মোংলা বন্দর
কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি
মোংলা বন্দর
কর্তৃপক্ষের অধীনে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে অস্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশের
প্রকৃত নাগরিকদের মধ্যে থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
অনলাইনে আবেদন করার
নিয়মাবলী:
- আবেদন শুরুর
সময়: ১৬/১০/২০২৫, সকাল ৯:০০
- আবেদন শেষ সময়: ০৯/১১/২০২৫, বিকেল ৫:০০
- আবেদন ফি জমা
দেওয়া হবে আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে Payment System Operator (PSO) ব্যবহার
করে।
- আবেদন করতে হবে www.mpajobsbd.com ওয়েবসাইটে। একাধিক পদে আবেদন করতে চাইলে নিবন্ধন/রেজিস্ট্রেশন
করতে হবে।
নিবন্ধন প্রক্রিয়া:
- ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ইমেইল
এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করতে হবে।
- OTP প্রাপ্তির
মাধ্যমে বৈধতা নিশ্চিত করতে হবে।
- একবার লগইন করলে
প্রার্থী ড্যাশবোর্ড থেকে সকল পদে আবেদন করতে পারবেন।
বায়োডাটা পূরণ:
- শিক্ষাগত তথ্য (SSC/HSC/JSC) নির্বাচন করে
স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার তথ্য পূরণ হবে।
- অভাব থাকলে নিজে
পূরণ করতে হবে।
- পরবর্তী ধাপে
ধর্ম, জাতীয়
পরিচয়, বৈবাহিক অবস্থা, রক্তের
গ্রুপ, ঠিকানা, উচ্চশিক্ষা এবং
চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য দিতে হবে।
শূন্য পদসমূহ ও
যোগ্যতা
ক্র. নং |
পদের নাম |
গ্রেড |
বেতন স্কেল |
শিক্ষাগত
যোগ্যতা/অভিজ্ঞতা |
১ |
হাইড্রোগ্রাফার |
৯ম |
২২,০০০-৫৩,০৬০ |
গণিত, পদার্থ, ভূগোল বিষয়ে স্নাতকোত্তর;
অভিজ্ঞতাসম্পন্ন অগ্রাধিকার |
২ |
সহকারী প্রকৌশলী
(নৌ-যান/নৌ-ভান্ডার) |
৯ম |
২২,০০০-৫৩,০৬০ |
নৌ/স্থাপত্য বিষয়ে স্নাতক
প্রকৌশল |
৩ |
উপ-সহকারী প্রকৌশলী (নৌ) |
১০ম |
১৬,০০০-৩৮,৬৪০ |
নৌ/জাহাজ তৈরী বিষয়ে ডিপ্লোমা |
৪ |
১ম শ্রেণীর ড্রাইভার |
১১তম |
১২,৫০০-৩০,২৩০ |
৮ম শ্রেণী পাস, অভিজ্ঞতাসম্পন্ন |
৫ |
অয়্যারলেস অপারেটর |
১৪তম |
১০,২০০-২৪,৬৮০ |
SSC পাস ও মোর্সকোড দক্ষতা |
৬ |
লাইট কীপার |
১৫তম |
৯,৭০০-২৩,৪৯০ |
৮ম শ্রেণী পাস, অভিজ্ঞতা |
৭ |
২য় শ্রেণীর ড্রাইভার |
১৫তম |
৯,৩০০-২২,৪৯০ |
উপযুক্ত সনদপত্র ও অভিজ্ঞতা |
৮ |
গ্রীজার-কাম-পাদ |
১৬তম |
৯,৩০০-২২,৪৯০ |
ট্রেড সার্টিফিকেট সহ ৩
বছরের অভিজ্ঞতা |
৯ |
কার্পেন্টার |
১৬তম |
৯,৩০০-২২,৪৯০ |
ট্রেড সার্টিফিকেট সহ ৩ বছরের অভিজ্ঞতা |
১০ |
গ্যাস কাটার |
১৭তম |
৯,০০০-২১,৮০০ |
ট্রেড সার্টিফিকেট সহ
অভিজ্ঞতা |
১১ |
গ্রীজার |
১৮তম |
৮,৮০০-২১,৩১০ |
SSC পাস, জাহাজে অভিজ্ঞতা ২ বছর |
১২ |
কচ্ছব (ডেক) |
১৯তম |
৮,৫০০-২০,৫৭০ |
SSC পাস, ৩ বছরের
অভিজ্ঞতা |
১৩ |
লস্কর |
১৯তম |
৮,৫০০-২০,৫৭০ |
SSC পাস, অভিজ্ঞতা |
১৪ |
ভান্ডারী |
১৯তম |
৮,৫০০-২০,৫৭০ |
৮ম শ্রেণী পাস, অভিজ্ঞতা |
১৫ |
কুক |
১৯তম |
৮,৫০০-২০,৫৭০ |
৮ম শ্রেণী পাস, রান্নায় অভিজ্ঞতা |
১৬ |
টোপাস |
২০তম |
৮,২৫০-২০,০১০ |
SSC পাস |
১৭ |
সেলুন বয় |
২০তম |
৮,২৫০-২০,০১০ |
৮ম শ্রেণী পাস, অভিজ্ঞতা |
১৮ |
মাঝি |
২০তম |
৮,২৫০-২০,০১০ |
৮ম শ্রেণী পাস, অভিজ্ঞতা |
আবেদনকারীর জন্য
শর্তাবলী:
- ১৭ ও ১৮ নং পদে
পূর্বে যারা আবেদন করেছেন তারা পুনরায় আবেদন করতে হবে না।
- ০১/১০/২০২৫
তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে।
- বাংলাদেশের
নাগরিক নয় বা অপরাধমূলক রেকর্ড আছে এমন প্রার্থী আবেদন করতে পারবে না।
- লিখিত ও মৌখিক
পরীক্ষার সময় সকল মূল কাগজপত্র, ন্যায্য
সনদপত্র উপস্থাপন করতে হবে।
- সরকারি বিধি
অনুযায়ী কোটা প্রয়োগ হবে।
- পদের সংখ্যা
হ্রাস/বৃদ্ধি হতে পারে।
- ভ্রান্ত তথ্য
প্রদান করলে আবেদন বাতিল হবে।
- সরকারি কর্মরত
প্রার্থীদের যথাযথ অনুমতি নিতে হবে।
- নির্বাচিত
প্রার্থীদের নিয়োগ পত্র শুধুমাত্র সরকারি ছাড়পত্র ও প্রাক-পুলিশ প্রতিবেদন
প্রাপ্তির পর ইস্যু হবে।
- কোন সুপারিশ বা
তদবির গ্রহণযোগ্য নয়।
- পরীক্ষা বা
ভিভায় কোনো ধরনের T.A./D.A প্রদান
হবে না।
- নিয়োগ
বিজ্ঞপ্তির শর্তাবলী কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করতে পারে।
আবেদন ফি:
পদ সংখ্যা |
ফি (টাকা) |
Teletalk সার্ভিস
চার্জ |
মোট |
১–৩ |
২০০ |
২৩ |
২২৩ |
৪ |
১৫০ |
২২ |
১৭২ |
৫–১০ |
১০০ |
২১ |
১২১ |
১১–১৮ |
৫০ |
১৯ |
৬৯ |
অগ্রসর শ্রেণীর
প্রার্থীদের জন্য: ৬৯ টাকা অনধিক ৭২
ঘণ্টার মধ্যে।
ফি জমা দিতে পারে:
- মোবাইল
ফাইনান্সিয়াল: bKash, Nagad, Rocket,
mCash, MyCash, 1-cash, SureCash
- ডেবিট/ক্রেডিট
কার্ড: Visa, MasterCard, Amex,
UnionPay, Nexus, QCash
- ইন্টারনেট
ব্যাংকিং: City Touch, AB Direct,
Bank Asia, MTB, Islami Bank
- ওয়ালেট: iPay, Upay, Dmoney
আবেদন ফি সফলভাবে জমা
দেওয়ার পর প্রার্থী SMS/ইমেইল পাবেন এবং ড্যাশবোর্ডে ফি প্রদানের
তথ্য হালনাগাদ হবে।
অন্যান্য তথ্য:
- প্রবেশপত্র
ডাউনলোড করতে হবে রঙিন প্রিন্টে।
- কারিগরি সমস্যার
ক্ষেত্রে support ticket বা career@mpajobsbd.com /
career@mpa.gov.bd ইমেইলে যোগাযোগ করতে হবে।
- আবেদন ও ফি জমার
কাজ প্রার্থী নিজে করবেন।
ডিক্লারেশন:
প্রার্থী ঘোষণা করবেন যে, প্রদত্ত সকল তথ্য
সঠিক। কোনো অসত্য তথ্য প্রমাণিত হলে আবেদন বাতিল ও আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।
পরামর্শ: শেষ মুহূর্তে না রেখে, সময়মতো আবেদন ও ফি জমা দিন।
যোগাযোগকারী:
কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব)
পরিচালক (প্রশাসন), মোংলা বন্দর কর্তৃপক্ষ
নিয়োগ
বিজ্ঞপ্তি:
মোংলা বন্দর
কর্তৃপক্ষ- প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: মোংলা বন্দর
কর্তৃপক্ষ,
আবেদন করতে হবে: www.mpajobsbd.com
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
মোংলা বন্দর নিয়োগ, মোংলা বন্দর চাকরি, MPA
job circular, মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, মোংলা বন্দর পদে আবেদন, বাংলাদেশ সরকারি চাকরি,
বন্দর কর্তৃপক্ষ চাকরি, মপা জবস, MPA
recruitment ২০২৫, হাইড্রোগ্রাফার নিয়োগ,
সহকারী প্রকৌশলী নৌ, উপ-সহকারী প্রকৌশলী
নিয়োগ, ১ম শ্রেণীর ড্রাইভার চাকরি, অয়্যারলেস
অপারেটর নিয়োগ, লাইট কীপার চাকরি, ২য়
শ্রেণীর ড্রাইভার নিয়োগ, গ্রীজার-কাম-পাদ চাকরি, কার্পেন্টার নিয়োগ, কচ্ছব, লস্কর,
ভান্ডারী, কুক চাকরি, টোপাস,
সেলুন বয়, মাঝি, বাংলাদেশ
বন্দর চাকরি, সরকারি চাকরি বাংলাদেশ, অনলাইনে
আবেদন মোংলা বন্দর, MPA job apply online, মোংলা বন্দর আবেদন
ফি, MPA job circular ২০২৫, মোংলা
বন্দর নিয়োগের সময়সীমা, বন্দর কর্তৃপক্ষ bio-data পূরণ, MPA job portal, মোংলা বন্দর প্রবেশপত্র,
বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, মোংলা বন্দর
পরীক্ষার তারিখ, MPA job online apply.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments