সেভ দ্য চিলড্রেন ঢাকায় অফিসার নিবে
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে ‘অফিসার – সাব-অ্যাওয়ার্ডস’ ও সিনিয়র অফিসার - অ্যাওয়ার্ডস পদে
আবেদন আহ্বান করছে। আমরা লিঙ্গ, যৌন অভিমুখ, বর্ণ, জাতি, জাতীয়তা, প্রতিবন্ধিতা, বয়স বা বিশ্বাসের ভিত্তিতে কোনো
বৈষম্য করি না। আমাদের উদ্দেশ্য হল কর্মী নিয়োগের ক্ষেত্রে বৈচিত্র্য আনয়ন করা,
যাতে আমরা আমাদের সেবাপ্রাপ্ত সম্প্রদায়গুলোর প্রতিনিধিত্ব আরও
ভালোভাবে করতে পারি। বিশেষত পিছিয়ে থাকা গোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য
উৎসাহিত করা হচ্ছে।
সংস্থা পরিচিতি:
সেভ দ্য চিলড্রেন ১০০টিরও বেশি দেশে কাজ করে। আমরা শিশুদের জন্য
স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা নিশ্চিত
করতে মাঠ পর্যায়ে কাজ করছি। ২০৩০ সালের মধ্যে আমাদের তিনটি বৈপ্লবিক লক্ষ্যমাত্রা:
১. ৫ বছরের নিচের বয়সী কোনো শিশুর মৃত্যু প্রতিরোধযোগ্য কারণে যেন
না ঘটে।
২. সব শিশু যেন মানসম্মত প্রাথমিক শিক্ষা লাভ করে।
৩. শিশুদের প্রতি সহিংসতা পৃথিবী থেকে নির্মূল করা।
সকল পদের বিবরণ নিচে
পর্যায়ক্রমে তুলে ধরা হলো:
১. পদবী: অফিসার – সাব-অ্যাওয়ার্ডস
চুক্তির ধরন: নির্ধারিত মেয়াদ (২ বছর)
কর্মস্থল: ঢাকা
পদসংখ্যা: ০১
মূল দায়িত্বসমূহ:
- সাব-অ্যাওয়ার্ড ম্যানেজারের সহায়ক হিসেবে অংশীদার
সংস্থাগুলোর মূল্যায়ন, চুক্তি প্রক্রিয়াকরণ, আর্থিক
পর্যবেক্ষণ ও কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান।
- নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ফিল্ড পর্যায়ে অংশীদার
সংস্থাগুলো পর্যবেক্ষণ করা এবং প্রতিবেদন প্রস্তুত করা।
- নতুন সাব-অ্যাওয়ার্ডের জন্য আর্থিক দল ও অংশীদারদের
প্রশিক্ষণ দেওয়া।
- সেভ দ্য চিলড্রেন ও দাতা সংস্থার নীতিমালা অনুযায়ী
গুণগত সেবা নিশ্চিত করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ন্যূনতম ৩ বছরের আর্থিক পর্যবেক্ষণের অভিজ্ঞতা থাকতে
হবে (জাতীয়/আন্তর্জাতিক সংস্থায়), বিশেষ করে INGO-তে
কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
- অংশীদার সক্ষমতা বৃদ্ধিতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত
যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- জটিল আর্থিক তথ্য বিশ্লেষণের দক্ষতা ও ব্যবস্থাপনা
তথ্য তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে।
- বাজেট ব্যবস্থাপনা ও অংশীদার সংস্থা ব্যবস্থাপনার
অভিজ্ঞতা থাকতে হবে।
- অপারেশনাল ও ফাইন্যান্সিয়াল সিস্টেম বিষয়ে ভালো ধারণা
থাকতে হবে।
- MS Office (বিশেষ করে Excel) এ
দক্ষতা আবশ্যক।
- USAID, EC, ECHO, Global Fund ও FCDO দাতা সংস্থাগুলোর নীতিমালা ও নিয়ম সম্পর্কে ধারণা থাকতে হবে।
- চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
- বাণিজ্য/ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট বিষয়ে
স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আবেদনের পদ্ধতি: কভার লেটার ও
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) একত্রে একটি ডকুমেন্ট হিসেবে সংযুক্ত করে আবেদন করতে হবে।
বর্তমান বেতন এবং প্রত্যাশিত বেতনের তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে।
বিস্তারিত ও আবেদন লিংক:
https://hcri.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/13560
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০২৫
শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের
সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সেভ দ্য চিলড্রেন কর্মক্ষেত্রে বৈচিত্র্য ও শিশু
সুরক্ষা নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
২. পদবী: সিনিয়র অফিসার - অ্যাওয়ার্ডস
চুক্তির ধরন: নির্ধারিত মেয়াদ (২ বছর)
কর্মস্থল: ঢাকা
পদসংখ্যা: ০১
মূল দায়িত্বসমূহ:
- অ্যাওয়ার্ড ব্যবস্থাপনা এবং দাতা প্রতিষ্ঠানের
নিয়মনীতি অনুসরণে অ্যাওয়ার্ড ম্যানেজারকে সহায়তা করা।
- অ্যাওয়ার্ডের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রম ও
প্রয়োজনীয় নথিপত্র রক্ষণাবেক্ষণ করা।
- অনুমোদিত বাজেট, প্রকল্প প্রস্তাবনা, চুক্তি, সংশোধনী, আর্থিক
ও বিবরণী প্রতিবেদন, গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং মনিটরিং
নোটসহ প্রয়োজনীয় নথি সংরক্ষণ করা।
- অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (AMS)-এ
প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও আপডেট করা।
- অগ্রগতি বিশ্লেষণ ও রিপোর্ট তৈরিতে সহায়তা করা।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- আন্তর্জাতিক সংস্থায় অনুরূপ পদে অন্তত ৪ বছরের
অভিজ্ঞতা।
- অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (AMS) কাজ
করার অভিজ্ঞতা।
- জটিল আর্থিক তথ্য বিশ্লেষণ ও কার্যকর ব্যবস্থাপনা তথ্য
প্রস্তুত করার দক্ষতা।
- বাজেট তৈরী ও ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।
- কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এক্সেল,
পাওয়ারপয়েন্ট ও ওয়ার্ড ব্যবহারে দক্ষতা।
- চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা।
- চাপের মধ্যে কাজ করার মানসিকতা ও সক্ষমতা।
- ছোট টিমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতামূলক কাজের
মানসিকতা।
- ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা।
- অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস
অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদনের পদ্ধতি: কভার লেটার ও
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) একত্রে একটি ডকুমেন্ট হিসেবে সংযুক্ত করে আবেদন করতে হবে।
বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতনের তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের লিংক:
https://hcri.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/13556
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই ২০২৫
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের
জন্য ডাকা হবে। সেভ দ্য চিলড্রেন কর্মক্ষেত্রে বৈচিত্র্য ও শিশু সুরক্ষা নীতিতে
প্রতিশ্রুতিবদ্ধ।
নিয়োগ বিজ্ঞপ্তি:
সেভ দ্য চিলড্রেন- নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত
অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: সেভ দ্য
চিলড্রেন, bdjobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: সেভ দ্য চিলড্রেন
নিয়োগ বিজ্ঞপ্তি, save the children job
circular, save the children bangladesh job, ঢাকায় এনজিও চাকরি,
ঢাকায় অফিসার পদে চাকরি, save the children officer
recruitment, international ngo jobs in dhaka, ngo চাকরি বিজ্ঞপ্তি
২০২৫, এনজিওতে চাকরির সুযোগ, save the children
latest job circular, বেসরকারি সংস্থায় চাকরি, ঢাকায় নতুন চাকরি, ঢাকায় অফিসার নিয়োগ ২০২৫,
save the children dhaka office job, save the children apply online, save the
children career opportunity, save the children job apply link, save the
children vacancy, save the children job news in bangladesh, save the children
bd job update, এনজিও চাকরি today, সেভ দ্য
চিলড্রেন চাকরির বিজ্ঞপ্তি, সেভ দ্য চিলড্রেনে আবেদন করুন,
save the children fixed term job, save the children finance officer job, awards
management job in bangladesh, sub awards officer job circular
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments