দুর্নীতি দমন কমিশনের
নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের স্থায়ী
নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের
শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য। পদের নাম, বেতন স্কেল ও যোগ্যতা নিচে দেওয়া হলো—
পদের বিবরণ
- কনস্টেবল
- বেতন স্কেল:
জাতীয় বেতনক্রম ২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
- শূন্য পদ: ৯১টি
- যোগ্যতা: কোনো
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায়
ন্যূনতম দ্বিতীয় বিভাগ/গ্রেড।
- অফিস সহায়ক
- বেতন স্কেল:
জাতীয় বেতনক্রম ২০১৫ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- শূন্য পদ: ১০টি
- যোগ্যতা:
ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
মোট শূন্য পদ: ১০১টি
শর্তাবলী ও নির্দেশনা
- পরীক্ষা ও
পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে (www.acc.org.bd) পাওয়া যাবে।
- একজন প্রার্থী
শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
- ০১ আগস্ট ২০২৫
তারিখে বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
- বিভাগীয়
প্রার্থীদের আবেদন ফর্মে Departmental Candidate উল্লেখ করতে হবে এবং মৌখিক পরীক্ষার
আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সংগ্রহ করে মূল কপি প্রদর্শন করতে
হবে।
- নিয়োগ প্রক্রিয়া
সরকার ও কমিশনের বর্তমান এবং সংশোধিত বিধি অনুযায়ী সম্পন্ন হবে।
- কনস্টেবল ও অফিস
সহায়ক পদে আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা (মোট ৫৬ টাকা, ফেরতযোগ্য নয়) টেলিটক প্রি-পেইড
মোবাইলের মাধ্যমে প্রদান করতে হবে।
- কর্তৃপক্ষ
প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা পরিবর্তন বা বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ
করে।
- বয়স প্রমাণের
জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- ন্যূনতম
শিক্ষাগত যোগ্যতার বাইরে অতিরিক্ত যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখ করতে
হবে, পরে যোগ
করার সুযোগ থাকবে না।
- গ্রেডিং পদ্ধতি
ও বিভাগ/শ্রেণি সমতাকরণ শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী গণনা
হবে।
- মৌখিক পরীক্ষায়
জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে
কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
দুর্নীতি দমন কমিশন- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত
যোগ্যতা, বয়সসীমা ও
বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
দুর্নীতি দমন কমিশন- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
দুর্নীতি দমন কমিশন- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: দুর্নীতি দমন কমিশন
আবেন করুন: অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://acc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(1) Online-এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার
ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৩ আগস্ট,
২০২৫ খ্রিস্টাব্দ
সকাল-১০:০০ ঘটিকা।
(ii)
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা।
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: দুর্নীতি দমন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি, দুর্নীতি দমন কমিশন চাকরির খবর, acc
job circular 2025, acc job apply, acc job online application, দুর্নীতি
দমন কমিশন কনস্টেবল নিয়োগ, দুর্নীতি দমন কমিশন অফিস সহায়ক
নিয়োগ, acc job requirements, acc job exam date, acc job syllabus, acc
job circular pdf, acc gov bd job circular, acc job apply link, দুর্নীতি
দমন কমিশন আবেদন ফরম, acc job eligibility, acc job preparation, acc চাকরির যোগ্যতা, acc চাকরির শর্তাবলী, acc
teletalk apply, acc চাকরির বিজ্ঞপ্তি ২০২৫, acc job
vacancy, acc চাকরির আবেদন প্রক্রিয়া, acc নিয়োগ
পরীক্ষার নিয়ম, দুর্নীতি দমন কমিশন চাকরির ফলাফল, acc
job result, acc viva date, acc written exam, acc mcq exam, acc gov bd apply,
acc latest job news, acc bd job circular
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments