Type Here to Get Search Results !

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL) - নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL) - নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের একটি প্রতিষ্ঠান

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL), বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের একটি প্রতিষ্ঠান, যোগ্য ও প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে ম্যানেজিং ডিরেক্টর (MD) পদের জন্য আবেদন আহ্বান করছে।

 

পদের বিবরণ:

ম্যানেজিং ডিরেক্টর (MD) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কোম্পানির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে সরাসরি রিপোর্ট করবেন। এমডি কোম্পানির দৈনন্দিন পরিচালনা, লাভজনকতা ও উন্নয়ন নিশ্চিত করার জন্য দায়ী থাকবেন। এর মধ্যে প্রশাসন, কর্পোরেট পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন এবং আইন ও নিয়মকানুনের অনুসরণ নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত।

 

মূল দায়িত্বসমূহ:

  • কোম্পানির সব প্রযুক্তিগত, আর্থিক ও কর্মচারী কল্যাণমূলক কার্যক্রম তদারকি করা।
  • প্রকল্পের তহবিল সংগ্রহ সম্পর্কিত আলোচনা ও চুক্তি পরিচালনা।
  • কোম্পানিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার প্রক্রিয়া তদারকি করা এবং সমস্ত নিয়ন্ত্রক শর্তাবলী পূরণ নিশ্চিত করা।
  • অভ্যন্তরীণ ও বাহ্যিক স্টেকহোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে কোম্পানির কৌশলগত উন্নয়ন নিশ্চিত করা।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক বা ব্যবসায় প্রশাসন/অর্থনীতি/ম্যানেজমেন্ট/ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি।
  • গ্রেডিং সিস্টেমে প্রার্থীদের অবশ্যই CGPA 3.5 (5.0 স্কেলে) বা CGPA 2.5 (4.0 স্কেলে) থাকতে হবে। সাধারণ পদ্ধতিতে ২য় শ্রেণি/ডিভিশন অবশ্যই থাকতে হবে; কোনো অবস্থাতেই তৃতীয় শ্রেণি/ডিভিশন গ্রহণযোগ্য নয়।
  • সরকারি/রাষ্ট্রায়ত্ত/স্বায়ত্তশাসিত সংস্থায় প্রার্থীদের কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছরের বেশি সিনিয়র ম্যানেজমেন্ট অভিজ্ঞতা।
  • প্রাইভেট সেক্টরে প্রার্থীদেরও প্রায় ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ৩ বছরের সিনিয়র ম্যানেজমেন্ট/নেতৃত্বমূলক অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রার্থীকে সংশ্লিষ্ট সরকারী নিয়মাবলী, কোম্পানি আইন, শ্রম আইন, মোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (TQM), মোটাল প্রোডাক্টিভ মেইনটেন্যান্স (TPM), কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • বিদ্যুৎ শিল্প, বাজারের গতিবিধি, প্রযুক্তিগত অগ্রগতি ও নিয়ন্ত্রক শর্তাবলী সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে।
  • প্রকল্প পরিচালনা ও স্ট্র্যাটেজিক পরিকল্পনায় দক্ষতা, প্রয়োজনীয় ক্ষেত্রে PMP সার্টিফিকেশন অগ্রগণ্য হবে।

 

বয়স:

১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৫০–৬২ বছরের মধ্যে।

 

চুক্তির মেয়াদ:

প্রাথমিকভাবে ৩ বছরের জন্য, সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আরও দুইবার ৩ বছরের জন্য বৃদ্ধি সম্ভব।

 

বেতন ও সুবিধা:

  • বেসিক: ১,৭৫,০০০ টাকা/মাস
  • হাউস রেন্ট: বেসিকের ৫০%
  • ২টি উৎসব বোনাস, বৈশাখী বোনাস ২০%
  • গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনসুরেন্স, মেডিকেল খরচ পরিশোধ, ট্রান্সপোর্ট সুবিধা (ফুল টাইম ড্রাইভারসহ)
  • অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট কোম্পানির নিয়মানুযায়ী

 

আবেদনের প্রক্রিয়া:

  • প্রার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
  • আবেদন ফরম RPCL ওয়েবসাইট www.rpcl.gov.bd থেকে ২৬ আগস্ট, ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
  • পূর্ণাঙ্গ আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিসহ HR & Admin Department, RPCL, Level-4, Plot No-52, Road No-21, Nikunja-2, Khilkhet, Dhaka-1229, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
  • সরকারি/রাষ্ট্রায়ত্ত/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই NOC সংগ্রহ করে আবেদন করতে হবে।
  • শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো ফি প্রযোজ্য নয়।

 

যোগাযোগ:
Company Secretary, Email:
cs@rpcl.gov.bd, ফোন: ০২-৫৫০৯৮১১২

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL) -প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (RPCL), The Daily Ittefaq(Tuesday, August 26, 2025)

 

  • আবেন করুন: আবেদন ফরম RPCL ওয়েবসাইট www.rpcl.gov.bd থেকে ২৬ আগস্ট, ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত ডাউনলোড করা যাবে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

RPCL চাকরি ২০২৫, Rural Power Company Limited নিয়োগ, RPCL Managing Director job, বাংলাদেশ রুরাল পাওয়ার কোম্পানি নিয়োগ, RPCL MD job circular, RPCL application form ২০২৫, RPCL website application, Dhaka RPCL job circular, Bangladesh power company career,

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments