বাংলাদেশ মৎস্য উন্নয়ন
কর্পোরেশন- নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদে
অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য, প্রতিটি পদের জন্য নির্ধারিত যোগ্যতা ও
অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে
আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
উল্লেখযোগ্য
বিষয়:
- শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
- প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা
উল্লেখ করা থাকবে।
- আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা
যাচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫
আবেদন শুরু: ১৪ আগস্ট ২০২৫
আবেদনের শেষ: ১৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ মৎস্য উন্নয়ন
কর্পোরেশন (BFDC) —
১. উৎপত্তি ও ইতিহাস
- প্রতিষ্ঠার পটভূমি: ১৯৭০ সালের আগেও
মৎস্য খাত ছিল অব্যবস্থাপনার শিকার। স্বাধীনতার পর বাংলাদেশের মৎস্য সম্পদ
ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গঠনের
প্রয়োজনীয়তা দেখা দেয়।
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে
বাংলাদেশ সরকার “বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন” প্রতিষ্ঠা করে।
- উদ্দেশ্য: দেশের
মৎস্যসম্পদ সুষ্ঠুভাবে আহরণ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বিপণন ও
রপ্তানির মাধ্যমে একটি টেকসই ও আধুনিক মৎস্য শিল্প গড়ে তোলা।
২. প্রতিষ্ঠানের আইন (Legal Framework)
- মূল আইন:
- “বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আইন, ১৯৭৩” (The Bangladesh Fisheries Development Corporation
Act, 1973 - President’s Order No. 22 of 1973)।
- এই আইনের অধীনেই BFDC প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়।
- প্রকৃতি: এটি একটি রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন, যা বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হলেও জনস্বার্থ ও
উন্নয়নের দিকটি প্রাধান্য পায়।
- নিয়ন্ত্রণ: মৎস্য ও
প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর অধীন
পরিচালিত হয়।
৩. সদর দপ্তর ও শাখা
- সদর দপ্তর: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (BFDC)
বিএফডিসি ভবন, ১ মৎস্য ভবন রোড, রমনা, ঢাকা-১০০০। - মোট আঞ্চলিক কার্যালয় ও স্থাপনাগুলো:
- ৬টি আঞ্চলিক অফিস
- ৩৬টি সাব-স্টেশন
- ৭টি কোল্ড স্টোরেজ ও আইস প্লান্ট
- বিভিন্ন ফিশ হারবার (চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালী, খুলনা ইত্যাদি)
- ইলিশ আহরণ কেন্দ্র ও পরিবহন ঘাঁটি
পদের সংখ্যা: ২৭ টি
লোকবল নেবে: ৮৪ জন
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন,
আবেদন
করুন: http://bfdc.teletalk.com.bd
আবেদনের
প্রক্রিয়া:
নিয়োগ সংক্রান্ত
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
- ০১ আগস্ট ২০২৫ তারিখে সকল প্রার্থীর বয়স
১৮–৩২ বছরের মধ্যে হতে হবে; বয়স প্রমাণের জন্য এফিডেভিট
গ্রহণযোগ্য নয়।
- শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন
গ্রহণযোগ্য; মুদ্রিত বা হস্তলিখিত আবেদন ডাকযোগে বা অন্য কোনো
মাধ্যমে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যসহ আবেদনপত্র বাতিল
বলে গণ্য হবে।
- প্রার্থীদের লিখিত, মৌখিক ও
প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। পরীক্ষায় অংশগ্রহণের জন্য
কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
- পরীক্ষা সম্পর্কিত তথ্য বাংলাদেশ মৎস্য
উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইট (www.bfdc.gov.bd)
থেকে পাওয়া যাবে।
- পরীক্ষার সময় মোবাইল বা অন্য কোনো
ইলেকট্রনিক ডিভাইস বহন করলে প্রার্থীতা বাতিল হবে।
- প্রার্থী দ্বারা প্রদত্ত তথ্য বা দাখিলকৃত
কাগজপত্র জাল বা মিথ্যা প্রমাণিত হলে, পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে
প্রার্থীতা বাতিল হবে এবং প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২। মৌখিক পরীক্ষার
জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- শিক্ষাগত যোগ্যতা, লাইসেন্স,
অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদপত্র।
- প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের
বাসিন্দা, তার নাগরিকত্বের সনদপত্র।
- ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের
চেয়ারম্যান/মেয়র/কাউন্সিলর বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রদত্ত
চারিত্রিক সনদপত্র।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ।
- প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত সনদপত্র।
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।
- চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ
কর্তৃপক্ষের লিখিত অনুমতি/অনাপত্তি সনদ।
৩। নিয়োগ
প্রক্রিয়া ও পরীক্ষা:
- নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে, যেমন: সাঁট মুদ্রাক্ষরিক/কম্পিউটার
অপারেটর, লিপিকার/কম্পিউটার অপারেটর-플াম্বার, সিনিয়র অপারেটর, মেকানিক, ট্রল অপারেটর ও ড্রাইভার পদে।
- ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪। কোটা ও
অন্যান্য শর্তাবলী:
- সরকারের সর্বশেষ অধ্যাদেশ, বিধি বা
প্রজ্ঞাপনের ভিত্তিতে কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ করা হবে।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা কমিয়ে বা বাড়ানোর
অধিকার রাখে এবং প্রয়োজনমতো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বা আংশিক বাতিলের
ক্ষমতা রাখে।
- উল্লিখিত বিষয়াবলীতে যা নেই, তা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ বিধি অনুযায়ী প্রযোজ্য হবে।
৪. প্রতিষ্ঠানের
কার্যক্রম
ক) মৎস্য আহরণ ও বিপণন
- গভীর সমুদ্র ও উপকূলীয় অঞ্চল থেকে মৎস্য আহরণ।
- জেলেদের সহায়তা প্রদান এবং তাদের মাছ সরকারি দামে
সংগ্রহ।
- সংগ্রহকৃত মাছ প্রক্রিয়াজাত করে বাজারজাতকরণ।
খ) সংরক্ষণ ও পরিবহন
- কোল্ড স্টোরেজ ও আইস প্লান্টের মাধ্যমে মাছ সংরক্ষণ।
- স্পেশাল ট্রাক, রেফ্রিজারেটর
ভ্যান ও জাহাজে মাছ পরিবহন।
গ) ফিশারমেন উন্নয়ন কার্যক্রম
- জেলেদের প্রশিক্ষণ ও নিরাপদ আহরণ ব্যবস্থার প্রচলন।
- জীবনবীমা, চিকিৎসা সহায়তা, ঝুঁকিপূর্ণ মৌসুমে খাদ্য বিতরণ।
ঘ) মৎস্য বন্দরের উন্নয়ন ও পরিচালনা
- দেশের বিভিন্ন স্থানে ফিশারী হারবার ও ঘাট নির্মাণ ও
রক্ষণাবেক্ষণ।
- যেমন: চট্টগ্রাম, কক্সবাজার, পাথরঘাটা, খুলনা ইত্যাদি।
ঙ) ইলিশ সংরক্ষণ ও রপ্তানি ব্যবস্থা
- ইলিশ মাছ সংরক্ষণ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে
রপ্তানির ব্যবস্থা।
৫. বৈশিষ্ট্য
- রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও
বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা।
- অফ-শোর ও অন-শোর উভয় ক্ষেত্রেই কাজ করে।
- মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরাসরি অবদান
রাখা।
- পরিবেশবান্ধব মাছ আহরণে জোর দেয়া ও
সংরক্ষণের আধুনিক প্রযুক্তির ব্যবহার।
- মৎস্য বন্দর উন্নয়নে একমাত্র সরকারি
কর্তৃপক্ষ হিসেবে কাজ করা।
৬. ভবিষ্যৎ পরিকল্পনা
আধুনিকায়ন ও
প্রযুক্তি ব্যবহার: ডিজিটাল ব্যবস্থাপনা, ট্রেসেবিলিটি, এবং জেলেদের জন্য ই-কার্ড চালু।
আরও কোল্ড চেইন
স্থাপন: গ্রামীণ এলাকায় কোল্ড স্টোরেজ ও আইস প্লান্ট সম্প্রসারণ।
গভীর সমুদ্র মাছ ধরার
সক্ষমতা বৃদ্ধি: আধুনিক ট্রলার ও জাহাজ সংযোজন করে উচ্চমূল্যের
সামুদ্রিক মাছ আহরণ।
ইলিশ সংরক্ষণ জোরদার: প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ কার্যক্রমে আরও কড়াকড়ি।
রপ্তানি সম্প্রসারণ: বিদেশি বাজারে বাংলাদেশি সামুদ্রিক মাছের অংশ বৃদ্ধি ও HACCP স্ট্যান্ডার্ড নিশ্চিতকরণ।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময়
পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত
প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ, BFDC নিয়োগ ২০২৫, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চাকরি,
মৎস্য কর্পোরেশন জব সার্কুলার, BFDC অফিসিয়াল
চাকরি, মৎস্য উন্নয়ন কর্পোরেশন অনলাইন আবেদন, BFDC নিয়োগ বিজ্ঞপ্তি, মৎস্য কর্পোরেশন পদসমূহ, বাংলাদেশ সরকারী চাকরি, সরকারি চাকরির সুযোগ,
মৎস্য বিভাগ নিয়োগ, BFDC চাকরির খবর, মৎস্য উন্নয়ন কর্পোরেশন ভ্যাকেন্সি, বাংলাদেশে
চাকরি, অনলাইনে চাকরির আবেদন, BFDC জব
নোটিশ, স্থানীয় সরকার শাখা নিয়োগ, মৎস্য
খাত চাকরি, বাংলাদেশ জব আপডেট, সরকারী
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি
প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার
আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির
আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম
অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ
পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন
পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব
লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে
আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া
ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম
সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও
শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments