প্রাণিসম্পদ অধিদপ্তর–এর নিয়োগ
বিজ্ঞপ্তি
প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্বভুক্ত শূন্য পদে
নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে নির্ধারিত শর্তসাপেক্ষে শুধুমাত্র
অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে। অন্য কোনো পদ্ধতিতে পাঠানো আবেদন
গণ্য হবে না।
পদের তথ্য
১। ভেটেরিনারি ফিল্ড
অ্যাসিস্ট্যান্ট (VFA)
- পদ সংখ্যা: ২
- বেতন স্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা
- গ্রেড: ১৪
শিক্ষাগত যোগ্যতা
- বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে।
- সরকার অনুমোদিত ভেটেরিনারি ট্রেনিং
ইনস্টিটিউট/লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ১ বছরের প্রশিক্ষণ আবশ্যক।
- “প্রাণিসম্পদ অধিদপ্তর (ক্যাডার বহির্ভূত গেজেটেড
কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩”
অনুযায়ী নেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সাধারণ নির্দেশনা
১. নিয়োগ প্রক্রিয়া সর্বশেষ সরকারি বিধি অনুসারে পরিচালিত হবে।
২. পরীক্ষার সময়, তারিখ ও স্থান পরে ওয়েবসাইট
ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।
৩. বয়সসীমা ১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর। (এফিডেভিট
গ্রহণযোগ্য নয়।)
অনলাইন আবেদন প্রক্রিয়া
আবেদনফর্ম পাওয়া যাবে:
সময়সীমা
- আবেদন শুরু: ২৭ নভেম্বর ২০২৫, সকাল
৯.০০টা
- আবেদন শেষ: ১৮ ডিসেম্বর ২০২৫, বিকেল
৫.০০টা
অনলাইনে ফর্ম পূরণ করে Submit করার পর
প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক
নম্বর থেকে SMS এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
নথিপত্র (মৌখিক পরীক্ষার সময়
প্রদর্শনযোগ্য)
- অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- জাতীয় পরিচয়পত্র
- চাকরিতে কর্মরতদের ক্ষেত্রে অনাপত্তিপত্র
- সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের
নাগরিকত্ব/জন্মসনদ
- মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ/ক্ষুদ্র নৃগোষ্ঠী
সংক্রান্ত প্রযোজ্য সনদসমূহ
ছবি ও স্বাক্ষর আপলোড
- ছবি: ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB)
- স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB)
Submit করার আগে Preview দেখে সব তথ্য সঠিক কিনা নিশ্চিত হতে হবে।
SMS-এর মাধ্যমে ফি জমা
প্রথম SMS:
DLS UserID পাঠাতে হবে 16222 নম্বরে।
দ্বিতীয় SMS:
DLS YES PIN পাঠাতে হবে 16222 নম্বরে।
ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রবেশপত্র সংগ্রহ
User ID ও Password দিয়ে
লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। মোবাইলে প্রাপ্ত SMS নিয়মিত
দেখা বাধ্যতামূলক।
User ID বা PIN হারালে
- User ID এর ক্ষেত্রে: DLS HELP USER UserID → 16222
- PIN এর ক্ষেত্রে: DLS HELP PIN PINNumber → 16222
অন্যান্য শর্তাবলী
- বিদেশি নাগরিক বা বিদেশিকে বিয়ে করলে আবেদন গ্রহণযোগ্য
নয়।
- আদালতে নৈতিক স্খলনজনিত দণ্ডপ্রাপ্ত হলে আবেদন অযোগ্য।
- আবেদন ফরমে নাম, জন্মতারিখ, পিতামাতা,
ঠিকানা—সবকিছু সনদ অনুযায়ী হুবহু হতে হবে।
- তদবির করলে আবেদন বাতিল হবে।
- কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা পরিবর্তন বা
বিজ্ঞপ্তি বাতিল করতে পারে।
- লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে কোনো টিএ/ডিএ প্রদান
করা হবে না।
- নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
সহায়তা পেতে
- টেলিটক: ১২১
- অন্যান্য অপারেটর: ০১৫০০১২১১২১–৯
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd
নিয়োগ
বিজ্ঞপ্তি:
প্রাণিসম্পদ অধিদপ্তর- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর,
আবেদন প্রক্রিয়া: http://dls.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ ২০২৫, DLS job circular 2025, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি, DLS VFA
application, প্রাণিসম্পদ অধিদপ্তর ভি এফ এ নিয়োগ,
dls.teletalk.com.bd apply, livestock job circular Bangladesh, সরকারি
চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, প্রাণিসম্পদ অধিদপ্তর চাকরি
আবেদন, DLS application process Bangla, বাংলাদেশ সরকারি
চাকরি সার্কুলার, VFA job requirements Bangladesh, DLS exam date 2025,
dls job online application, চাকরির খবর প্রাণিসম্পদ অধিদপ্তর,
সরকারি চাকরি আপডেট বাংলাদেশ।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments