Type Here to Get Search Results !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক পদে নিয়োগ

0



ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক পদে নিয়োগ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC)-সহকারী পরিচালক (গ্রেড-২, প্রোগ্রাম) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড-২), প্রোগ্রাম

পদসংখ্যা: ০১ (একটি)

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
২২,০০০ – ৫৩,০৬০/- টাকা (সকল ভাতাসহ)

 

যোগ্যতা ও শর্তাবলী:

প্রার্থীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ-৫ স্কেলে ৩.৫০ থাকতে হবে।

স্নাতক/স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৪ স্কেলে ৩.০০ থাকতে হবে।

সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ৬ (ছয়) মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার

পরিচালনায় দক্ষ হতে হবে।

বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর (অভ্যন্তরীণ প্রার্থীদের জন্য শর্ত শিথিলযোগ্য)।

সরকারি/আধাসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আবেদন ফি ও ফরম:

নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে রেজিস্ট্রার অফিস থেকে (মূল্য: ৫০/- টাকা)।

আবেদনপত্রের সাথে ৭৫০/- টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে, যা রেজিস্ট্রার বরাবর প্রদানযোগ্য।

 

আবেদনের নিয়ম:

আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি
অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
কম্পিউটার প্রশিক্ষণের সনদ
অন্যান্য প্রাসঙ্গিক সনদপত্র

 

আবেদনপত্র ৮ (আট) প্রস্থ জমা দিতে হবে।

প্রেরণের ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, কক্ষ নং ২০৩

 

আবেদন পৌঁছানোর শেষ সময়: ২১ আগস্ট ২০২৫

 

বিস্তারিত তথ্যের জন্য:

ঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট: www.du.ac.bd

 

গুরুত্বপূর্ণ টিপস: এই পদে আবেদন করার আগে অবশ্যই সব শিক্ষাগত ও প্রাসঙ্গিক সনদের সত্যায়িত কপি তৈরি রাখুন। আবেদন ফরম যথাসময়ে সংগ্রহ করে পূরণ করুন এবং সময়মতো জমা দিন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


ঢাকা বিশ্ববিদ্যালয়- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়, The Daily Ittefaq, The Daily Shomokal(Monday, July 28, 2025)

 

আবেদন করুন: সরাসরি/ডাকযোগে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী পরিচালক পদ, DU job circular 2025, University of Dhaka job circular, ঢাকা ইউনিভার্সিটি চাকরির খবর, সরকারি চাকরি সার্কুলার ২০২৫, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় চাকরি, DU Assistant Director job, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম অফিসার নিয়োগ, dhaka university career, চাকরির খবর ঢাকা বিশ্ববিদ্যালয়, university job circular bangladesh, নতুন চাকরির সার্কুলার ২০২৫, সরকারি চাকরি আবেদন ফরম, DU job apply process, bd university job circular, ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার ট্রেনিংসহ চাকরি, বিশ্ববিদ্যালয়ে চাকরি আবেদনের নিয়ম

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments