ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার স্মারক নং: স্বাসেবি/প্রশা-১/পিএইচ-৩/২সি-৮/৯৪-৮১,
তারিখ: ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ, জনপ্রশাসন
মন্ত্রণালয়ের স্মারক নং: ০৫.০০.০০০০.১৭০.০৬.০৩৬.১৩-২৬, তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, এবং
স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয়ের স্মারক নং: ৪৫.০০.০০০০.১৪০.২৫.০০১.২৩-৪২০, তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ, ও
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ, বিধি-১ শাখার স্মারক
নং: ০৫.০০.০০০০.১৭০.১১.০১০.২৪.৭, তারিখ: ০৬
জানুয়ারি ২০২৫ খ্রিঃ এর (গ) অনুচ্ছেদের আলোকে স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিভিল
সার্জনের কার্যালয়, ভোলা এবং
তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্বখাতভুক্ত ১১-২০তম গ্রেডভুক্ত
(পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণির) নিম্নবর্ণিত শূন্য পদে ভোলা জেলার স্থায়ী
নাগরিকদের নিকট হতে শর্তসাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
ক্রমিক |
পদের
নাম |
গ্রেড
ও জাতীয় বেতন স্কেল (২০১৫) |
পদসংখ্যা |
শিক্ষাগত
যোগ্যতা ও অভিজ্ঞতা |
১ |
পরিসংখ্যানবিদ |
গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/- |
০১
(একটি) |
ক)
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি
বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। |
২ |
স্টোর
কিপার |
গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/- |
০২
(দুইটি) |
ক)
স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ। |
৩ |
অফিস
সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/- |
০৩
(তিনটি) |
ক)
স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ। |
৪ |
স্বাস্থ্য
সহকারী |
গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/- |
২৫
(পঁচিশটি) |
ক)
স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
৫ |
গাড়িচালক |
গ্রেড-১৫, ৯৭০০-২৩৪৯০/- |
০১
(একটি) |
ক)
স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণি পাশ। |
আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইটে প্রবেশ করে
নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
০১। বিশেষ নির্দেশনা:
(ক) প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড
হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(খ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও
টাইপিং-এ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতিমিনিটে ন্যূনতম ২০ শব্দ টাইপ করার
দক্ষতা থাকতে হবে।
(গ) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল
সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালানোর হালনাগাদ বৈধ
ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (প্রযোজ্য পদে)।
১.১ আগ্রহী প্রার্থীগণকে http://csbhola.teletalk.com.bd
ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। নির্দেশিকায় উল্লিখিত পদ্ধতি
অনুযায়ী ফরম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
১.২ সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ আইন, বিধি ও
নীতিমালার আলোকে নিয়োগ ও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
১.৩ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল নিয়োগ
বিধিমালা-২০১৮, কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা-২০১৯ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক
জারীকৃত বিধির আলোকে লিখিত, মৌখিক ও প্রয়োজনে ব্যবহারিক
পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে।
১.৪ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে
সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।
১.৫ স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা ভোলা
সিভিল সার্জনের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডে
পাওয়া যাবে।
১.৬ কর্তৃপক্ষ প্রয়োজনবোধে শর্ত সংযোজন, সংশোধন,
পরিবর্তন বা নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করেন।
১.৭ পূর্বে যারা বিজ্ঞপ্তি নং
স্বাঃঅধিঃ/প্রশা-২/৩য় শ্রেণি নিয়োগ-৩/২০১৮/৪৫২৫ (তারিখঃ ০৮/১০/২০১৮) এবং স্মারক নং
সি.এস/ভোলা/২০২৪/১৮১(৫২) (তারিখঃ ১২/০২/২০২৪) এর অধীনে আবেদন করেছেন, তাদের পুনরায়
আবেদন করার প্রয়োজন নেই।
১.৮ যেকোনো তথ্য মিথ্যা বা গোপন করা হলে
প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১.৯ কোনো প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করলে বা
বিবাহের প্রতিশ্রুতি দিলে তিনি আবেদন করতে পারবেন না।
১.১০ কোনো সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্রসহ আবেদন করতে হবে
এবং মৌখিক পরীক্ষার সময় মূল NOC দাখিল করতে হবে।
১.১১ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান
কোটার ক্ষেত্রে প্রমাণস্বরূপ www.molwa.gov.bd
ওয়েবসাইটে তালিকাভুক্ত প্রমাণপত্র ও সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন
পরিষদের জনপ্রতিনিধি কর্তৃক প্রদত্ত সম্পর্কের সনদপত্র দাখিল করতে হবে।
১.১২ মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা,
জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্রসহ মূল সনদ
এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত ১ সেট ফটোকপি দাখিল করতে হবে।
১.১৩ কম্পিউটার দক্ষতা প্রমাণে সত্যায়িত সনদপত্র
জমা দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
১.১৪ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার
টিএ/ডিএ প্রদান করা হবে না।
১.১৫ আবেদন ফরমে এবং পরীক্ষার বিভিন্ন ধাপে
প্রদত্ত স্বাক্ষর অভিন্ন হতে হবে।
১.১৬ অপেক্ষমাণ তালিকা প্রস্তুত ও সংরক্ষণ করা
হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি মোতাবেক।
১.১৭ পুলিশ ভেরিফিকেশন বা স্বাস্থ্য পরীক্ষায়
বিরূপ তথ্য পাওয়া গেলে নিয়োগ বাতিল করা হবে।
১.১৮ আবেদন ফরমের সকল প্রযোজ্য তথ্য যথাযথভাবে
পূরণ করতে হবে।
০২। বয়সসীমা:
২.১ প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৫ তারিখে ১৮
হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
২.২ বয়স গণনার ক্ষেত্রে এসএসসি/সমমানের সনদের জন্ম তারিখ চূড়ান্ত
বিবেচিত হবে। কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৩। নাগরিকতা:
৩.১ প্রার্থীকে অবশ্যই ভোলা জেলার স্থায়ী
নাগরিক হতে হবে এবং প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র (NID) ও
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
দাখিল করতে হবে।
৩.২ যদি প্রার্থীর স্থায়ী ঠিকানা পূর্বের
নথিপত্রের ঠিকানার সঙ্গে ভিন্ন হয়, তবে বর্তমান স্থায়ী ঠিকানার স্বপক্ষে যথাযথ
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র দাখিল করতে হবে।
০৪। সংরক্ষণ:
৪.১ নিয়োগ পরীক্ষা ও অন্যান্য বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৫। অনলাইন
আবেদন ও ফি জমাদান সংক্রান্ত:
৫.১ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ২৮
জুলাই ২০২৫ খ্রিঃ সকাল ৯:০০ টা
৫.২ আবেদনপত্র জমাদানের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ৪:০০
টা
ভোলা সিভিল সার্জনের
কার্যালয়ে নিয়োগ -নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ, Teletalk Jobs
আবেদন করুন: http://csbhola.teletalk.com.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: ভোলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ, সিভিল সার্জন অফিস ভোলা চাকরি, স্বাস্থ্য অধিদপ্তর চাকরি ২০২৫, ভোলা জেলা সরকারি
চাকরি, csbhola.teletalk.com.bd আবেদন, সিভিল সার্জনের অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য
বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
মন্ত্রণালয় চাকরি, ৩য় শ্রেণীর সরকারি চাকরি ২০২৫, ৪র্থ শ্রেণীর চাকরি বিজ্ঞপ্তি, ভোলা জেলা স্বাস্থ্য
বিভাগ নিয়োগ, teletalk ভোলা আবেদন, স্বাস্থ্য
অধিদপ্তর নতুন নিয়োগ, স্বাস্থ্য সেবা বিভাগ চাকরি, ভোলায় নতুন চাকরি বিজ্ঞপ্তি, সরকারি নিয়োগ
সার্কুলার ২০২৫, স্বাস্থ্য মন্ত্রণালয় চাকরি
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments