সিভিল সার্জন, রাজশাহী-এর নিয়োগ
বিজ্ঞপ্তি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য
সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা হতে প্রাপ্ত ছাড়পত্র (স্মারক নং ৪৫.০০.০০০০.১৪০.১১.০০৬.১৮-১৬০,
তারিখ: ১৮/০১/২০২৪ খ্রি. এবং স্মারক নং ৪৫.০০.০০০০.১৪০.১১.০০৩.২৩-৬০৬,
তারিখ: ০৫/০৩/২০২৫ খ্রি.) এর প্রেক্ষিতে সিভিল সার্জনের কার্যালয়,
রাজশাহী এবং এর অধীনস্থ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থায়ী
রাজস্বখাতভুক্ত ১১–২০ গ্রেডের (পূর্বতন ৩য়/৪র্থ শ্রেণী) নিম্নবর্ণিত শূন্য পদসমূহে
যোগ্য প্রার্থীদের নিকট থেকে ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান
করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
পদ ও যোগ্যতা
|
ক্রমিক |
পদের নাম |
গ্রেড ও বেতনস্কেল |
পদ সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
|
০১ |
কম্পিউটার অপারেটর |
গ্রেড-১৩ (১১,০০০–২৬,৫৯০ টাকা) |
০৪ |
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান। খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি
মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ। গ) Standard
Aptitude Test এ উত্তীর্ণ। |
|
০২ |
সাঁট-মুদ্রাক্ষরিক
কাম কম্পিউটার অপারেটর |
গ্রেড-১৪
(১০,২০০–২৪,৬৮০ টাকা) |
০১ |
ক)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী/সমমান সিজিপিএতে স্নাতক। খ)
কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫
শব্দ। ঘ) টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। |
|
০৩ |
পরিসংখ্যানবিদ |
গ্রেড-১৪ (১০,২০০–২৪,৬৮০ টাকা) |
০৪ |
ক) পরিসংখ্যান/গণিত/অর্থনীতি
বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমান। খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা। |
|
০৪ |
কীটতত্ত্বীয়
টেকনিশিয়ান |
গ্রেড-১৫
(৯,৭০০–২৩,৪৯০ টাকা) |
০২ |
জীববিজ্ঞানসহ
বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান। |
|
০৫ |
অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক |
গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) |
০৩ |
ক) এইচএসসি বা সমমান। খ)
টাইপিংয়ে বাংলায়/ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ। গ) ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে দক্ষতা। |
|
০৬ |
স্টোর
কিপার |
গ্রেড-১৬
(৯,৩০০–২২,৪৯০ টাকা) |
০৫ |
এইচএসসি
বা সমমান। |
|
০৭ |
স্বাস্থ্য সহকারী |
গ্রেড-১৬ (৯,৩০০–২২,৪৯০ টাকা) |
১১৮ |
এইচএসসি বা সমমান।
(ওয়ার্ডভিত্তিক নিয়োগ; বিস্তারিত
নোটিশ বোর্ডে প্রদর্শিত)। |
|
০৮ |
ড্রাইভার |
গ্রেড-১৬
(৯,৩০০–২২,৪৯০ টাকা) |
০২ |
ক)
জেএসসি বা সমমান। খ) বিআরটিএ প্রদত্ত বৈধ হালকা যানবাহন চালনার ড্রাইভিং
লাইসেন্স। |
আবেদনের শর্তাবলী
১. প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী
রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বয়স ২৪/১১/২০২৫ তারিখে ১৮–৩২ বছর (এসএসসি/এনআইডি/জন্মনিবন্ধন
সনদে বয়স প্রমাণ; এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
৩. ২০২৪ সালের বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করতে
হবে না।
৪. শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
৫. একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।
৬. কম্পিউটার অপারেটর, সাঁট-মুদ্রাক্ষরিক,
অফিস সহকারী, ড্রাইভার পদের ক্ষেত্রে লিখিত
পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭. সকল শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে; পরবর্তীতে নতুন যোগ্যতা বিবেচনা করা হবে না।
৮. চাকরিজীবীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র এবং মৌখিক পরীক্ষায় NOC
দাখিল করতে হবে।
৯. নিয়োগ ও কোটা সরকারি বিধি অনুসারে হবে।
১০. স্টোর কিপার পদে জামানত প্রদানের বিধান প্রযোজ্য।
১১. স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী সংশ্লিষ্ট ওয়ার্ডের
স্থায়ী বাসিন্দা হতে হবে।
১২. স্থায়ী ঠিকানা ভিন্ন হলে NID ও নাগরিকত্ব
সনদ দাখিল করতে হবে।
১৩. স্বাস্থ্য সহকারীর শূন্যপদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ
বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৪. মিথ্যা/অসত্য তথ্য প্রদান করলে প্রার্থীতা বা নিয়োগ বাতিলসহ
আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫. বিদেশি নাগরিককে বিবাহ করলে বা অপরাধে দণ্ডিত হলে প্রার্থী
অযোগ্য বিবেচিত হবে।
অনলাইন আবেদন ও সময়সীমা
আবেদন শুরু:
২৪/১১/২০২৫ তারিখ সকাল ১০.০০ টা
আবেদন শেষ:
১৪/১২/২০২৫ তারিখ বিকেল ০৫.০০ টা
ফি জমাদান:
আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের
মাধ্যমে ফি জমা দিতে হবে।
ছবি ও স্বাক্ষর আপলোড
- ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ
100KB
- স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ
60KB
পরীক্ষার ফি প্রদান (টেলিটক)
গ্রেড-১৩–১৬ পর্যন্ত: ১১২ টাকা (ফি + ভ্যাট + চার্জ)
প্রথম SMS:
CSRAJSHAHI USERID → 16222
দ্বিতীয় SMS:
CSRAJSHAHI YES PIN → 16222
প্রবেশপত্র ডাউনলোড ও
অন্যান্য নির্দেশনা
- যোগ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র
ডাউনলোডের তথ্য জানানো হবে।
- প্রবেশপত্র লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায়
প্রদর্শন বাধ্যতামূলক।
- User ID বা PIN হারালে নির্ধারিত
এসএমএস পদ্ধতিতে পুনরুদ্ধার করা যাবে।
সহযোগিতা
অসুবিধায় যোগাযোগ:
- টেলিটক: ১২১
- ই-মেইল: alljobs.query@teletalk.com.bd
বা rajshahi@cs.dghs.gov.bd
- ফেসবুক পেজ (টেলিটক জব পোর্টাল)
ডিক্লারেশন
প্রার্থীকে আবেদনে ঘোষণা দিতে হবে যে প্রদত্ত সব
তথ্য সত্য। অসত্য প্রমাণিত হলে আবেদন বা নিয়োগ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।
শেষ নির্দেশনা
কর্তৃপক্ষ পদের সংখ্যা পরিবর্তন, শর্ত সংশোধন
বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগসংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
সিভিল সার্জন এর কার্যালয়, রাজশাহী-
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সিভিল সার্জন এর কার্যালয়, রাজশাহী- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সিভিল সার্জন এর কার্যালয়, রাজশাহী- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: সিভিল সার্জন এর কার্যালয়, রাজশাহী
আবেদন প্রক্রিয়া: http://csrajshahi.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
সিভিল সার্জন রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি, রাজশাহী
সিভিল সার্জন অফিস চাকরি, civil surgeon rajshahi job circular, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, সিভিল সার্জন অফিস চাকরি
২০২৫, রাজশাহী স্বাস্থ্য বিভাগ নিয়োগ, civil surgeon
job BD, government health job circular, রাজশাহী জেলা স্বাস্থ্য
নিয়োগ, স্বাস্থ্য সহকারী চাকরি রাজশাহী, সরকারি চাকরি সার্কুলার রাজশাহী, BD health job circular 2025, সিভিল সার্জন অফিস নতুন নিয়োগ, স্বাস্থ্য মন্ত্রণালয়
চাকরি ২০২৫, রাজশাহী সরকারি চাকরি বিজ্ঞপ্তি, হেলথ সেক্টর জব সার্কুলার, civil surgeon recruitment Bangladesh,
rajshahi govt job circular, district health office job, পুনঃনিয়োগ
বিজ্ঞপ্তি civil surgeon।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)



.jpg)
.jpg)
Post a Comment
0 Comments