Type Here to Get Search Results !

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ - নিয়োগ বিজ্ঞপ্তি

0

 


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ - নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশের নাগরিকদের নিকট হতে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-তে একজন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  1. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীগণ আবেদন করতে পারবেন।
  2. সরকারি বিভিন্ন মহালের (যেমন বালুমহাল, পাথর মহাল, জলমহাল ইত্যাদি) ইজারা সংক্রান্ত মামলায় অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  3. প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ বাংলাদেশি নাগরিক হতে হবে।

 

শর্তাবলি:

  • নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রদান করা হবে।
  • নিয়োগপ্রাপ্ত আইনজীবী নির্ধারিত সিডিউল অব ফি অনুযায়ী সম্মানী গ্রহণ করবেন (যথাযথভাবে ভ্যাট/আয়কর কর্তনযোগ্য)।
  • নিয়োগকাল দুই বছর, তবে সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে এক বছর বৃদ্ধি পেতে পারে।
  • উভয় পক্ষের ৩০ দিনের নোটিশের মাধ্যমে নিয়োগ বাতিল করা যাবে।
  • ব্যুরোর স্বার্থবিরোধী কোনো মামলা পরিচালনা করা যাবে না।
  • পুলিশ প্রতিবেদনে অসঙ্গতি পাওয়া গেলে নিয়োগ বাতিল হবে।

 

আবেদনের নিয়ম:

  • আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, বার কাউন্সিলের সনদ, জাতীয় পরিচয়পত্র ও ২ কপি ছবি সংযুক্ত করতে হবে।
  • আবেদন ফরম ও সিডিউল অফিস চলাকালে বিএমডি দপ্তর থেকে সংগ্রহ করা যাবে।
  • বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ কার্যদিবসের মধ্যে মহাপরিচালক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, ১৫৩, পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর আবেদন জমা দিতে হবে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, The Daily Star(Monday, August 18, 2025)

 

  • আবেন করুন: আবেদন ফরম ও সিডিউল অফিস চলাকালে বিএমডি দপ্তর থেকে সংগ্রহ করা যাবে।
  • বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ কার্যদিবসের মধ্যে মহাপরিচালক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, ১৫৩, পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০ বরাবর আবেদন জমা দিতে হবে।

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি আইনজীবী নিয়োগ ২০২৫, বাংলাদেশে আইনজীবী চাকরির বিজ্ঞপ্তি, সুপ্রিম কোর্ট আইনজীবী নিয়োগ, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নিয়োগ, BMD job circular 2025, Bangladesh lawyer job circular, সরকারিভাবে আইনজীবী নিয়োগ, হাইকোর্ট আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি, আপিল বিভাগ আইনজীবী চাকরি, বাংলাদেশ সরকার আইনজীবী চাকরি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চাকরি বিজ্ঞপ্তি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট চাকরির খবর, সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২৫, Bangladesh govt job circular, আইন মন্ত্রণালয় চাকরির বিজ্ঞপ্তি, BMD circular 2025, Bangladesh advocate job circular, বাংলাদেশে এডভোকেট নিয়োগ, বাংলাদেশে আইন পেশায় চাকরির সুযোগ

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments