Type Here to Get Search Results !

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় – নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মারক নং- ০৫.০০.০০০০,০০০,১৬৬.১১.০০০১.২৩-৭৮, তারিখ: ০৩ জুলাই ২০২৫ খ্রি. এর ছাড়পত্র এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের বিভাগীয় নির্বাচন বোর্ডের স্মারক নং- ০৫.৪২.২০০০.০০০.০৩.০০০৯.১৬.৬৪, তারিখ: ১৮ আগস্ট ২০২৫ খ্রি. এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে শূন্য পদ পূরণের লক্ষ্যে “জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত ২০২৪)” অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে জনবল গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

এজন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত শর্তাবলি সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে

 

উল্লেখযোগ্য বিষয়:

  • শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
  • প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা থাকবে।
  • আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫

 

আবেদন শুরু:  ১৫ সেপ্টেম্বর ২০২৫

 

আবেদনের শেষ: ১৪ আক্টোবর ২০২৫

 

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়: এক নজরে

উৎপত্তি ও ইতিহাস

  • জেলার নামের উৎস ও গঠন: “নোয়াখালী” নামটি স্থানীয় ভূপ্রকৃতি ও নদী-বিধৌত ভূমির ইতিহাসের সঙ্গে যুক্ত; ১৮২১ সালে নোয়াখালীকে পৃথক জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়—এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত।
  • সদর ও প্রশাসনিক কেন্দ্র: বর্তমান জেলা সদর মাইজদীকোর্ট (Maijdee Court)এখানেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা ও আদালত অবস্থিত।

 

প্রতিষ্ঠানের আইনি ভিত্তি (Legal Framework)

বাংলাদেশে জেলা প্রশাসকের (Deputy Commissioner, DC) দায়িত্ব-ক্ষমতা বিভিন্ন আইন ও বিধিমালায় নির্ধারিত—

  • দণ্ডবিধি কার্যবিধি (CrPC) অনুযায়ী ডিসি হলেন জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট (সাধারণত CrPC ধারা ১০—ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ)।
  • ক্যাবিনেট ডিভিশন কর্তৃক জারিকৃত “চার্টার অব ডিউটিজ”—জেলা পর্যায়ে প্রশাসন, উন্নয়ন সমন্বয়, রাজস্ব, দুর্যোগ ব্যবস্থাপনা, নাগরিক সেবা প্রভৃতির কাঠামো ও কর্তব্য নির্দিষ্ট করে।

 

সদরদপ্তর ও শাখা-কার্যালয়

  • সদরদপ্তর: জেলা প্রশাসকের কার্যালয়, মাইজদীকোর্ট, নোয়াখালী। (মাইজদীই জেলা প্রশাসনিক সদর হিসেবে পরিচিত।)
  • উপজেলা প্রশাসন: জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (UNO) কার্যালয়—এসব কার্যালয় জেলা প্রশাসনের প্রশাসনিক শৃঙ্খলে পরিচালিত হয়; উদাহরণস্বরূপ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিস।
  • সহযোগী শাখা:
    • আদায়/ভূমি রাজস্ব: অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহ
    • সাধারণ প্রশাসন: প্রটোকল, ম্যাজিস্ট্রেসি শাখা
    • উন্নয়ন সমন্বয়: এলজিইডি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সমাজসেবা ইত্যাদি দপ্তরের সমন্বয়
    • ডিজিটাল সেবা: জেলা/উপজেলা e-Service সিটিজেন চার্টার (উপজেলা ওয়েবসাইটগুলোতে প্রকাশিত)

 

পদের সংখ্যা:  ০২ টি

 

লোকবল নেবে: ১১ জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



সূত্র: নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়

 

আবেদন করুন:  http://dcnoakhali.teletalk.com.bd  

 

আবেদনের প্রক্রিয়া:

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২. ১৪ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য হবে। বয়স যাচাইয়ের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩. যারা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনসহ আবেদন জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তবে চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমায় কোন শিথিলতা প্রযোজ্য নয়।

৪. কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।

৫. কোটাসংক্রান্ত বিদ্যমান সরকারি নীতিমালা ও ভবিষ্যতে প্রণীত সংশোধিত বিধানাবলী অনুসরণ করা হবে।

৬. বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসংখ্যা নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানোর ক্ষমতা রাখেন। একইসাথে বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার অধিকারও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৭. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

 

প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য

  • আইনশৃঙ্খলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেসি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জননিরাপত্তা সমন্বয়, উৎসব/নির্বাচনে নিরাপত্তা সমন্বয়।
  • ভূমি ও রাজস্ব প্রশাসন: জমির রেকর্ড, খাজনা/রাজস্ব আদায়, নামজারি/মিউটেশন তদারক।
  • উন্নয়ন সমন্বয়: জেলা উন্নয়ন কমিটি পরিচালনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও প্রকল্প তদারকি।
  • দুর্যোগ ব্যবস্থাপনা: ঘূর্ণিঝড়/জোয়ার-ভাটা প্রবণ উপকূলীয় জেলার ঝুঁকি বিবেচনায় পূর্বপ্রস্তুতি, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন সমন্বয়।
  • জনসেবা ও ডিজিটাল সেবা: নাগরিক সনদ, সরকারি সেবা দ্রুত প্রদান, অভিযোগ নিষ্পত্তি—সিটিজেন চার্টার ও অনলাইন প্ল্যাটফর্মে সেবা বর্ণনা।
  • বিশেষ বৈশিষ্ট্য (নোয়াখালী): উপকূলীয়-দ্বীপাঞ্চলীয় বাস্তবতা, নদীভাঙন ও ভূমি পুনর্গঠনের চ্যালেঞ্জ; সদর (মাইজদী) থেকে থানা/উপজেলা সমন্বয়—যা ভূ-প্রকৃতিগত কারণে প্রশাসনিক কাজকে আলাদা মাত্রা দেয়।

 

ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার দিকনির্দেশ (ইঙ্গিতমূলক)

(জেলার সরকারি মাস্টারপ্ল্যান ও কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুসারে বিষয়গুলো রূপায়িত হয়—নিচের পয়েন্টগুলো সেই নীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ সাধারণ অগ্রাধিকার)

  • ডিজিটাল গভর্ন্যান্সের সম্প্রসারণ: অনলাইন আবেদন/ই-পেমেন্ট/ট্র্যাকিং—সেবা সময় কমানো, স্বচ্ছতা বাড়ানো।
  • দুর্যোগ-সহনশীল অবকাঠামো: সাইক্লোন শেল্টার/উচ্চ ভূমি/নদীতীর সংরক্ষণে আন্তঃদপ্তর সমন্বয় জোরদার।
  • উদ্ভাবনী জনসেবা: হেল্পডেস্ক, ওয়ান-স্টপ সার্ভিস, সিটিজেন চার্টারের বাস্তবায়ন মনিটরিং।
  • মানবউন্নয়ন: শিক্ষা-স্বাস্থ্য-সামাজিক সুরক্ষায় মাঠ প্রশাসনের ডেটা-চালিত সমন্বয়।

 

যোগাযোগের ঠিকানা

  • ঠিকানা (সাধারণভাবে ব্যবহৃত): জেলা প্রশাসকের কার্যালয়, মাইজদীকোর্ট, নোয়াখালীজেলার প্রশাসনিক সদর দপ্তর এখানেই অবস্থিত। অফিসে যাতায়াত/নেভিগেশনের ক্ষেত্রে “Maijdee Court, Noakhali” লোকেশনটি ব্যবহার করা যায়। অফিসিয়াল যোগাযোগের সর্বশেষ তথ্য ও ফোন নম্বর দেখতে জেলা/উপজেলা ওয়েবসাইটগুলো দেখুন।
  • ওয়েব পোর্টাল: নোয়াখালীর সরকারি ওয়েব নেটওয়ার্ক noakhali.gov.bd ডোমেইনের অন্তর্ভুক্ত (উপজেলা সাইটগুলো সেখানে হোস্টেড)—সিটিজেন চার্টার, সেবা ও বিজ্ঞপ্তি নিয়মিত হালনাগাদ হয়।

 

নোট: নির্দিষ্ট ফোন/ই-মেইল/ডাকঘর কোড ইত্যাদি সময়ভেদে পরিবর্তিত হতে পারে। ভিজিটের আগে সর্বশেষ যোগাযোগ-তথ্য, অফিস সময়সূচি ও নোটিশ দেখতে সরকারি পোর্টাল/উপজেলা সাইট চেক করা উত্তম।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, নোয়াখালী ডিসি অফিস চাকরি, নোয়াখালী জেলা চাকরির খবর, DC Office Noakhali Job Circular, জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী নিয়োগ, নোয়াখালী সরকারি চাকরি, নোয়াখালী জব সার্কুলার ২০২৫, নোয়াখালী জেলা প্রশাসকের অফিস চাকরি, সরকারি চাকরির বিজ্ঞপ্তি নোয়াখালী, DC Office Job Circular Noakhali, নোয়াখালী ডিসি অফিস নিয়োগ ২০২৫, জেলা প্রশাসক অফিস নোয়াখালী চাকরি, বাংলাদেশ সরকারি চাকরি নোয়াখালী, DC Office Noakhali Job Apply, Teletalk Noakhali DC Office Job Circular, নোয়াখালী ডিসি অফিস অনলাইনে আবেদন, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় পদ শূন্য, Noakhali DC Office Job Vacancy, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নোয়াখালী, নোয়াখালী জেলা চাকরি আবেদন।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments