Type Here to Get Search Results !

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা – নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0

 


সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা – নিয়োগ বিজ্ঞপ্তি

 

প্রতিষ্ঠান: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ (CASC)
স্থাপনা: কুর্মিটোলা, ঢাকা-১২২৯
ওয়েবসাইট:
www.casckurmitola.edu.bd
ই-মেইল:
casckurmitola@gmail.com
ফোন: ০১৮৪৬৯৯১৯০৫, ০১৭৬৯৯০৫৭৬২
EIIN: ১০৮৫৪৩

 

প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এবং মূল্যায়ন শেষে চাকরি স্থায়ীকরণ করা হবে।

 

শূন্যপদ ও যোগ্যতা

পদ

সংখ্যা

ন্যূনতম যোগ্যতা

বেতন গ্রেড / স্কেল

লিখিত পরীক্ষা

প্রভাষক – অর্থনীতি, ইংরেজি, ফিন্যান্স/ব্যাংকিং/বিমা

০৩

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর / ৪ বছর মেয়াদি অনার্স

গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)

১৫ নভেম্বর, সকাল ১০:০০–১১:৩০

সহকারী শিক্ষক (বাংলা ভার্সন): গণিত, ব্যবসায় শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি

০৪

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সমমান

গ্রেড-১০ বা গ্রেড-১১ (ডিগ্রি অনুযায়ী)

১৫ নভেম্বর, সকাল ১০:০০–১১:৩০

সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন): ইংরেজি, বাংলা

০৩

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সমমান

গ্রেড-১০/১১ + অতিরিক্ত ৩,০০০ টাকা ভাতা

১৫ নভেম্বর, দুপুর ১২:৩০–২:০০

ICT ও শারীরিক শিক্ষা

০২

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/সমমান

গ্রেড-১০/১১

লিখিত পরীক্ষার সময় পূর্বের মতো

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (ইংরেজি/বাংলা ভার্সন)

০৩

যেকোন বিষয়ে স্নাতক/সমমান

গ্রেড-১১

১৫ নভেম্বর, সকাল ১০:০০–১১:৩০

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

০২

বাণিজ্যে স্নাতক, কম্পিউটার দক্ষতা

গ্রেড-১১

লিখিত+ব্যবহারিক+মৌখিক

টেকনিশিয়ান

০১

কম্পিউটার ৪ বছর মেয়াদি ডিপ্লোমা

গ্রেড-১২ (১১,০০০-২৬,৫৯০ টাকা)

লিখিত+ব্যবহারিক+মৌখিক

 

মোট পদ: ১৮টি

 

আবেদনের নিয়মাবলী

  • আবেদন শুধুমাত্র অনলাইনে:
    https://apply.casckjobs.org
    https://casckurmitola.edu.bd
  • আবেদন সময়সীমা: ২৮ অক্টোবর – ১১ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ পর্যন্ত
  • আবেদন ফি (অনলাইন পেমেন্ট):
    • প্রভাষক: ৬৫০ টাকা
    • শিক্ষক ও হিসাবরক্ষণ: ৫৫০ টাকা
    • টেকনিশিয়ান: ৪৫০ টাকা
  • একই প্রার্থী যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা:
    • প্রভাষক/সহকারী শিক্ষক: সর্বোচ্চ ৩৫ বছর
    • অন্যান্য পদ: সর্বোচ্চ ৩২ বছর
      (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

 

মূল্যায়ন প্রক্রিয়া

মূল্যায়ন ধাপ

নম্বর

লিখিত পরীক্ষা

৫০

প্রদর্শনী ক্লাস / ব্যবহারিক

২০

শ্রেণিকক্ষে শিক্ষাদান সক্ষমতা

১০

মৌখিক পরীক্ষা ও সনদ যাচাই

২০

মোট

১০০

 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের একই দিনে ব্যবহারিক/ডেমো ক্লাস অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র প্রদর্শন আবশ্যক।

 

সুবিধাসমূহ

  • শিক্ষানবিশকাল: ২ বছর (পরবর্তীতে স্থায়ীকরণ)
  • ভাতা: বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব, নগর ভাতা, বিশেষ প্রণোদনা
  • প্রতিষ্ঠানের C.P.F., অবসরকালীন গ্র্যাচুইটি ও কল্যাণ সুবিধা
  • শিক্ষক সন্তানের জন্য এয়ার কন্ডিশন্ড ডে-কেয়ার সেন্টার

 

গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • কোনো সুপারিশ বা তদবীর করলে প্রার্থী বাতিল বলে গণ্য হবে।
  • কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী বিজ্ঞপ্তি পরিবর্তন/বাতিল করতে পারে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না

 

আবেদনকারীদের অনুরোধ — শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে যথাসময়ে আবেদন সম্পন্ন করুন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


    

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, দৈনিক যুগান্তর (Tuesday, October 28, 2025)

 

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সরকারি চাকরির খবর, সরকারি চাকরি নিয়োগ 2025, আজকের চাকরির খবর, নতুন চাকরির বিজ্ঞপ্তি, bd job news today, সরকারি চাকরি সার্কুলার, চাকরির খবর পিডিএফ, job circular 2025, bd jobs today, চাকরির আপডেট 2025, যেকোনো জব সার্কুলার, জেলা ভিত্তিক চাকরির খবর, Niyog biggopti 2025, বিশেষজ্ঞ নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি download, বেসরকারি চাকরির সার্কুলার, teacher job circular, health job circular bd, company job bd, প্রতিদিনের জব বুলেটিন

 

Civil Aviation School and College Job Circular, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি, সিভিল এভিয়েশন জব সার্কুলার, কুর্মিটোলা স্কুল কলেজ চাকরি, Civil Aviation School College Kurmitola Job, Bangladesh School College Job Circular, সরকারি স্কুল কলেজ চাকরি, Job Circular BD, Education Job Circular Bangladesh, School College Teacher Job Circular BD, Kurmitola Job Circular

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments