ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) নিয়োগ
বিজ্ঞপ্তি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে সৃষ্ট
শূন্য পদগুলো পূরণের উদ্দেশ্যে যোগ্য এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে Online আবেদন
আহ্বান করা হচ্ছে। বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট পদ, যোগ্যতা,
বয়সসীমা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচে উল্লেখ করা হলো:
পদসমূহ, বেতন স্কেল ও
যোগ্যতা
১. মেডিকেল অফিসার –
(নাক-কান-গলা ২, ব্লাড ব্যাংক ১, চর্ম ও যৌন ২, বহির্বিভাগ ও ইনডোর ৬, জরুরি বিভাগ ২)
- বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
- পদ সংখ্যা: ১৩টি
- বয়স: ১৮–৩২ বছর
- যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস অথবা সমমানের
ডিগ্রি
- বিএমডিসি নিবন্ধন সনদ আবশ্যক
২. মেডিকেল অফিসার (প্যাথলজি)
- বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
- পদ সংখ্যা: ১টি
- বয়স: ১৮–৩২ বছর
- যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস বা সমমানের ডিগ্রি
- বিএমডিসি নিবন্ধন সনদ বাধ্যতামূলক
৩. ডেন্টাল সার্জন
- বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
- পদ সংখ্যা: ১টি
- বয়স: ১৮–৩২ বছর
- যোগ্যতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিডিএস অথবা সমমানের
ডিগ্রি
- বিএমডিসি নিবন্ধন সনদ আবশ্যক
৪. কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা
- বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
- পদ সংখ্যা: ১টি
- বয়স: ১৮–৩২ বছর
- যোগ্যতা:
- প্রাণিবিদ্যা বা কৃষি-সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর বা
সমমানের ডিগ্রি
- ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ
৫. ভেটেরিনারি কর্মকর্তা
- বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)
- পদ সংখ্যা: ৬টি
- বয়স: ১৮–৩২ বছর
- যোগ্যতা:
- পশুচিকিৎসা বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান
- ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন আবশ্যক
আবেদনের শর্তাবলী
১. বয়সসীমা: ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বয়স
১৮–৩২ বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদ অনুযায়ী বয়স গণনা হবে। এফিডেভিট গ্রহণযোগ্য
নয়।
২. চাকরিরত প্রার্থীদের নিয়ম: সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে কর্মরত হলে অনুমতিপত্রসহ আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষায় No Objection Certificate
(NOC) জমা দিতে হবে।
৩. সরকারি বিধি অনুসরণ: নিয়োগ কার্যক্রম
সম্পূর্ণভাবে সরকারের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সম্পন্ন হবে।
৪. আবেদনে যা উল্লেখ করতে হবে: নাম, পিতা/স্বামী,
মাতা, জন্মতারিখ, বয়স,
ঠিকানা, জেলা, জাতীয়তা,
ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি।
৫. সনদপত্র প্রদর্শন: মৌখিক পরীক্ষায় মূল
সনদপত্র দেখাতে হবে এবং সকল সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
৬. নাগরিকত্ব/জাতীয়তা প্রমাণ: স্থানীয়
কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের অনুলিপি জমা
দিতে হবে।
৭. কোটা সম্পর্কিত নির্দেশনা: সর্বশেষ
সরকারি কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
৮. মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/তৃতীয়
লিঙ্গ/নৃ-গোষ্ঠী: প্রযোজ্য ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদ Online-এ আপলোড
করতে হবে।
৯. মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজনীয় কাগজপত্র:
মুক্তিযোদ্ধার গেজেট, বয়স প্রমাণ, সম্পর্কের প্রমাণপত্রসহ
প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
১০. সকল সত্যায়ন: প্রথম শ্রেণির গেজেটেড
কর্মকর্তার দ্বারা সম্পন্ন হতে হবে।
১১. বিজ্ঞপ্তি পরিবর্তন/বাতিলের ক্ষমতা: কর্তৃপক্ষ
প্রয়োজনবোধে বিজ্ঞপ্তি সংশোধন বা স্থগিত করতে পারবে।
১২. পরীক্ষা সংক্রান্ত: লিখিত ও মৌখিক
পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন ভাতা প্রদান করা হবে না।
১৩. Online আবেদন: আবেদন করতে হবে: http://dscc.teletalk.com.bd বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।
Online আবেদনের সময়সীমা:
- শুরু: ০১ ডিসেম্বর ২০২৫ — সকাল ১০:০০
- শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫ — বিকেল ৫:০০
- User ID পাওয়া প্রার্থীরা ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে
পারবেন।
আবেদন ফি:
- প্রতি পদের জন্য মোট ২২৩ টাকা (টেলিটকের মাধ্যমে)
Online আবেদন করার নিয়ম (সংক্ষেপে)
- সদ্য তোলা ৩০০×৩০০ পিক্সেল ছবি (১০০ KB এর মধ্যে)
- ৩০০×৮০ পিক্সেল স্বাক্ষর (৬০ KB এর মধ্যে)
- Submit-এর পর User ID সহ Applicant’s
Copy সংরক্ষণ করতে হবে
- Teletalk প্রিপেইড নম্বর থেকে ২টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে
- সময়সীমার মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে
না
- SMS-এ প্রদত্ত User ID ও Password
দিয়ে প্রবেশপত্র Download করতে হবে
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
আবেদন প্রক্রিয়া: http://dscc.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ ২০২৫, DSCC job circular 2025,
dscc teletalk com bd apply, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জব
সার্কুলার, সিটি কর্পোরেশন চাকরি ২০২৫, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, bd govt job circular, today govt
job circular bd, medical officer job circular bd, veterinary officer job
circular bd, draftsmanship job circular, bd job news today, Bangladesh govt job
apply online, dscc admit card download, dscc vacancy notice, city corporation
job exam date, চাকরির আবেদন অনলাইন, টেলিটক
আবেদন নির্দেশিকা, bd jobs 2025, latest govt job bd, সরকারি
চাকরির খবর, job circular 2025 Bangladesh.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)



Post a Comment
0 Comments