বাংলাদেশ গ্রামীণ
বিদ্যুতায়ন বোর্ডে চাকরির সুযোগ
গ্রামীণ বিদ্যুৎ
কোম্পানি লিমিটেড (RPCL), বাংলাদেশ
গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (BREB) একটি এন্টারপ্রাইজ,
যোগ্য এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্য থেকে ম্যানেজিং
ডিরেক্টর (MD) পদে অবিলম্বে নিয়োগের জন্য আবেদন
আহবান করছে।
পদবী বর্ণনা
ম্যানেজিং ডিরেক্টর (MD) কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে
চেয়ারম্যান ও বোর্ড অফ ডিরেক্টরস-এর প্রতি সরাসরি প্রতিবেদন দেবে। MD কোম্পানির সার্বিক ব্যবস্থাপনা, দৈনন্দিন কার্যক্রম,
লাভজনকতা ও বৃদ্ধি তদারকি করবেন। এছাড়া প্রশাসন, কর্পোরেট পরিকল্পনা এবং ব্যবসায়িক উন্নয়ন তদারকি করা হবে, যা বোর্ডের তত্ত্বাবধান ও অনুমোদনের অন্তর্ভুক্ত।
মূল দায়িত্বসমূহ:
- কোম্পানির সকল
প্রযুক্তিগত, আর্থিক
এবং কর্মচারী কল্যাণ কার্যক্রম নেতৃত্ব এবং তদারকি করা।
- দাতা, উন্নয়ন অংশীদার ও সরকারী সংস্থার
সঙ্গে প্রকল্প অর্থায়ন নিয়ে আলোচনা পরিচালনা করা।
- কোম্পানিকে স্টক
এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার প্রক্রিয়া তদারকি ও প্রয়োজনীয় নিয়মনীতি পূরণ
নিশ্চিত করা।
- অভ্যন্তরীণ ও
বাহ্যিক স্টেকহোল্ডারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক তৈরি ও বজায় রেখে
কোম্পানির কৌশলগত বৃদ্ধিকে সমর্থন করা।
শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতা
- সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল
ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ম্যানেজমেন্ট
বা ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি।
- গ্রেডিং
সিস্টেমে পাসকৃত প্রার্থীদের কমপক্ষে CGPA
3.5/5.0 অথবা CGPA 2.5/4.0 থাকতে হবে।
কনভেনশনাল সিস্টেমে কমপক্ষে ২য় শ্রেণি/ডিভিশন। কোনো পর্যায়ে ৩য় ডিভিশন
গ্রহণযোগ্য নয়।
- সরকারি/স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান/পাবলিক সেক্টরে ২০+ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ৩ বছর সিনিয়র
ম্যানেজমেন্টে থাকতে হবে।
- প্রাইভেট
সেক্টরে ২০+ বছরের অভিজ্ঞতা, যার
মধ্যে ৩ বছর সিনিয়র লিডারশিপে থাকতে হবে।
- সরকারী
নিয়মনীতি, কোম্পানি
আইন, শ্রম আইন, TQM, TPM, কর্পোরেট
গভার্নেন্সের জ্ঞান থাকা আবশ্যক।
- শক্তিশালী
নেতৃত্ব, কৌশলগত
ও কার্যকরী ব্যবস্থাপনার দক্ষতা।
- ইংরেজি ও
বাংলায় কার্যকরভাবে যোগাযোগ ও প্রেজেন্টেশন দেওয়ার সক্ষমতা।
- বিদ্যুৎ শিল্প, নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা, বাজারগত গতিবিধি ও প্রযুক্তিগত উন্নয়নের জ্ঞান।
- প্রকল্প
ব্যবস্থাপনার দক্ষতা (PMP সার্টিফিকেশন
সুবিধাজনক)।
- সরকারী সংস্থা, ডেভেলপমেন্ট পার্টনার এবং
বিনিয়োগকারীদের সঙ্গে দরকষাকষি দক্ষতা।
বয়স সীমা
১৫ সেপ্টেম্বর ২০২৫
তারিখে প্রার্থীর বয়স ৫০–৬২ বছরের মধ্যে হতে হবে।
চুক্তির মেয়াদ
প্রাথমিক চুক্তি ৩
বছর। প্রয়োজনীয় ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৬৫ বছরের মধ্যে দুই বার ৩ বছরের জন্য
সম্প্রসারণযোগ্য।
বেতন ও সুবিধাসমূহ
- মাসিক মূল বেতন:
১,৭৫,০০০ টাকা
- হাউস রেন্ট: মূল
বেতনের ৫০%
- ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা (২০% মূল বেতন), গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, ছুটি নগদীকরণ, চিকিৎসা খরচ রিইমবার্সমেন্ট, অন্যান্য সুবিধা।
- পূর্ণ সময়ের
যানবাহন, চালক ও
জ্বালানি প্রদান।
- আয়কর প্রার্থী
নিজেই প্রদান করবেন।
আবেদনের নিয়মাবলী
- RPCL-এর
প্রিস্ক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
- ৩ কপি সম্প্রতি
তোলা পাসপোর্ট সাইজ ছবি, NID, সমস্ত
শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করতে হবে।
- ফর্ম, প্রয়োজনীয় নথি এবং স্বাক্ষরসহ HR
& Admin Department, RPCL, Level-4, Plot No-52, Road No-21, Nikunja-2,
Khilkhet, Dhaka-1229 ঠিকানায় ২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫
সেপ্টেম্বর ২০২৫ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা) মধ্যে জমা দিতে হবে।
- সরকারি/স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানের প্রার্থী NOC সহ
আবেদন করবেন।
- শুধুমাত্র
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। কোনো আবেদন
ফি বা TA/DA দেওয়া
হবে না।
- RPCL যে
কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
যোগাযোগ: Company Secretary, Email: cs@rpcl.gov.bd, Phone: 02-55098112
নিয়োগ
বিজ্ঞপ্তি:
গ্রামীণ বিদ্যুৎ
কোম্পানি লিমিটেড (RPCL)-প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: গ্রামীণ বিদ্যুৎ
কোম্পানি লিমিটেড (RPCL),
- আবেদন করুন: ফর্ম, প্রয়োজনীয়
নথি এবং স্বাক্ষরসহ HR & Admin Department, RPCL, Level-4, Plot
No-52, Road No-21, Nikunja-2, Khilkhet, Dhaka-1229 ঠিকানায়
২৬ আগস্ট ২০২৫ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা) মধ্যে
জমা দিতে হবে।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
Rural Power Company Limited Job Circular 2025, RPCL
Managing Director Job, Bangladesh Power Sector Jobs 2025, Government Job in
Bangladesh, Senior Management Jobs in Power Sector, RPCL Career Opportunity,
Bangladesh Electricity Board Job, High Paying Government Jobs Bangladesh,
Executive Level Jobs Bangladesh, Renewable Energy Jobs Bangladesh, Apply RPCL
MD Job Online, Bangladesh SOE Jobs 2025, RPCL Recruitment Notice, Top
Management Jobs in Bangladesh, Power Company Job Vacancy, RPCL Official Website
Job Apply, Bangladeshi Citizens Job Opportunity, Leadership Position Job
Bangladesh, Government and Private Sector Job 2025.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments