ইন্টারন্যাশনাল
রেসকিউ কমিটি (IRC) পরামর্শমূলক
নিয়োগ বিজ্ঞপ্তি
পদবী: জেন্ডার
ডাইভার্স জনসংখ্যার কেস ম্যানেজমেন্ট সংক্রান্ত পকেট বুকলেটের নকশা ও উন্নয়ন
চূড়ান্তকরণে পরামর্শক (Consultant)
দেশ: বাংলাদেশ
বিভাগ: নারী সুরক্ষা ও ক্ষমতায়ন (Women’s
Protection and Empowerment - WPE)
কাজের মেয়াদ: ১৫ দিন
কর্মস্থল: কক্সবাজার ও উখিয়া,
IRC বাংলাদেশ অফিস
প্রতিবেদন প্রদান করবেন: WPE কোঅর্ডিনেটর
শুরু হওয়ার সময়: যত দ্রুত সম্ভব
পারিশ্রমিক: আলোচনা সাপেক্ষ (আপনার
প্রত্যাশিত দৈনিক সম্মানী CV-তে উল্লেখ করতে হবে)
🩵 সংস্থার পরিচিতি
ইন্টারন্যাশনাল
রেসকিউ কমিটি (IRC) একটি
বিশ্বখ্যাত মানবিক সংস্থা, যা ১৯৩৩ সালে আলবার্ট আইনস্টাইনের
আহ্বানে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি যুদ্ধ, সংঘাত ও প্রাকৃতিক
দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন, নিরাপত্তা, শিক্ষা ও অর্থনৈতিক স্বনির্ভরতা পুনরুদ্ধারে কাজ করে। বর্তমানে এটি ৪০টিরও
বেশি দেশে ও যুক্তরাষ্ট্রের ২৯টি শহরে কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশে ২০১৭ সাল
থেকে IRC রোহিঙ্গা
শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য কক্সবাজার, খুলনা,
বরিশাল ও চট্টগ্রামে স্বাস্থ্য, শিক্ষা,
অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সুরক্ষাবিষয়ক সমন্বিত সহায়তা প্রদান করে
আসছে। পাশাপাশি সংস্থাটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই উন্নয়নে
সহায়তা করছে।
🎯 নিয়োগের উদ্দেশ্য
এই পরামর্শক নিয়োগের
মূল লক্ষ্য হলো—জেন্ডার ডাইভার্স জনসংখ্যার (Gender Diverse Populations) জন্য জিবিভি (GBV) কেস ম্যানেজমেন্ট বিষয়ক একটি ব্যবহারবান্ধব,
তথ্যসমৃদ্ধ ও মাঠপর্যায়ে উপযোগী পকেট বুকলেট চূড়ান্ত ও নকশা করা।
এর মাধ্যমে বইটি
জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি করা হবে এবং রোহিঙ্গা শরণার্থী
প্রেক্ষাপটে সাংস্কৃতিক সংবেদনশীলতা ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করা হবে।
📘 নির্দিষ্ট কাজ ও দায়িত্বসমূহ
🔹 বিদ্যমান
ড্রাফট মডিউলটি পর্যালোচনা, পরিমার্জন ও নকশা চূড়ান্তকরণ।
🔹 IRC, UNFPA এবং
Gender Diverse Population Working Group (GDPWG)-এর সঙ্গে
পরামর্শ সভা পরিচালনা।
🔹 বুকলেটের
বিষয়বস্তু ও কাঠামো চূড়ান্তকরণ।
🔹 বুকলেটের
ভিজ্যুয়াল ডিজাইন ও লেআউট তৈরি (প্রিন্ট ও ডিজিটাল উভয়ের জন্য)।
🔹 সম্পাদনাযোগ্য
(editable) ও প্রিন্ট-রেডি ফরম্যাটে চূড়ান্ত সংস্করণ জমা
প্রদান।
📦 প্রত্যাশিত আউটপুট বা ডেলিভারেবলস
✅ চূড়ান্তভাবে
নকশাকৃত মডিউল ও প্রেজেন্টেশন
✅ GDP পকেট
বুকলেট, প্রশিক্ষণ হ্যান্ডবুক ও PPT পর্যালোচনা
ও সামঞ্জস্যকরণ
✅ ইংরেজি
সংস্করণে ডিজাইনকৃত বুকলেট
✅ সম্পাদনাযোগ্য
সোর্স ফাইল ও প্রিন্টযোগ্য কপি
✅ সারসংক্ষেপ
প্রতিবেদন—যেখানে প্রক্রিয়া, পরিবর্তন ও সুপারিশ উল্লেখ
থাকবে
🧾 যোগ্যতা ও অভিজ্ঞতা
🔹 সংশ্লিষ্ট
ক্ষেত্রে ন্যূনতম ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা
🔹 IEC বা
প্রশিক্ষণ উপকরণ উন্নয়ন ও প্রস্তুতিতে অভিজ্ঞতা
🔹 উন্নত গ্রাফিক
ডিজাইন দক্ষতা ও কাজের অভিজ্ঞতা
🔹 শক্তিশালী
যোগাযোগ ও সমন্বয় ক্ষমতা
🔹 মানবিক
প্রোগ্রাম ও অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ উপকরণ (PPT, হ্যান্ডআউট,
চার্ট, হ্যান্ডবুক) তৈরিতে অভিজ্ঞতা
🔹 সর্বশেষ
ট্যাক্স রিটার্ন কপির অনুলিপি সংযুক্ত করতে হবে
🎓 শিক্ষাগত যোগ্যতা
- সংশ্লিষ্ট বিষয়ে
ন্যূনতম স্নাতক ডিগ্রি
- প্রাসঙ্গিক
পেশাগত প্রশিক্ষণ বা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
💼 আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদেরকে
তাদের সিভি, কাভার লেটার
ও প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন পাঠাতে হবে এই
ঠিকানায়ঃ
📧 Bdirc.Hr@rescue.org
ইমেইলের বিষয় (Subject) লাইনে অবশ্যই লিখতে হবে—
“Consultant: To Finalize the design and development of a Pocket Booklet on
Gender Diverse Populations Case Management”
আপনার প্রত্যাশিত
দৈনিক সম্মানীর পরিমাণ সিভিতে উল্লেখ করতে হবে।
📅 আবেদনের
শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৫
পেশাগত আচরণবিধি
IRC এবং এর সকল
কর্মীকে অবশ্যই IRC Way – Code of Conduct অনুসরণ
করতে হবে, যা নিম্নলিখিত মূলনীতির উপর ভিত্তি করে গঠিতঃ
সততা (Integrity), সেবা (Service), দায়বদ্ধতা (Accountability), এবং সমতা (Equality)।
সংস্থাটি কঠোরভাবে সেফগার্ডিং
(Safeguarding), যৌন হয়রানি প্রতিরোধ (PSEAH), প্রাপ্তবয়স্ক ও শিশুর
নিরাপত্তা, আর্থিক সততা ও প্রতিশোধ-বিরোধী (Anti-Retaliation) নীতিমালা মেনে পরিচালিত হয়।
দ্রষ্টব্য: কোনো প্রকার তদবির বা অনৈতিক প্রভাব প্রয়োগ করলে
প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ইন্টারন্যাশনাল
রেসকিউ কমিটি (IRC) - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)
আবেদন প্রক্রিয়া: Bdirc.Hr@rescue.org
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
IRC Consultancy Bangladesh, International Rescue
Committee jobs, Gender Diverse Populations case management, WPE consultancy
opportunity, IRC Cox’s Bazar recruitment, NGO consultancy jobs Bangladesh,
Women’s protection jobs, IRC consultant vacancy 2025, short-term consultancy
Bangladesh, IRC project jobs, humanitarian jobs Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments