নেত্রকোনা জেলা প্রশাসকের
কার্যালয় -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখার ১৫ জুন ২০২৫
তারিখের ৪৬.০০.০০০০.০১৮.০৪.০০১.১৭ (অংশ-৩)-২০৭০ নম্বর স্মারক
অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের আলোকে, নেত্রকোণা জেলার ইউনিয়ন পরিষদের আওতাধীন নবসৃষ্ট পদসমূহে ২০১৫ সালের জাতীয়
বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতার বিনিময়ে জনবল নিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত শর্তাবলী
অনুযায়ী নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইটে নির্ধারিত
সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়।
উল্লেখযোগ্য
বিষয়:
- শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
- প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা
উল্লেখ করা থাকবে।
- আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা
যাচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশ: ১৬ জুলাই ২০২৫
আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৫
আবেদনের শেষ: ১০ আগস্ট ২০২৫
নেত্রকোনা জেলা প্রশাসকের
কার্যালয়: একটি প্রামাণ্য পরিচিতি
উৎপত্তি ও ইতিহাস
- নেত্রকোণা উপজেলা হিসেবে ১৯৮২ সালে গঠিত ও ১
ফেব্রুয়ারি ১৯৮৪ সালে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয় ।
- প্রাচীন যুগে এটি কামরূপের অংশ ছিল, পরবর্তীতে
কোচ রাজাদের অধীনে ও শাহী রাজাদের শাসনে আসে।
- স্বাধীনতা যুদ্ধের সময় (১৯৭১) মুক্তিযোদ্ধারা এটপাড়া
থানায় কার্যক্রম চালায়, এবং ৩১ অক্টোবর ১৯৭১ সালে রণক্ষেত্রের স্মৃতি রজিষ্টার
হয়।
প্রতিষ্ঠানের আইন
- জেলা প্রশাসকের কার্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়
“জেলা প্রশাসন আইন, ২০০৯” ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিধিমালা অনুসারে।
- স্থানীয় সরকার দিবস পালন, মোবাইল
কোর্ট, সিটিজেন চার্টার ইত্যাদি নিয়মিত কার্যক্রমে
অন্তর্ভুক্ত থাকে ।
সদর দপ্তর ও শাখা
- সদর কার্যালয়: জেলা শহরে, একটি
তিন তলার RCC ভবনে অবস্থিত, যা PWD
কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয়।
- বিভাগীয় শাখাসমূহ রয়েছে: ADC (Revenue), ICT,
HRD, General, ADM, Upazila Land Office, মোবাইল কোর্ট শাখা
ইত্যাদি।
- জেলা প্রশাসককে সহায়তা করে সহকারী ও উপ-কমিশনার (ভূমি), সহকারী
পরিচালক, তথ্য কর্মকর্তা, ই-সেবা
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও।
পদের সংখ্যা: ০১ টি
লোকবল নেবে: ৮৬ জন
নেত্রকোনা জেলা
প্রশাসকের কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়
আবেদন করুন: http://dcnetrokona.teletalk.com.bd
আবেদনের
প্রক্রিয়া:
স্থানীয় সরকার
বিভাগের ১৭ এপ্রিল ২০২৫ তারিখের অনুমোদনের আলোকে এবং আপিল বিভাগের আদেশের
প্রেক্ষিতে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পক্ষভুক্ত উদ্যোক্তাদের জন্য শিক্ষাগত যোগ্যতায়
সামান্য পরিবর্তন আনা হয়েছে। এখন "স্বীকৃত বোর্ড হতে যে কোনো বিভাগে উচ্চ
মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমানের জিপিএ-সহ
উত্তীর্ণ" প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন সংক্রান্ত
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীর বয়স ১০
আগস্ট ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সরকারি গেজেট
অনুযায়ী বয়স গণনা করা হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ইউডিসি উদ্যোক্তাদের
ক্ষেত্রে বয়সে শিথিলতা প্রযোজ্য।
২. "স্থানীয়
সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১১" এবং প্রয়োজনে
সংশ্লিষ্ট অন্যান্য বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
৩.
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ
অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
৪. আবেদনকারীকে
সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে।
৫. লিখিত, ব্যবহারিক
(প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। কেবল
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে অংশ নিতে পারবেন।
৬. আবেদন গ্রহণ চলবে
২৩ জুলাই ২০২৫ সকাল ৯টা থেকে ১০ আগস্ট ২০২৫ বিকাল ৫টা পর্যন্ত। শুধুমাত্র অনলাইন
আবেদন গ্রহণযোগ্য। ডাকযোগ বা সরাসরি আবেদন বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষার সময় সঙ্গে
আনতে হবে:
- অনলাইন আবেদনপত্র (Applicant's Copy)
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
- নাগরিকত্ব সনদ (পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক)
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন
- চারিত্রিক সনদ (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা
কর্তৃক)
- চাকুরিরতদের জন্য অনাপত্তিপত্র
- কোটাভিত্তিক প্রার্থীদের জন্য প্রযোজ্য সনদপত্র (যেমন:
মুক্তিযোদ্ধা, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ইত্যাদি)
৭. বাছাইকৃত
প্রার্থীদের পুলিশ ও চারিত্রিক যাচাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
৮. জাল তথ্য, অসত্য নথি
প্রদান বা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের ক্ষেত্রে আবেদন বা নিয়োগ বাতিল এবং আইনি
ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯. যেসব প্রার্থী
বাংলাদেশের নাগরিক নন, নৈতিক স্খলনের কারণে সাজাপ্রাপ্ত হয়েছেন, অথবা পূর্বে সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন – তারা এই নিয়োগের জন্য
অযোগ্য বলে বিবেচিত হবেন।
নেত্রকোনা জেলা
প্রশাসকের কার্যালয় - প্রতিষ্ঠানের
কার্যক্রম ও বৈশিষ্ট্য:
প্রতিষ্ঠানের
কার্যক্রম ও বৈশিষ্ট্য
- সেবা ও প্রশাসন: অপরাধ
রুদ্ধকরণ, মোবাইল কোর্ট, ই-সেবা
(অনলাইনে খবির প্রতিলিপি, নাগরিক আবেদন), প্রকাশ্য সভা ও সিটিজেন চার্টার কার্যক্রম চালু রাখে ।
- ডিজিটাইজেশন উন্নয়ন: DC কাগজপত্র
যেমন মুক্তিযোদ্ধা/নারী উদ্যোক্তা সেবা, আদালত
নির্দেশিকা অনলাইনে চালু করেছেন ।
- স্থানীয় উন্নয়নও পর্যবেক্ষণ: উপজেলা
ও ইউনিয়নের প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ–সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় নেতৃত্ব দেয়।
ভবিষ্যৎ পরিকল্পনা
- মোবাইল কোর্ট, ত্রাণ‒পুনর্বাসন, কৃষি‒পরিবেশ, নারী ও
শিশু সুরক্ষা, ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা সম্প্রসারণ
ইত্যাদি প্রসারিত পরিকল্পনার আওতায় উল্লেখযোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে।
যোগাযোগের ঠিকানা
- কার্যালয়: জেলা প্রশাসকের কার্যালয়,
জেলা শহর, নেত্রকোণা
- ফোন: অফিস: ০২-৯৯৬৬৬৫১৬৩৪ |
ফ্যাক্স: ০২-৯৯৬৬৬৫১৪৪১
- ইমেইল: dcnetrokona@mopa.gov.bd
- ই-সেবা ও আবেদন: https://dcnetrokona.teletalk.com.bd
dcnetrokona.teletalk.com.bd
- PWD অফিস (সুধারক): Executive Engineer,
Netrokona PWD — ফোন: ০২-৯৯৬৬৬৫১৬৭৭, ইমেইল:
ee_netro@pwd.gov.bd
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ
সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া
হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৫, dc office netrokona job
circular 2025, জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি,
dcnetrokona.teletalk.com.bd apply, netrokona dc office job, netrokona govt job
circular, নেত্রকোনা নতুন সরকারি চাকরি ২০২৫, union parishad
job netrokona, জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, সরকারি চাকরি নিয়োগ ২০২৫, bd govt job circular 2025, netrokona
job apply online, dc office bd job circular, netrokona chakrir khobor, নেত্রকোনায় চাকরির বিজ্ঞপ্তি, teletalk job apply 2025, netrokona
union parishad job
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments