বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে HEAT প্রকল্প– নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকল্প: Inducing High grade Agarwood Formation in Aquilaria
malaccensis: A Comprehensive Assessment of Physical, Chemical and
Biological Treatment's Efficacy
সংস্থা: Department of Forestry and Environmental Science,
Shahjalal University of Science and Technology, Sylhet-3114, Bangladesh
প্রকল্প স্মারক নং: শাবিপ্রবি/SUST/FES/PIN (13432)/নিয়োগ-১
তারিখ: ৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সরকার ও বিশ্ব
ব্যাংকের অর্থায়নে পরিচালিত Higher Education
Acceleration and Transformation (HEAT) প্রকল্পের আওতাধীন এই
উপ-প্রকল্পের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অস্থায়ী ভিত্তিতে
নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহবান করা হচ্ছে।
আবেদনপত্রের সাথে
প্রয়োজনীয় নথি:
- সদ্য তোলা
পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত
যোগ্যতার সকল সনদপত্র
- সংক্ষিপ্ত
জীবনবৃত্তান্ত (CV)
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫
দরখাস্ত প্রেরণের
ঠিকানা (সফটকপি): romel-fes@sust.edu
শুধুমাত্র নির্বাচিত
প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
পদের বিবরণ
|
ক্র. |
পদবী |
সংখ্যা |
মেয়াদ |
মাসিক বেতন |
শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতা |
|
১ |
PhD গবেষক |
১ |
৩ বছর |
৪০,০০০/- |
অনুমোদিত বিশ্ববিদ্যালয়
থেকে BSc (Hons) in Forestry এবং MSc in Forestry বা সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতকোত্তর ডিগ্রি; ল্যাব এবং দেশের রিমোট আগর বাগানে
কাজের আগ্রহ |
|
২ |
M.Sc থিসিস গবেষক |
৮ |
৩ বছর |
২০,০০০/- |
অনুমোদিত বিশ্ববিদ্যালয়
থেকে BSc (Hons) in Forestry; ল্যাব এবং রিমোট আগর বাগানে কাজের আগ্রহ |
|
৩ |
ম্যানেজার কাম গবেষক সহযোগী |
১ |
৩ বছর |
৩০,০০০/- |
অনুমোদিত বিশ্ববিদ্যালয়
থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি; HPLC, GC, FTIR সম্পর্কে জ্ঞান |
|
৪ |
একাউন্টেন্ট |
১ |
খণ্ডকালীন (Part-time) |
৮,০০০/- |
অনুমোদিত বিশ্ববিদ্যালয়
থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি |
প্রকল্প প্রধান:
প্রফেসর ড. রোমেল আহমেদ
SPM, HEAT Project, PIN (13432)
Department of Forestry and Environmental Science
Shahjalal University of Science and Technology, Sylhet-3114, Bangladesh
নিয়োগ
বিজ্ঞপ্তি:
শাবিপ্রবি -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: শাবিপ্রবি,
আবেদন প্রক্রিয়া: romel-fes@sust.edu
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
HEAT project job circular 2025, SUST forestry job
circular, Agarwood research job Bangladesh, HEAT project PhD researcher job,
HEAT project M.Sc thesis researcher job, SUST HEAT project recruitment,
Forestry and Environmental Science jobs Bangladesh, HEAT project research
assistant job circular, SUST Sylhet job circular 2025, Bangladesh government
research project jobs, HEAT project vacancy 2025, Aquilaria malaccensis
research jobs, HEAT project PIN 13432 recruitment, SUST job opportunity 2025,
HEAT project scientist job, Forestry research jobs Bangladesh, SUST project
employment, HEAT project temporary job circular, HEAT project researcher
application, HEAT project SUST jobs apply.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments