ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন
কোম্পানিতে চাকরির সুযোগ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
(ডিপিডিসি) বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে থেকে ০১টি ব্যবস্থাপনা পরিচালক পদে
চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন আহ্বান করছে। নিয়োগ সর্বোচ্চ তিন বছর মেয়াদের
জন্য হবে এবং বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে চুক্তি দুইবার
আরও তিন বছর মেয়াদের জন্য বাড়ানো হতে পারে, তবে বয়সসীমা ৬৫ বছর অতিক্রম করতে পারবে না।
পদের নাম ও সংখ্যা: ব্যবস্থাপনা পরিচালক
- ০১টি পদ
পদের দায়িত্ব: ব্যবস্থাপনা পরিচালক
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বোর্ড অফ ডিরেক্টরস-এর কাছে
দায়িত্বশীল থাকবেন। তিনি কোম্পানির ব্যবস্থাপনা দলের নেতৃত্ব দেবেন এবং সার্বিক
প্রশাসন, কর্পোরেট পরিকল্পনা, ব্যবসা উন্নয়ন, আইন-কানুন ও বিধিমালা মেনে চলা, এবং কোম্পানির
সুষ্ঠু পরিচালনার দায়িত্ব পালন করবেন। এছাড়াও, তিনি সকল
প্রযুক্তিগত, আর্থিক, কল্যাণমূলক দিক
তদারকি করবেন, দাতাদের ও উন্নয়ন অংশীদারদের সাথে প্রকল্প
অর্থায়ন নিয়ে আলোচনা করবেন এবং কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তকরণ নিশ্চিত
করবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
ক) সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক অথবা
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/অর্থনীতি/ম্যানেজমেন্ট/ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।
খ) গ্রেডিং সিস্টেমে পাশ করলে ৫ স্কেলের মধ্যে ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ৪
স্কেলের মধ্যে ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। ক্লাস/ডিভিশন পদ্ধতিতে পাশ করলে
ন্যূনতম সেকেন্ড ক্লাস/ডিভিশন থাকতে হবে। শিক্ষা জীবনে কখনো তৃতীয় বিভাগ
গ্রহণযোগ্য হবে না।
গ) সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে
কমপক্ষে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদের (ন্যাশনাল পে স্কেল গ্রেড ৪ বা তার উপর)
অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষত পাওয়ার সেক্টরে।
ঘ) পাওয়ার সেক্টরের রাষ্ট্রীয় কোম্পানিতে কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে
হবে, যার মধ্যে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদের (চিফ ইঞ্জিনিয়ার বা সমতুল্য)
অভিজ্ঞতা থাকতে হবে।
ঙ) বেসরকারি সেক্টরে কমপক্ষে ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে,
যার মধ্যে ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট বা নেতৃত্বদান পদের অভিজ্ঞতা
থাকতে হবে এবং অভিজ্ঞতা সনদে বিস্তারিত কাজের দায়িত্বের বর্ণনা থাকতে হবে।
চ) সংশ্লিষ্ট সরকারি বিধি-নিয়ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
ছ) কোম্পানি আইন, শ্রম আইন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট
(টিকিউএম), টোটাল প্রোডাক্টিভ মেইনটেন্যান্স (টিপিএম),
কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
জ) অংশগ্রহণমূলক নেতৃত্বের দক্ষতা থাকতে হবে এবং কর্পোরেট ম্যানেজমেন্টে
যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
ঝ) ইংরেজি ও বাংলা ভাষায় তথ্য স্পষ্টভাবে ব্যক্ত করার দক্ষতা থাকতে হবে, সমর্থক ও
শ্রোতাদের কাছে প্রভাবশালী উপস্থাপনা এবং সংক্ষিপ্ত ও প্রাঞ্জল লেখার দক্ষতা থাকতে
হবে।
ঞ) বিদ্যুৎ শিল্প, বিধান, বাজারের গতিবিধি ও প্রযুক্তিগত
অগ্রগতি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।
ট) আর্থিক ব্যবস্থাপনা, ক্রয়-বিক্রয়, কৌশলগত পরিকল্পনা এবং
অপারেশনাল ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে।
ঠ) বড় প্রকল্প পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে, পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে সক্ষম হতে হবে; প্রকল্প
ব্যবস্থাপনা পেশাদার (PMP) সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার
দেয়া হবে।
ড) সরকারী সংস্থা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি বিনিয়োগকারীদের সাথে সফল আলোচনার
দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ৫০ বছর, সর্বোচ্চ ৬২
বছর (২৩.০৭.২০২৫ তারিখে)।
বেতন ও সুবিধাদি: মৌলিক বেতন মাসে ১,৭৫,০০০ টাকা (এক লক্ষ পঁচাত্তর হাজার) ও আবাসনের ব্যবস্থা (যদি না পাওয়া যায়
তবে ৫০% ভাড়া ভাতা দেওয়া হবে), বছরে দুইটি উৎসব বোনাস,
বাংলা নববর্ষ ভাতা (মৌলিক বেতনের ২০%), কনট্রিবিউটরি
প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি
শেষে অর্থায়ন, গ্র্যাচুইটি এবং অন্যান্য আইনানুগ ভাতা।
চিকিৎসা ব্যয় কোম্পানির নীতি অনুযায়ী সর্বোচ্চ ৩ মাসের বেতনের
সমপরিমাণ প্রদান করা হবে। পরিপূর্ণ সময়ের জন্য গাড়ি ও ড্রাইভার কোম্পানি প্রদান
করবে। আয়কর কর্মচারীর দায়িত্ব। বেতন কাঠামো পরিবর্তনযোগ্য।
আবেদনের শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র ডিপিডিসির অনলাইন
আবেদন ব্যবস্থার মাধ্যমে আবেদন করবেন। আবেদন ফরমে সাম্প্রতিক ছবি, স্বাক্ষর,
জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট, সকল শিক্ষাগত ও
অভিজ্ঞতার সনদ স্ক্যানকপি আপলোড করতে হবে। আবেদন ফরম পুরণের আগে ওয়েবসাইটের
নির্দেশিকা অবশ্যই পড়বেন। ওয়েবসাইট: www.dpdc.gov.bd
২। আবেদন ফি ৩,০০০ টাকা (তিন হাজার) 'রকেট' মোবাইল ব্যাংকিং বা 'নগদ'
ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।
৩। আবেদন করার শেষ তারিখ ২১.০৮.২০২৫।
৪। সরকারি/অর্ধ-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে
কর্মরত প্রার্থীরা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করবেন।
৫। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের
সাক্ষাৎকারে ডাকা হবে। কোন প্রকার প্রভাব বিস্তার গ্রহনযোগ্য নয়। কর্তৃপক্ষ যেকোনো
আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং তার জন্য কোন ব্যাখ্যা
দেবে না।
ঠিকানা: ডেপুটি জেনারেল
ম্যানেজার, এমপ্লয়ি ম্যানেজমেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন), বিদ্যুৎ
ভবন (৩য় তলা), ১, আবদুল গণি রোড,
ঢাকা-১০০০।
নিয়োগ বিজ্ঞপ্তি:
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন
কোম্পানি- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত
অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: ঢাকা পাওয়ার
ডিস্ট্রিবিউশন কোম্পানি, The Daily Prothom Alo(Thursday, July 24, 2025)
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: ঢাকা পাওয়ার
ডিস্ট্রিবিউশন কোম্পানি চাকরি, ডিপিডিসি
নিয়োগ ২০২৫, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়োগ বিজ্ঞপ্তি,
DPDC job circular, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন
লিমিটেড চাকরির খবর, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন চাকরির সুযোগ,
DPDC career opportunity, বাংলাদেশ পাওয়ার কোম্পানি চাকরি, পাওয়ার সেক্টর চাকরি বাংলাদেশ, ঢাকা পাওয়ার
ডিস্ট্রিবিউশন নিয়োগ ফরম, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন
অফিসিয়াল ওয়েবসাইট, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নতুন
চাকরি, পাওয়ার সেক্টরে উচ্চ পদে চাকরি, DPDC managing
director job circular, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ
২০২৫, বিদ্যুৎ সেক্টর চাকরি, বাংলাদেশ
পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড চাকরি, সরকারি পাওয়ার কোম্পানি
চাকরি, DPDC job application, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন
কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments