Type Here to Get Search Results !

জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ-স্রেডা নিয়োগ বিজ্ঞপ্তি

0



জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ-স্রেডা নিয়োগ বিজ্ঞপ্তি

 

নিয়োগ বিজ্ঞপ্তি

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রার্থীদের অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ডাকযোগে বা সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।

 

১. পদসংক্রান্ত তথ্য

  • পদের নাম: সহকারী পরিচালক (উইন্ড এন্ড আদার্স)
  • বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (জাতীয় বেতনস্কেল ২০১৫, গ্রেড-৯)
  • পদের সংখ্যা: ০১ (একটি)
  • বয়সসীমা: ১১ আগস্ট ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
  • শিক্ষাগত যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ, যান্ত্রিক বা কেমিক্যাল প্রকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি।
    • শিক্ষা জীবনে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

 

২. সাধারণ শর্তাবলি

১. বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় মূল অনাপত্তিপত্র জমা দিতে হবে।
৩. আবেদনপত্রে সর্বশেষসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
৪. নিয়োগ প্রক্রিয়া সরকারের বিদ্যমান ও ভবিষ্যৎ সংশোধিত বিধি অনুযায়ী সম্পন্ন হবে।
৫. বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না।
৬. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান হবে না।
৭. মৌখিক পরীক্ষায় সকল সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৮. “টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৮” অনুসরণ করা হবে।
৯. কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা রাখে।

 

অনলাইন আবেদন প্রক্রিয়া

  • আবেদন শুরুর সময়: ১১ আগস্ট ২০২৫, সকাল ১০:০০ টা
  • আবেদন শেষের সময়: ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:০০ টা
  • আবেদনকারীরা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০KB) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০KB) আপলোড করবেন।
  • আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

 

ফি প্রদানের নিয়ম:

  • সাধারণ প্রার্থী: ২০০ টাকা + সার্ভিস চার্জ ২৩ টাকা = মোট ২২৩ টাকা
  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ): ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা

SMS ফরম্যাট:
1️
প্রথম SMS: SREDA UserID পাঠাতে হবে 16222 নম্বরে
2️
দ্বিতীয় SMS: SREDA YES PIN পাঠাতে হবে 16222 নম্বরে

 

৪. প্রবেশপত্র সংগ্রহ

যোগ্য প্রার্থীদের SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। প্রাপ্ত User ID Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করতে হবে।

 

৫. কাগজপত্র যাচাই

মৌখিক পরীক্ষায় নিম্নোক্ত মূল কাগজপত্র ও সত্যায়িত কপি জমা দিতে হবে—
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
২. নাগরিকত্ব সনদপত্র
৩. কোটা সংক্রান্ত প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
৪. চারিত্রিক সনদপত্র
৫. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ
৬. আবেদনপত্রের প্রিন্ট কপি

 

৬. অন্যান্য

  • শেষ মুহূর্তে নয়, সময় হাতে রেখে আবেদন করা বাঞ্ছনীয়।
  • ভুল তথ্য বা জাল কাগজপত্র জমা দিলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, Source : The Daily Jugantor, The Daily Star(Friday, August 8, 2025)

 

আবেন করুন: https://sreda.teletalk.com.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: স্রেডা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, SREDA job circular 2025, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫, SREDA নিয়োগ ২০২৫, স্রেডা জব সার্কুলার, SREDA চাকরির বিজ্ঞপ্তি, SREDA teletalk apply, SREDA online application, স্রেডা আবেদন ফর্ম, SREDA admit card download, SREDA exam date, স্রেডা পরীক্ষা তারিখ, SREDA result 2025, SREDA apply online, teletalk SREDA, SREDA চাকরির ফি, স্রেডা শূন্যপদ, SREDA government job circular, স্রেডা সরকারি চাকরি, SREDA career, স্রেডা ক্যারিয়ার, SREDA job requirements, স্রেডা বয়সসীমা, SREDA educational qualification, স্রেডা মৌখিক পরীক্ষা, SREDA written exam, SREDA viva, SREDA Bangladesh job circular, SREDA recruitment 2025, renewable energy job Bangladesh, বিদ্যুৎ বিভাগ চাকরি, স্রেডা সহকারী পরিচালক নিয়োগ, assistant director SREDA job

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments