ঢাকা ইলেকট্রিক সাপ্লাই
কোম্পানি (ডেসকো) লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠান পরিচিতি: ঢাকা ইলেকট্রিক
সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড বিদ্যুৎ সরবরাহ, রক্ষণাবেক্ষণ ও নেটওয়ার্ক
উন্নয়নের দায়িত্বে নিয়োজিত একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। বর্তমানে ডেসকো
রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন (DNCC)-এর অধিকাংশ এলাকা,
পূর্বাচল ও টঙ্গীর একটি অংশে বিদ্যুৎ বিতরণের কাজ পরিচালনা করছে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (Contractual)
পদসমূহ ও যোগ্যতা
১. সাব-অ্যাসিস্ট্যান্ট
ইঞ্জিনিয়ার (কম্পিউটার)
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, কম্পিউটার
     সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে
     ডিপ্লোমা ডিগ্রি।
- একাডেমিক ক্যারিয়ারে কোনো ধাপে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য
     নয়।
- গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ হলে, ন্যূনতম
     CGPA ৩.৫ (৫.০ স্কেলে) এবং CGPA ২.৫
     (৪.০ স্কেলে) থাকতে হবে।
- বাংলা ও ইংরেজিতে (লিখিত ও মৌখিক) দক্ষতা এবং
     কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে।
- নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- পদের সংখ্যা: ০২টি
- বেতন: মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা
     (ডেসকো পে গ্রেড–বি অনুযায়ী)।
২. সিকিউরিটি গার্ড
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি পাস (ন্যূনতম ২য় বিভাগ বা
     সমমানের GPA
     ২.০–২.৯৯) অথবা অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩
     বছরের অভিজ্ঞতা।
- শারীরিকভাবে সুস্থ ও যোগ্য হতে হবে।
- পদের সংখ্যা: ০১টি
- বেতন: মাসিক মূল বেতন ১৭,০০০ টাকা
     (পে গ্রেড–১৫ অনুযায়ী)।
অন্যান্য সুবিধা
ডেসকো পে স্কেল ২০১৬ অনুযায়ী মূল বেতনের ৫০%/৬০%
হারে বাড়িভাড়া, বছরে দুইটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতা, যাতায়াত
ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আয়কর
কর্মচারীকেই বহন করতে হবে।
সাধারণ শর্তাবলী
- আবেদনকারীর বয়সসীমা আবেদন জমাদানের শেষ তারিখে
     সর্বোচ্চ ৩২ বছর।
- ডেসকোতে কর্মরত স্থায়ী কর্মীদের জন্য বয়সসীমা ৪০ বছর
     পর্যন্ত শিথিলযোগ্য।
- বয়স সংক্রান্ত কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়।
- কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন
     করতে হবে।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
- যেকোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতার কারণ হবে।
- সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণ করা হবে।
- কর্তৃপক্ষ প্রয়োজনবোধে পদ সংখ্যা পরিবর্তন বা
     বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে।
- “সিকিউরিটি গার্ড” পদে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া
     হবে, কারণ এ পদে শিফট ডিউটি রয়েছে।
আবেদন পদ্ধতি
- আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে – www.desco.gov.bd ওয়েবসাইটে
     আবেদন ফরম পাওয়া যাবে।
- আবেদনপত্রে রঙিন পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর,
     শিক্ষাগত সনদ, এনআইডি ও অভিজ্ঞতার সনদ
     (যদি প্রযোজ্য হয়) স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি:
- সাব-অ্যাসিস্ট্যান্ট
      ইঞ্জিনিয়ার পদে – ১০০০ টাকা
- সিকিউরিটি
      গার্ড পদে – ৫০০ টাকা
 ফি প্রদান করতে হবে Dutch-Bangla Bank Rocket সার্ভিসের মাধ্যমে।
- আবেদন জমাদানের
     শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫।
নিয়োগ বিজ্ঞপ্তি:
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই
কোম্পানি (ডেসকো) লিমিটেড - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ঢাকা
ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড, 
- আবেদন প্রক্রিয়া: www.desco.gov.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
DESCO job circular 2025, Dhaka Electric Supply Company
job, DESCO new job notice, DESCO online application, DESCO job apply link,
DESCO sub assistant engineer job, DESCO security guard job, DESCO job circular
PDF, desco.gov.bd job circular, DESCO circular 2025 Bangladesh, electricity job
circular Bangladesh, power distribution job in Dhaka, DESCO HRM job notice,
DESCO career opportunity, DESCO job news today, ডেসকো নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি চাকরির খবর,
বিদ্যুৎ বিভাগ চাকরির খবর, ডেসকো জব সার্কুলার,
ডেসকো চাকরির আবেদন
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


 
 
 
 
 
.png) 
 
 
 
 
Post a Comment
0 Comments