Type Here to Get Search Results !

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) - নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) - নিয়োগ বিজ্ঞপ্তি

 

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার একটি কৌশলগত প্রকল্প হিসেবে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে দু’টি উচ্চ পর্যায়ের পদে দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য আগ্রহী। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত নিয়মে আবেদন আহ্বান করা হচ্ছে।

 

পদসমূহ

১. নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) – ০১টি পদ

২. নির্বাহী পরিচালক (অর্থ) – ০১টি পদ

 

পদের দায়িত্ব (Planning & Development) – নির্বাহী পরিচালক

এই পদটির দায়িত্বে থাকা ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনা পর্যায়ের সদস্য হিসেবে ব্যবস্থাপনা পরিচালককে রিপোর্ট করবেন। প্রধানত নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করতে হবে:

  • প্রকল্প পরিকল্পনা, টেকনিক্যাল স্টাডি, নীতি প্রণয়ন ও কৌশলগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা
  • বিদ্যমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং, নির্মাণ ও তদারকি
  • প্রকল্পের নির্ধারিত সময়সীমায় কাজ সম্পন্ন নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালককে সহায়তা
  • প্রকল্প সংক্রান্ত আর্থিক প্রক্রিয়া, দাপ্তরিক নিয়ম-নীতি ও আইনগত দায়িত্ব পালনে সহায়তা

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Planning & Development)

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি: যন্ত্রকৌশল/তড়িৎ প্রকৌশল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং
  • GPA/CGPA ভিত্তিক ফলাফলে ন্যূনতম CGPA 3.5 (স্কেল ৫.০) অথবা CGPA 2.5 (স্কেল ৪.০)
  • প্রচলিত পদ্ধতির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ; কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
  • সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ন্যূনতম ৩ বছর উচ্চ ব্যবস্থাপনা পদে
  • বেসরকারি খাতে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৩ বছর নেতৃত্বপূর্ণ পদে
  • প্রকল্প পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ খাতে কমপক্ষে ৫ বছরের কার্যকর অভিজ্ঞতা
  • DPP প্রস্তুতকরণ, PPP প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা
  • প্রযোজ্য সরকারি নীতিমালা, আইন, PPA–PPR সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান
  • কোম্পানি আইন, শ্রম আইন, TQM, TPM, কর্পোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিষয়ে জ্ঞান
  • ইংরেজি ও বাংলায় দক্ষ যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা
  • ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক বিশ্লেষণ, অপারেশনাল প্ল্যানিংয়ে দক্ষতা
  • সরকারি সংস্থা, ডেভেলপমেন্ট পার্টনার ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় পারদর্শিতা

 

পদের দায়িত্ব (Finance) – নির্বাহী পরিচালক

এই পদধারী কর্মকর্তা ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে বোর্ডকে রিপোর্ট করবেন এবং মূলত নিম্নোক্ত দায়িত্ব পালন করবেন:

  • আর্থিক নীতি প্রণয়ন, আর্থিক বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
  • ঋণ ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, অডিটিং ও MIS প্রস্তুতকরণ
  • পাবলিক ইস্যু ম্যানেজমেন্ট এবং আর্থিক আইন অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা
  • অভ্যন্তরীণ ও বহিরাগত স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় রক্ষা
  • কৌশলগত আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (Finance)

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিং-এ MBA/MCom
  • ACA/ACMA ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত
  • GPA/CGPA এবং বিভাগীয় যোগ্যতা Planning & Development পদের মতোই
  • সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান/স্বায়ত্তশাসিত সংস্থায় ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা এবং ৩ বছর ব্যবস্থাপনায়
  • প্রাইভেট সেক্টরে ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা এবং ৩ বছর নেতৃত্বমূলক পদে
  • সরকারি আর্থিক নিয়ম, PPA–PPR, ট্যাক্স–ভ্যাট আইন, কোম্পানি আইন, TQM–TPM বিষয়ে জ্ঞান
  • ইংরেজি-বাংলায় দক্ষ যোগাযোগ ও উপস্থাপনা
  • ব্যবসায়িক বিশ্লেষণ, কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা, প্রকিউরমেন্টে যোগ্যতা
  • সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দক্ষতা

 

বয়সসীমা

  • ১৩ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছর
  • প্রার্থীর দক্ষতার ভিত্তিতে চুক্তি নবায়ন সাপেক্ষ

 

চুক্তিভিত্তিক নিয়োগ

  • প্রাথমিক চুক্তির মেয়াদ ৩ বছর
  • কর্মক্ষমতা সন্তোষজনক হলে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত আরও দুই মেয়াদ (প্রতি মেয়াদ ৩ বছর) নবায়নযোগ্য

 

বেতন ও ভাতা

  • মূল বেতন:,৪৯,০০০ টাকা
  • বাড়িভাড়া: মূল বেতনের ৫০%
  • ২টি উৎসব ভাতা, ২০% বৈশাখী ভাতা
  • গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, চিকিৎসা ভাতা
  • ছুটি নগদীকরণ
  • জ্বালানিসহ পূর্ণকালীন গাড়ি সুবিধা
  • আয়কর নিজ দায়িত্বে প্রদান করতে হবে

 

আবেদন করার নিয়ম

(ক) আবেদন ফরম জমা

  • APSCL ওয়েবসাইট www.apscl.gov.bd থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে
  • বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে সমমান সার্টিফিকেট বাধ্যতামূলক
  • হার্ডকপি অবশ্যই ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টার মধ্যে পৌঁছাতে হবে

(খ) সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের

  • প্রতিষ্ঠানের অনুমোদিত NOC সংযুক্ত করতে হবে

(গ) প্রেরণের ঠিকানা

Deputy General Manager (HR & Admin),
Ashuganj Power Station Company Ltd. (APSCL)
Navana Rahim Ardent (Level-10),
185 Shahid Sayed Nazrul Islam Sarani,
Bijoy Nagar, Dhaka-1000

 

অতিরিক্ত তথ্য

  • শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হবে
  • সাক্ষাৎকারে অংশ নিতে কোনো TA/DA প্রদান করা হবে না
  • APSCL প্রয়োজনবোধে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL)

 

আবেদন প্রক্রিয়া:  Deputy General Manager (HR & Admin),
Ashuganj Power Station Company Ltd. (APSCL)
Navana Rahim Ardent (Level-10),
185 Shahid Sayed Nazrul Islam Sarani,
Bijoy Nagar, Dhaka-1000

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

আশুগঞ্জ পাওয়ার স্টেশন চাকরির বিজ্ঞপ্তি, APSCL Job Circular 2025, Ashuganj Power Station Company Ltd job circular, APSCL Executive Director চাকরি, পাওয়ার সেক্টর চাকরির খবর, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চাকরি, APSCL নতুন নিয়োগ 2025, power sector government job Bangladesh, আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়োগ বিজ্ঞপ্তি, BD govt job circular 2025, বিদ্যুৎ খাতে চাকরির আবেদন শর্ত, APSCL চাকরির আবেদন ফরম, APSCL Executive Director Finance circular, সরকারি চাকরির খবর 2025, চাকরি সংবাদ বাংলাদেশ

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments