আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম – নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম
অবস্থান: চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম
তারিখ: ০২ নভেম্বর ২০২৫
নিয়োগ সীমানা: শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তা/কর্মচারী
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য
যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদসমূহ ও যোগ্যতা
- সহকারী অধ্যাপক
- বিভাগ:
মেডিসিন-১, সার্জারি-১,
গাইনী-১
- সংখ্যা: ৩
- বয়স: অনূর্ধ্ব
৫২ বছর
- যোগ্যতা:
বিএমএন্ডডিসি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রকাশনা।
- প্রভাষক /
সহকারী রেজিস্ট্রার (হাউস টিউটর)
- বিভাগ: এনাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, গাইনী
- সংখ্যা: ৬
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা:
বিএমএন্ডডিসি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও হোস্টেলে হাউস টিউটর হিসেবে
অবস্থান।
- কম্পিউটার ল্যাব
/ আইটি টেকনিশিয়ান
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা:
কম্পিউটার/আইটি বিষয়ে ১ বছরের ডিপ্লোমা ও প্রাসঙ্গিক দক্ষতা।
- মুয়াজ্জিন
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা: ফাফিল
ডিগ্রীধারী, সুগভীর
কণ্ঠ, কোরআনে হাফেজ এবং মসজিদে খাদিম হিসেবে অভিজ্ঞ।
- পিএ ইকুইপমেন্ট
টেকনিশিয়ান ও ফটোগ্রাফার
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান, ট্রেড
কোর্স বা ৬ মাসের ডিপ্লোমা, অভিজ্ঞতা।
- ডেসপাচ রাইডার
(পুরুষ)
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান, কম্পিউটার
ও মোটরসাইকেল চালনায় পারদর্শী।
- লাইব্রেরি
এটেনডেন্ট
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান, বিজ্ঞান
বিভাগে পাস ও কম্পিউটার চালনায় দক্ষ।
- অফিস সহায়ক
(পুরুষ)
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা:
মাধ্যমিক বা সমমান, বিজ্ঞান
বিভাগে পাস ও কম্পিউটার চালনায় পারদর্শী।
- পরিচ্ছন্নতা
কর্মী (পুরুষ)
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা: অষ্টম
শ্রেণী, দেশি/বিদেশি
খাবার প্রস্তুতকরণে ৫ বছরের অভিজ্ঞতা।
- পরিচ্ছন্নতা
কর্মী (মহিলা)
- সংখ্যা: ২
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা: অষ্টম
শ্রেণী, অভিজ্ঞতা
অনুযায়ী অগ্রাধিকার।
- নিরাপত্তা
প্রহরী (মহিলা)
- সংখ্যা: ২
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা: অষ্টম
শ্রেণী, অভিজ্ঞতা
অনুযায়ী অগ্রাধিকার।
- মালি
- সংখ্যা: ১
- বয়স: অনূর্ধ্ব
৩৫ বছর
- যোগ্যতা: অষ্টম
শ্রেণী, অভিজ্ঞতা
অনুযায়ী অগ্রাধিকার।
আবেদন ও অন্যান্য
শর্তাবলী
- বেতন: আর্মি
মেডিকেল কলেজের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী।
- আবেদন ফর্ম:
কলেজের ওয়েবসাইট www.amcc.edu.bd থেকে সংগ্রহ করতে হবে।
- দরখাস্ত প্রেরণ:
১৮ নভেম্বর ২০২৫-এর মধ্যে কলেজের ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে।
- আবেদন ফি: ১নং ও
২নং পদের জন্য ১০০০/- টাকা, ৩ নং
থেকে ১২ নং পদের জন্য ৫০০/- টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
- পদের নাম আবেদনে
উল্লেখ বাধ্যতামূলক।
- লিখিত ও মৌখিক
পরীক্ষার তারিখ মোবাইলের মাধ্যমে জানানো হবে।
যোগাযোগ:
সভাপতি, নিয়োগ কমিটি, আর্মি
মেডিকেল কলেজ চট্টগ্রাম, ভাটিয়ারি-হাটহাজারী লিংক রোড,
খিল্লাপাড়া, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রাম,
আবেদন প্রক্রিয়া: ডাকযোগে/কুরিয়ারে
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম নিয়োগ, আর্মি
মেডিকেল কলেজ চাকরি ২০২৫, AMC Chattogram recruitment, শিক্ষক
নিয়োগ বাংলাদেশ, সহকারী অধ্যাপক নিয়োগ, প্রভাষক হাউস টিউটর চাকরি, কম্পিউটার ল্যাব আইটি
টেকনিশিয়ান চাকরি, অফিস সহায়ক নিয়োগ, পরিষ্কার
কর্মী চাকরি বাংলাদেশ, মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি, আর্মি কলেজ চট্টগ্রাম ফ্রেশার নিয়োগ, সেনাবাহিনী
পরিচালিত কলেজ চাকরি, চট্টগ্রাম চাকরি খবর
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments