এবং
লেআউট রিপোর্ট তৈরি, পর্যালোচনা এবং ট্র্যাক রাখা,
প্রকৌশল ও QA দলের সঙ্গে সহযোগিতা করা।
- ভেন্ডর যোগাযোগ, ডিজাইন-রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ এবং
ডিজাইন ডেলিভারেবল ও প্রক্রিয়ার চাহিদার মধ্যে সমন্বয় নিশ্চিত করা।
- যন্ত্রপাতির ফাউন্ডেশন প্রস্তুতি পর্যবেক্ষণ এবং DQ সম্পন্ন
সাইন-অফের জন্য প্রকল্প ও ভ্যালিডেশন দলের সঙ্গে সমন্বয় রাখা।
- প্রাথমিক SOP, BMR/BPR, লগবুক এবং ট্রেনিং
মেটেরিয়াল প্রস্তুত করা, যাতে প্রোডাকশন ডকুমেন্টেশন
প্রতিষ্ঠিত হয়।
- কর্মী প্রশিক্ষণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা।
- QA ও প্রকল্প দলের সঙ্গে মিলিতভাবে যন্ত্রপাতি, ডকুমেন্ট এবং টাইমলাইন ট্র্যাকিং শীট বজায় রাখা।
- সরঞ্জামের প্রেরণের আগে Pre-FAT ডকুমেন্টেশন
এবং ভেন্ডর চেকলিস্ট সমর্থন করা।
- সমস্ত কোয়ালিফিকেশন সম্পর্কিত রেকর্ড যথাযথভাবে
আর্কাইভ এবং সংস্করণ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
- যন্ত্রপাতি ও প্রক্রিয়া ডিজাইনের সাথে সম্পর্কিত
ঝুঁকি মূল্যায়ন এবং চেঞ্জ কন্ট্রোল প্রক্রিয়ায় অংশগ্রহণ।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- B.Pharm / M.Pharm ডিগ্রি।
- ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ৩–৫ বছরের স্টেরাইল
প্রোডাকশন অভিজ্ঞতা।
- শক্তিশালী সংগঠন ও পরিকল্পনা দক্ষতা।
- বিস্তারিত মনোযোগ এবং মান নিশ্চিত করার প্রতি
প্রতিশ্রুতি।
- ভালো আন্তঃব্যক্তিক এবং যোগাযোগ দক্ষতা।
আবেদন করার পদ্ধতি:
ঠিকানা:
Healthcare Formulations Limited
ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট
91/1, Beraiderchala, Ward-7, Block-F, শ্রীপুর, গাজীপুর-1740
ওয়েবসাইট: www.bdhfl.com
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫
নিয়োগ
বিজ্ঞপ্তি:
Healthcare Formulations- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: Healthcare Formulations
আবেদন
প্রক্রিয়া: ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের
মাধ্যমে আবেদন করতে পারবেন: APPLY ONLINE
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Healthcare Formulations চাকরি ২০২৫,
Senior Officer Production Job Bangladesh, শ্রীপুর গাজীপুর চাকরি,
ফার্মাসিউটিক্যাল চাকরি বাংলাদেশ, ইনসুলিন
প্রোডাকশন চাকরি, B.Pharm M.Pharm চাকরি, স্টেরাইল প্রোডাকশন চাকরি, ফার্মা প্রোডাকশন অফিসার,
স্বাস্থ্যসেবা ফার্মা চাকরি, Gazipur Manufacturing Plant
Job, ফার্মাসিউটিক্যাল সিনিয়র অফিসার আবেদন
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments