Type Here to Get Search Results !

পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

0



পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ০১ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের স্মারক নম্বর ৩৯.০০.০০০০.০০০.১০৬.১১.০০০৪.২৫.২০৫ অনুসরণে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীগণ নির্ধারিত সময়সীমার মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

 

উল্লেখযোগ্য বিষয়:

  • শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
  • প্রতিটি পদের পাশে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা থাকবে।
  • আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে।

 

বিজ্ঞপ্তি প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫

 

আবেদন শুরু:  ২৮ জুলাই ২০২৫

 

আবেদনের শেষ: ২৮ আগস্ট ২০২৫

 

পরমাণু শক্তি কমিশন: একটি প্রামাণ্য পরিচিতি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (Bangladesh Atomic Energy Commission - BAEC) দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি সংস্থা, যা পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠিত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এ প্রতিষ্ঠানটি পরমাণু গবেষণা, চিকিৎসা, কৃষি, শিল্প, এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

উৎপত্তি ও ইতিহাস: বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে সরকার ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন’ পাস করে এই সংস্থাটি গঠন করে। এর মাধ্যমে পূর্বতন পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের অবকাঠামো ও জনবলকে নতুনভাবে সংগঠিত করে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান-ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

 

সদর দপ্তর ও শাখা অফিসসমূহ: পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁও-এ অবস্থিত। এছাড়া ঢাকার বাইরে সাভার, চট্টগ্রাম, রাজশাহী, রূপপুর (ঈশ্বরদী), খুলনাসহ বিভিন্ন স্থানে এর গবেষণা প্রতিষ্ঠান, রিসার্চ রিয়্যাক্টর, ট্রেনিং সেন্টার ও ফিল্ড অফিস রয়েছে।

 

পদের সংখ্যা:  ১২ টি

 

লোকবল নেবে: ১৮২ জন

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


পরমাণু শক্তি কমিশন -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 


পরমাণু শক্তি কমিশন -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।



পরমাণু শক্তি কমিশন -নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।




সূত্র: পরমাণু শক্তি কমিশন, Teletalk Jobs

 

আবেদন করুন: https://baec.teletalk.com.bd

 

আবেদনের প্রক্রিয়া:

আবেদনের নিয়মাবলি:

নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণযোগ্য:

১। দরখাস্ত দাখিলের ক্রমিক নং ০১, ০২, ০৫, ০৬, ০৯, ১০ ও ১২ নম্বর পদে আবেদনকারীর বয়স ২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নং ১১ নম্বর পদের জন্য বয়সসীমা ১৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারিত। অন্যদিকে, ক্রমিক নং ০৩, ০৪, ০৭ ও ০৮ নম্বর পদে বয়সসীমা ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স সংক্রান্ত ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

২। প্রার্থী নির্বাচনের সময় সরকারের বিদ্যমান বিধি-বিধান, নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করা হবে।

 

৩। যে সকল প্রার্থী শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন (অ্যাপিয়ার্ড), কিন্তু এখনও উত্তীর্ণ হননি, তারা আবেদন করার অযোগ্য।

 

৪। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী মেধা কোটা, মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানদের কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা এবং তৃতীয় লিঙ্গের কোটা সংরক্ষিত থাকবে।

 

৫। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে পদবী, বেতন স্কেল ও মূল বেতন উল্লেখ করতে হবে।

 

৬। চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে প্রার্থীকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন বিভিন্ন কেন্দ্র/প্রতিষ্ঠান/ইনস্টিটিউটে কাজ করতে হবে।

 

৭। নিয়োগ পরীক্ষার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

৮। কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা পরিবর্তন বা নিয়োগ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

 

৯। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

১০। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নয়—এমন যেকোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রযোজ্য বিধি-বিধান কার্যকর হবে।

 

১১। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ওয়েবসাইট www.baec.gov.bd থেকে জানা যাবে।

 

পরমাণু শক্তি কমিশন - প্রতিষ্ঠানের কার্যক্রম ও বৈশিষ্ট্য:

প্রতিষ্ঠানের আইন ও বিধিবিধান

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৮’ অনুযায়ী এ সংস্থাটি পরিচালিত হয়। এই আইনের আওতায় কমিশনের কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, গবেষণা নিরাপত্তা, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নির্ধারিত হয়েছে।

 

প্রধান কার্যক্রম ও বৈশিষ্ট্য

  • পরমাণু গবেষণা: পারমাণবিক পদার্থ, বিকিরণ, ইলেকট্রনিক্স ও নিউক্লিয়ার রিএক্টর বিষয়ক গবেষণা পরিচালনা।
  • পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রযুক্তিগত দিক তদারকি।
  • চিকিৎসা ও স্বাস্থ্য খাত: রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসায় আইসোটোপ ব্যবহার এবং চিকিৎসা কেন্দ্র পরিচালনা।
  • কৃষি ও খাদ্য: রেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে বীজের গুণগত মান উন্নয়ন ও খাদ্য সংরক্ষণে সহায়তা।
  • শিল্প খাত: রেডিওগ্রাফি ও নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং এর মাধ্যমে শিল্প পণ্যের মান নিয়ন্ত্রণ।
  • নিরাপত্তা ও প্রশিক্ষণ: পরমাণু নিরাপত্তা বিধান, বিকিরণ নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ প্রদান।

 

আন্তর্জাতিক সহযোগিতা: কমিশনটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সদস্য হিসেবে বিভিন্ন প্রকল্পে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা পেয়ে থাকে। এছাড়াও ভারত, রাশিয়া, জাপান, কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা রয়েছে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ও পরিচালনা
  • পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি
  • নিউক্লিয়ার প্রযুক্তি ভিত্তিক আরো গবেষণা কেন্দ্র স্থাপন
  • মানবসম্পদ উন্নয়নে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ
  • পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ সুরক্ষায় আধুনিকায়ন
  • বিজ্ঞানমনস্ক জনগোষ্ঠী তৈরিতে সচেতনতামূলক প্রোগ্রাম

 

যোগাযোগের ঠিকানা

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
কমিশন ভবন, আগারগাঁও প্রশাসনিক এলাকা,
শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ
ওয়েবসাইট: www.baec.gov.bd
ই-মেইল: info@baec.gov.bd

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: পরমাণু শক্তি কমিশন নিয়োগ ২০২৫, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চাকরি, BAEC job circular 2025, পরমাণু শক্তি কমিশনের নতুন চাকরি, পরমাণু শক্তি কমিশনের শূন্য পদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় চাকরি, সরকারি চাকরির সার্কুলার ২০২৫, পরমাণু শক্তি বিভাগে চাকরি, nuclear energy commission job Bangladesh, পরমাণু কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি pdf, চাকরির খবর ২০২৫, govt job circular 2025 Bangladesh, Bangladesh Atomic Energy Commission job, bd govt job today, বিজ্ঞানভিত্তিক সরকারি চাকরি, শিক্ষিত বেকারের চাকরির সুযোগ, চাকরি বিজ্ঞপ্তি পরমাণু শক্তি কমিশন, bdjobs govt, চাকরির খবর নতুন নিয়োগ, পরমাণু শক্তি নিয়োগ ফরম

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments