হাউজিং এন্ড বিল্ডিং
রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ ফেলো নিয়োগ বিজ্ঞপ্তি
গৃহায়ন ও
নির্মাণবিষয়ক গবেষণায় অগ্রণী প্রতিষ্ঠান হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ
ইনস্টিটিউট (এইচবিআরআই) এর গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্দেশ্যে
অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত বিভাগসমূহে রিসার্চ ফেলোশিপ প্রদান করা হবে।
🔹 বিভাগ ও ফেলোশিপ সংখ্যা
১. মৃত্তিকা বিভাগ – ০১
(একটি)
২. গৃহায়ন বিভাগ – ০১ (একটি)
৩. নির্মাণ ও কাঠামো বিভাগ – ০১ (একটি)
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত
ফরমে আবেদনপত্রের সঙ্গে একটি নির্দিষ্ট গবেষণা প্রকল্প প্রস্তাবনা জমা দিতে হবে।
প্রস্তাবিত প্রকল্পের মেয়াদ সর্বোচ্চ ২ (দুই) বছর হতে পারবে।
📋 আবেদন সংক্রান্ত শর্তাবলী
১️⃣ শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
পুরকৌশল, স্থাপত্য,
অথবা সয়েল মেকানিক্স এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা
স্নাতকোত্তর ডিগ্রি।
২️⃣ ফলাফলের মান: শিক্ষার কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের ফলাফল
গ্রহণযোগ্য নয়।
৩️⃣ অগ্রাধিকার: স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি ও স্নাতকোত্তর গবেষণা/থিসিস
গ্রুপের প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৪️⃣ অযোগ্যতা: সরকারি, আধা-সরকারি,
স্বায়ত্তশাসিত বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের
আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫️⃣ বয়সসীমা: ২৬ নভেম্বর ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে
বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স বা অভিজ্ঞতা শিথিলযোগ্য।
৬️⃣ ভাতা: নির্বাচিত ফেলো প্রতি মাসে সর্বসাকুল্যে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা) ভাতা পাবেন।
৭️⃣ আবেদন ফরম: আবেদন ফরম ইনস্টিটিউটের অফিস থেকে বা ওয়েবসাইট www.hbri.gov.bd থেকে সংগ্রহ
করা যাবে।
৮️⃣ আবেদন জমা: সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাগত যোগ্যতার
সনদপত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে ২৬
নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে। প্রেরণ ঠিকানা:
প্রজেক্ট অফিসার, হাউজিং এন্ড বিল্ডিং
রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা।
৯️⃣ প্রকল্প সমাপ্তি: ফেলো প্রস্তাবিত সময়ের আগে ইস্তফা দিলে প্রকল্পের
কাজ সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে হবে।
🔟 কর্তৃপক্ষের
এখতিয়ার: প্রয়োজন অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের
সংখ্যা পরিবর্তন বা সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
হাউজিং এন্ড বিল্ডিং
রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)-প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
(এইচবিআরআই),
আবেদন প্রক্রিয়া: প্রেরণ ঠিকানা: প্রজেক্ট
অফিসার, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫,
hbri job circular 2025, hbri fellowship circular, research fellow job in
Bangladesh, hbri career opportunity, housing and building research institute
dhaka, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চাকরি, hbri bd job
news, hbri research fellowship application form, সরকারি গবেষণা
ফেলো নিয়োগ, ঢাকা hbri ফেলোশিপ আবেদন,
হাউজিং বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ফেলোশিপ আবেদন ফরম,
hbri.gov.bd job apply, hbri fellowship requirements, hbri circular 2025
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments