বাংলাদেশ পল্লী
বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)–এর নিয়োগ
বিজ্ঞপ্তি
বিদ্যুৎ সাশ্রয় করি, সমৃদ্ধ দেশ গড়ি
বাংলাদেশ পল্লী
বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে যোগ্য ও আগ্রহী
বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। নিচে বিস্তারিত
পদতালিকা, শিক্ষাগত
যোগ্যতা ও আবেদনের নিয়মাবলী দেওয়া হলো।
পদের নাম, পদসংখ্যা, বেতনস্কেল
ও বয়সসীমা
ক্র. |
পদের নাম |
গ্রেড |
বেতন স্কেল (জাতীয়
বেতন স্কেল ২০১৫) |
পদসংখ্যা |
সর্বোচ্চ বয়সসীমা |
১ |
অর্থনীতিবিদ |
গ্রেড–০৯ |
২২,০০০–৫৩,০৬০ টাকা |
০১ টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
২ |
সহকারী প্রোগ্রামার |
গ্রেড–০৯ |
২২,০০০–৫৩,০৬০ টাকা |
০১ টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
৩ |
ফোরম্যান (কারিগরি) |
গ্রেড–১১ |
১২,৫০০–৩০,২৩০ টাকা |
০৪ টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
৪ |
নিরীক্ষক / অডিটর |
গ্রেড–১৩ |
১১,০০০–২৬,৫৯০ টাকা |
০৯ টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
৫ |
ভেহিক্যাল মেকানিক |
গ্রেড–১৬ |
৯,৩০০–২২,৪৯০ টাকা |
০১ টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
৬ |
স্টোর হেলপার |
গ্রেড–২০ |
৮,২৫০–২০,০১০ টাকা |
০৫ টি |
অনূর্ধ্ব ৩২ বছর |
শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতা
১. অর্থনীতিবিদ পদে:
- স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর
ডিগ্রি;
অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। - কোনো পরীক্ষায়
তৃতীয় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়।
২. সহকারী
প্রোগ্রামার:
- কম্পিউটার
বিজ্ঞান/কম্পিউটার প্রকৌশল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ৪ বছর
মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
- স্বীকৃত পেশাদার
কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে।
- প্রোগ্রামিং
অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ ও সিস্টেম অ্যানালাইসিসে দক্ষ হতে হবে।
৩. ফোরম্যান
(কারিগরি):
- ইলেকট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল
অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
৪. নিরীক্ষক/অডিটর:
- বাণিজ্য
অনুষদভুক্ত যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
৫. ভেহিক্যাল
মেকানিক:
- এসএসসি বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অথবা জেএসসি/জেডিসি উত্তীর্ণসহ মোটর ইঞ্জিন
মেরামত ও রক্ষণাবেক্ষণে অন্তত ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং স্বনামধন্য
প্রতিষ্ঠানে ৫ বছরের কর্ম-অভিজ্ঞতা।
৬. স্টোর হেলপার:
- এইচএসসি বা
সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- পণ্যাগার
সংরক্ষণ ও মালামাল গ্রহণ-বিতরণে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি
১. প্রার্থীকে http://brebr.teletalk.com.bd ওয়েবসাইটে
গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২. আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৫ সকাল ১০:০০ টা
৩. আবেদন শেষ: ০৩ নভেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা
৪. পরীক্ষার ফি:
- ক্র. ১ ও ২ নং পদের জন্য: ২২৩ টাকা
- ক্র. ৩ নং পদের জন্য: ১৬৮ টাকা
- ক্র. ৪ ও ৫ নং পদের জন্য: ১১২ টাকা
- ক্র. ৬ নং পদের জন্য: ৫৬ টাকা
(ফি আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে)
৫. বয়স গণনা ১২ অক্টোবর ২০২৫ তারিখ অনুযায়ী নির্ধারিত হবে।
৬. বাপবিবো’র সমাপ্ত প্রকল্পে কর্মরত কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের প্রত্যয়নপত্রসহ আবেদন করতে পারবেন; প্রয়োজনে বয়সসীমা শিথিল হবে।
৭. বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে www.reb.gov.bd এবং brebr.teletalk.com.bd ওয়েবসাইটে।
প্রতিষ্ঠান সংক্ষিপ্ত
পরিচিতি
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন
বোর্ড (BREB)
সদর দপ্তর ভবন, নিকুঞ্জ–২, খিলক্ষেত, ঢাকা–১২২৯
(ISO 9001, ISO 14001 ও ISO 45001 সার্টিফায়েড
প্রতিষ্ঠান)
ওয়েবসাইট: www.reb.gov.bd
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পল্লী
বিদ্যুতায়ন বোর্ড (BREB) - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB),
আবেদন করতে হবে: http://brebr.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২৫, বাপবিবো
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, breb job circular 2025, Bangladesh Rural
Electrification Board job circular, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন
বোর্ড চাকরির খবর, breb teletalk com bd apply, breb teletalk job
circular, পল্লী বিদ্যুত নিয়োগ ২০২৫, breb job circular
today, breb online apply 2025, বাংলাদেশ পল্লী বিদ্যুত চাকরির
আবেদন, breb new job circular, breb govt job circular, বাংলাদেশ
সরকারী চাকরি ২০২৫, breb circular pdf download, breb admit card download,
breb result 2025, breb exam date 2025, breb job apply link, breb job news, বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডে নতুন নিয়োগ, breb circular 2025
apply online, breb job application form, breb bd govt job circular, বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি pdf, breb teletalk
com bd 2025, breb recruitment 2025, breb notice board, breb official circular,
breb job exam 2025, breb career, পল্লী বিদ্যুত বোর্ডে চাকরির
সুযোগ, breb employment notice 2025, Bangladesh REB job circular 2025, বাংলাদেশ পল্লী বিদ্যুত চাকরির সার্কুলার, breb government job
circular 2025, breb online registration, breb teletalk apply ২০২৫,
breb latest job circular, breb career opportunity, breb new govt job bd, breb
circular october 2025, breb circular november 2025, breb official website
circular, breb update news 2025.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments