Type Here to Get Search Results !

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি

 

ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার ৪ এপ্রিল ২০২৪ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১১.০২৯.১৯.৩৮২ নং স্মারক এবং ১০ জুলাই ২০২৫ তারিখের ৩১.০০.০০০০.০৪৬.১১.০২৯.১৯.৪০০ নং স্মারক অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসন শাখায় নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে জনবল নিয়োগ করা হবে।

 

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত আবেদন ফরমে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।

 

দপ্তরের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ২১ (একুশ)

বেতন স্কেল: গ্রেড-২০, ৮২৫০–২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা:

স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি/সমমান পাস।

 

আবেদনের শর্তাবলি

১) প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) ২০ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে; এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
৪) ভুল, অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৫) “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” এবং সরকার অনুমোদিত অন্যান্য নিয়মাবলি অনুসরণ করা হবে।
৬) চাকরিরত প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনুমতিপত্র জমা দিতে হবে।
৭) কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বিজ্ঞপ্তি পরিবর্তন/বাতিল করার ক্ষমতা রাখে।
৮) সুপারিশ বা তদবীর করলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবে।
৯) প্রাথমিক বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য হলে) ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
১০) মৌখিক পরীক্ষায় নিম্নোক্ত মূল সনদপত্র আনতে হবে:

  • সকল শিক্ষাগত সনদ (মূল/সাময়িক)
  • নাগরিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা)
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
  • মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ও সম্পর্কযুক্ত প্রত্যয়নপত্র
  • প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদ
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদ (ইউএনও/ডিসি অফিস কর্তৃক)
  • কোটা দাবির প্রমাণপত্র
  • Applicant copy এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি

১১) চাকরি সংক্রান্ত সব সরকারি বিধি প্রযোজ্য হবে।
১২) বিজ্ঞপ্তি প্রকাশ মানেই কর্তৃপক্ষ নিয়োগ দিতে বাধ্য থাকবে না।
১৩) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

অনলাইনে আবেদন ও ফি জমাদানের নিয়ম

১৪) আবেদন পদ্ধতি:

আবেদন সময়সীমা:

  • শুরু: ২০ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০
  • শেষ: ১৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫:০০

User ID পাওয়া প্রার্থীরা আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।

ছবি ও স্বাক্ষর আপলোড:

  • ছবি: 300×300 পিক্সেল
  • স্বাক্ষর: 300×80 পিক্সেল

ফরম জমা দেওয়ার আগে সব তথ্য সঠিক আছে কিনা প্রার্থীকে নিশ্চিত হতে হবে।

 

SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা (মোট ৫৬ টাকা):

প্রথম SMS:
DCCOX User ID
Send to 16222
উদাহরণ:
DCCOX ABCDEF

দ্বিতীয় SMS:
DCCOX Yes PIN
Send to 16222
উদাহরণ:
DCCOX Yes 12345678

ফি জমা না দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

 

প্রবেশপত্র ডাউনলোড

যোগ্য প্রার্থীদের SMS ও ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে।
User ID Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

 

User ID/Password পুনরুদ্ধার (শুধু Teletalk নম্বর থেকে)

  • DCCOX Help User UserID 16222
  • DCCOX Help PIN PINNO 16222

 

অন্যান্য নির্দেশনা

  • বিজ্ঞপ্তি ওয়েবসাইট: www.coxsbazar.gov.bd অথবা
    টেলিটকের জবপোর্টাল alljobs.teletalk.com.bd
  • আবেদন প্রার্থী নিজে করবেন; অন্যের মাধ্যমে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী নয়।
  • প্রযুক্তিগত সহায়তার জন্য:
    • কল: 121
    • ইমেইল: alljobs.query@teletalk.com.bd
    • মেইল subject এ উল্লেখ করতে হবে: DCCOX'SBAZAR, Post Name, User ID, Contact Number

 

প্রার্থীর ঘোষণা

আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে প্রদত্ত সব তথ্য সত্য। তথ্য মিথ্যা প্রমাণিত হলে বা প্রতারণা করলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার, দৈনিক যুগান্তর (Monday, November 17, 2025)

 

আবেদন প্রক্রিয়া:  https://dccox.teletalk.com.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

কক্সবাজার জেলা প্রশাসক নিয়োগ ২০২৫, কক্সবাজার ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি, কক্সবাজার অফিস সহায়ক নিয়োগ, dccox teletalk com bd apply, কক্সবাজার চাকরির খবর, সরকারি চাকরি কক্সবাজার ২০২৫, অফিস সহায়ক পদে নিয়োগ ২০২৫, dc office coxsbazar job circular, teletalk job apply কক্সবাজার, রাজস্ব শাখা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সরকারি চাকরি ২০২৫, district commissioner coxsbazar job, কক্সবাজার ডিসি অফিস job apply, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের, কক্সবাজার নতুন চাকরি ২০২৫

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments