Type Here to Get Search Results !

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)–এর নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)এর নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)

পদ: প্রধান কর্মকর্তা

চাকরির ধরণ: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ: ৭ অক্টোবর ২০২৫

 

পদের সারাংশ:

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর প্রধান কর্মকর্তা পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। প্রার্থীর মধ্যে নেতৃত্বগুণ, পেশাগত দক্ষতা, এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

 

শিক্ষাগত যোগ্যতা:

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

 

অভিজ্ঞতার শর্ত:

  • সর্বমোট কমপক্ষে ২০ (বিশ) বছরের প্রশাসনিক বা আর্থিক খাতে কর্মঅভিজ্ঞতা থাকতে হবে;
  • নিম্নের যেকোনো একটি শর্ত পূরণকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন:
    • (ক) সরকারি অর্থ বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমে অন্তত ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসহ মোট ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা;
    • (খ) কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা;
  • মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

 

অযোগ্যতার কারণ:

নিম্নোক্ত অবস্থাগুলোর যেকোনো একটি প্রযোজ্য হলে প্রার্থী এই পদে নিয়োগের জন্য অযোগ্য গণ্য হবেন—
১. নৈতিক স্খলন বা ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত;
২. দেউলিয়া ঘোষিত হয়ে পুনরায় মুক্ত না হওয়া;
৩. কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হওয়া;
৪. শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হওয়া;
৫. বিভাগীয় মামলায় গুরুদণ্ডে দণ্ডিত হওয়া।

দ্রষ্টব্য: প্রধান কর্মকর্তা হিসেবে চাকরি শেষ হওয়ার পরবর্তী ১ বছরের মধ্যে প্রার্থী কোনো রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠানে লাভজনক পদে নিয়োজিত হতে পারবেন না।

 

অতিরিক্ত যোগ্যতা:

  • দক্ষ যোগাযোগ, উপস্থাপনা ও আলোচনার (Communication, Presentation and Negotiation) সক্ষমতা থাকতে হবে।
  • ২০ অক্টোবর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বাধিক ৬২ বছর হতে পারবে।

 

দায়িত্ব ও প্রাসঙ্গিকতা:

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর কার্যক্রম দক্ষভাবে পরিচালনা, নীতি বাস্তবায়ন, আর্থিক গোয়েন্দা বিশ্লেষণ তত্ত্বাবধান, এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত জাতীয় দায়িত্ব পালনে প্রধান কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

বেতন ও সুবিধাদি: সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
চুক্তির মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য, যা কর্মসম্পাদনের ভিত্তিতে পরবর্তী সময়ে নবায়নযোগ্য।

 

আবেদনের পদ্ধতি:

আবেদন মাধ্যম: হার্ডকপি বা সফটকপি (ইমেইল)

আবেদনের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে—

  • বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV)
  • শিক্ষাগত ও পেশাগত সনদের ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
  • সাম্প্রতিক ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর

হার্ডকপি পাঠানোর ঠিকানা:
পরিচালক (বিএফআইইউ)
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (দ্বিতীয় সংলগ্নী ভবন, ১২ তলা)
মতিঝিল, ঢাকা-১০০০

 

ইমেইল: mostakur.rahman@bb.org.bd

 

আবেদন পৌঁছানোর সময়সীমা: ২০ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০টার মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য:

  • অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • বর্তমানে কর্মরত প্রার্থীদের আবেদন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)

 

আবেদন করতে হবে: আবেদনপত্র প্রেরণ করতে হবে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, BFIU চাকরির খবর ২০২৫, বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৫, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চাকরি, BFIU প্রধান কর্মকর্তা পদ, বাংলাদেশ ব্যাংক প্রধান কর্মকর্তা নিয়োগ, আর্থিক গোয়েন্দা ইউনিট চাকরি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জব সার্কুলার, বাংলাদেশ ব্যাংক চাকরির খবর, ব্যাংক জব সার্কুলার ২০২৫, সরকারী চাকরি ২০২৫, Dhaka government job circular 2025, Financial Intelligence Unit Bangladesh job circular, BFIU job circular Bangladesh, মানিলন্ডারিং প্রতিরোধ ইউনিট চাকরি, ব্যাংক খাতে চাকরির খবর, বাংলাদেশ ব্যাংক চাকরির বিজ্ঞপ্তি, bd govt job circular 2025, Bangladesh financial job circular, bdjob circular today, সরকারি চাকরির আবেদন ২০২৫, চাকরির আবেদন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশে ব্যাংক চাকরির সার্কুলার, latest bank job circular in Bangladesh, Bangladesh Bank BFIU recruitment notice, প্রধান কর্মকর্তা নিয়োগ বিজ্ঞপ্তি, ব্যাংক প্রধান কর্মকর্তা পদের বিজ্ঞপ্তি, Bangladesh Bank career opportunity, বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি, bdjobs bank job, আর্থিক খাতে চাকরির সুযোগ, বাংলাদেশে উচ্চ পর্যায়ের চাকরি, সরকারি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, Finance sector job Bangladesh, BFIU career opportunity, Bangladesh Bank latest circular, সরকারি অফিসের চাকরি ২০২৫, bd government job circular today, Dhaka govt job news, bdjob circular 2025, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে নিয়োগ ২০২৫, বাংলাদেশ ব্যাংক প্রধান কর্মকর্তা পদে নিয়োগ, বাংলাদেশ ব্যাংক চুক্তিভিত্তিক চাকরি, বাংলাদেশ ব্যাংক উচ্চ পদে নিয়োগ, ব্যাংক খাতে অভিজ্ঞদের জন্য চাকরি, senior level govt job circular Bangladesh, experienced bank officer job Bangladesh, financial regulatory job Bangladesh, Bangladesh Bank high salary job, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে চাকরি ২০২৫।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments