বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস
কমিশনে বড়
নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের জেলা জজ আদালত ও অধস্তন
আদালত/ট্রাইব্যুনালসমূহের রাজস্ব খাতে শূন্য থাকা বিভিন্ন পদে সরাসরি নিয়োগের
উদ্দেশ্যে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন
আহ্বান করা হচ্ছে। আবেদন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে—অন্য কোনো
মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য নয়।
পদের তালিকা, পদসংখ্যা, বেতনস্কেল ও যোগ্যতা
১. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড–১৪)
পদসংখ্যা: ২৮৪
বেতনস্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা:
- স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমান CGPA সহ
স্নাতক ডিগ্রি।
- ইংরেজিতে
সাঁটলিপির গতি প্রতি মিনিটে কমপক্ষে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ।
- মুদ্রাক্ষরে
ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ প্রতি মিনিটে টাইপিং দক্ষতা থাকতে হবে।
২. বেঞ্চ সহকারী (গ্রেড–১৬)
পদসংখ্যা: ৩৫
বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা:
- স্বীকৃত বোর্ড
থেকে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
৩. অফিস সহকারী–কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬)
পদসংখ্যা: ২৫৩
বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা:
- এইচএসসি সমমান
পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সমমান GPA।
- কম্পিউটার
ব্যবহারে অভিজ্ঞতা।
- টাইপিং গতি
বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
৪. গাড়িচালক (গ্রেড–১৬)
পদসংখ্যা: ২২
বেতনস্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা:
- অষ্টম শ্রেণি
উত্তীর্ণ।
- ড্রাইভিং বিষয়ে
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বৈধ ড্রাইভিং
লাইসেন্সধারী।
- অভিজ্ঞ
প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
৫. জারীকারক (গ্রেড–১৯)
পদসংখ্যা: ১৫৭
বেতনস্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা
যোগ্যতা:
- মাধ্যমিক/সমমান
পরীক্ষায় উত্তীর্ণ।
৬. অফিস সহায়ক (গ্রেড–২০)
পদসংখ্যা: ৪০১
বেতনস্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
যোগ্যতা:
- অষ্টম শ্রেণি
উত্তীর্ণ।
শর্তাবলি
১। বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখ
অনুযায়ী প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ
বয়স ৪০ বছর। এসএসসি/জেএসসি সার্টিফিকেটের জন্মতারিখই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
২। সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত
প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩। বিভাগীয় প্রার্থী হলে আবেদন ফরমে Departmental Candidate ঘরে টিক দিতে হবে।
৪। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সত্যায়িত
কাগজপত্র জমা দিতে হবে:
- অনলাইন আবেদনপত্রের কপি ও ২ কপি রঙিন ছবি
- সকল শিক্ষাগত সনদের মূল/সাময়িক কপি
- জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), কম্পিউটার প্রশিক্ষণ সনদ
- নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ
- মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/নৃ-গোষ্ঠী/তৃতীয় লিঙ্গের
প্রার্থীদের প্রযোজ্য সনদপত্র
৫। সনদ সত্যায়নকারী কর্মকর্তা অবশ্যই ৯ম গ্রেড বা
তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং তার নাম ও সীল থাকতে হবে।
৬। সকল পরীক্ষা ও বিজ্ঞপ্তির হালনাগাদ তথ্য www.bjsc.gov.bd ওয়েবসাইটে
পাওয়া যাবে।
৭। পরীক্ষার জন্য কোনো ভাতা প্রদান করা হবে না।
৮। আবেদনপত্রে প্রদত্ত তথ্য ভুল/মিথ্যা হলে আবেদন
যে কোনো সময় বাতিল করা হবে।
৯। বাংলাদেশি নাগরিক নন, বা বিদেশিকে
বিবাহ/বিবাহের অঙ্গীকার করা, নৈতিক স্খলনজনিত দণ্ড, সরকারি চাকরি থেকে বরখাস্ত—এসব ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে না।
১০। নিয়োগ প্রক্রিয়ায় সরকারের বিদ্যমান সব
বিধি-বিধান অনুসরণ করা হবে।
১১। একাধিক পদের পরীক্ষা একই দিনে হলে একজন
প্রার্থীকে একটি পদে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে।
১২। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী আবেদন বাতিল বা
পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।
১৩। সকল পদের জন্য অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করা
হবে এবং ১ বছর সংরক্ষিত থাকবে।
১৪। কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয়।
অনলাইন আবেদনের নিয়ম
(পরিবর্তিত ভাষায়)
- অনলাইন আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০:০০
- শেষ তারিখ: ০৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫:০০
- User ID পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
ছবি ও স্বাক্ষর আপলোড:
- ছবি: ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB)
- স্বাক্ষর: ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB)
আবেদন ফি পরিশোধ:
- গ্রেড ১৪–১৬: মোট ১১২ টাকা
- গ্রেড ১৯–২০: মোট ৫৬ টাকা
- অনগ্রসর/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের জন্য সব গ্রেডে ৫৬
টাকা
SMS-এর মাধ্যমে ফি জমার নিয়ম বিজ্ঞপ্তির মূল
কাঠামো অনুসারে অপরিবর্তিত রাখা হলো।
ঘোষণা
আবেদনকারীকে অনলাইনে ঘোষণাপত্রে নিশ্চিত করতে হবে
যে সব তথ্য সত্য। অসত্য প্রমাণিত হলে তার আবেদন বা নিয়োগ বাতিল করা হবে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস
কমিশন সচিবালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
আবেদন প্রক্রিয়া: http://bjsccr.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে
বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ ২০২৫, BJSC job circular 2025,
judicial service job circular bd, অধস্তন আদালত নিয়োগ বিজ্ঞপ্তি,
bjsc teletalk apply, bjsc online application, bjsc new job circular, চাকরির বিজ্ঞপ্তি ২০২৫, government job circular bd, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চাকরি, বেঞ্চ
সহকারী নিয়োগ, অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সরকারি চাকরি খবর, bd govt job circular today, আদালত চাকরি ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)



.jpg)
Post a Comment
0 Comments