Acted এ প্রজেক্ট ম্যানেজার নিয়োগ
১. পদের নাম: প্রজেক্ট
ম্যানেজার – ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস ও রেসপন্স (EPR)
যোগদানের তারিখ: যত দ্রুত সম্ভব (ASAP)
চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ: ১৭ জুলাই ২০২৫
কর্মস্থল: কক্সবাজার
চুক্তির ধরন: পূর্ণকালীন/চুক্তিভিত্তিক
বেতন: ১,২০,০০০ - ১,২৫,০০০ টাকা
জাতিগত সংখ্যালঘু, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিবর্গ ও নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
২. পদের নাম: সিনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
যোগদানের সময়: যত দ্রুত সম্ভব (ASAP)
চুক্তির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ: ১৭ জুলাই ২০২৫
কর্মস্থল: কক্সবাজার
চুক্তির ধরন: পূর্ণকালীন / চুক্তিভিত্তিক
বেতন: ৫৮,০০০ - ৬১,০০০ টাকা
জাতিগত সংখ্যালঘু, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিবর্গ (PWSN) ও নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
Acted সংস্থার পরিচিতি:
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত Acted একটি
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা বিশ্বব্যাপী ৪০টি সংকটাপন্ন
দেশে জরুরি সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির ৭,০০০ জন দেশীয় ও ৪০০ জন আন্তর্জাতিক কর্মী রয়েছে, যারা
বছরে প্রায় ৫০০টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২ কোটিরও বেশি মানুষের জীবনমান
উন্নয়নে কাজ করছে। “Think Local, Act Global” এবং “3Zero”
(Zero Exclusion, Zero Carbon, Zero Poverty) নীতিমালার আলোকে
সংস্থাটি স্থানীয় চাহিদা অনুযায়ী টেকসই উন্নয়নে কাজ করে থাকে।
বাংলাদেশে ২০১৭ সাল থেকে Acted রোহিঙ্গা
শরণার্থী সংকটে সাড়া দিতে সাইট ম্যানেজমেন্ট, প্রাকৃতিক
সম্পদ ব্যবস্থাপনা, কমিউনিটি প্রটেকশন, তথ্য ব্যবস্থাপনা, জলাধার ব্যবস্থাপনা,
SuLMER, EPR, CDCS এবং CL এর মতো খাতে কাজ করে
যাচ্ছে।
কোড অব কন্ডাক্ট: সব কর্মীকে
নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করতে হবে:
- শিশুর সুরক্ষা নীতি
- কোড অব কন্ডাক্ট
- সন্ত্রাসবাদ ও জালিয়াতি বিরোধী নীতি
- তথ্য সুরক্ষা নীতি
- বৈষম্যবিরোধী নীতি
- স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা
- যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধ নীতিমালা
- গোপনীয়তার নীতি
Acted যৌন নিপীড়ন, শোষণ
ও হয়রানি বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে।
মূল দায়িত্ব ও করণীয়:
প্রকল্প পরিকল্পনা:
- প্রকল্প বাস্তবায়ন কৌশল তৈরি, মূল্যায়ন,
প্রশিক্ষণ পরিকল্পনা, সরঞ্জাম ও পদ্ধতি
উন্নয়ন
- স্থানীয় কর্তৃপক্ষ, CiC ও অন্যান্য অংশীদারদের
অনুমোদন গ্রহণ
- MEAL এবং PD টিমের সঙ্গে মূল্যায়ন ও
প্রতিবেদন প্রস্তুত
- ঝুঁকি মূল্যায়ন, জরুরি সরবরাহ প্রস্তুতি, প্রশিক্ষণ সামগ্রী তৈরী
প্রকল্প বাস্তবায়ন
তত্ত্বাবধান:
- ৩৩টি ক্যাম্পে প্রকল্প বাস্তবায়নের তত্ত্বাবধান
- মাঠকর্মীদের প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ
- স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয়
- জরুরি পরিস্থিতিতে সমন্বয় ও প্রতিক্রিয়া প্রদান
ব্যবস্থাপনা:
- প্রকল্প বাজেট ব্যবস্থাপনা
- ক্রয় পরিকল্পনা ও সরঞ্জাম ব্যবস্থাপনা
- মানবসম্পদ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন
- নিরাপত্তা ও গুণগত মান নিয়ন্ত্রণ
রিপোর্টিং ও নথিপত্র:
- প্রকল্প সম্পর্কিত সকল রিপোর্ট, দলিল ও
ডকুমেন্টেশন প্রস্তুত
- যোগাযোগ ও প্রচার সংক্রান্ত সামগ্রী প্রস্তুত
- ইভালুয়েশন রিপোর্ট, কেস স্টাডি ও সাফল্যের গল্প
প্রস্তুত
স্টেকহোল্ডার ব্যবস্থাপনা:
- UNHCR, IOM, IFRC/BDRCS, FSCD, SMS ও অন্যান্য সংস্থার
সঙ্গে সমন্বয়
- ক্যাম্প প্রশাসন, স্থানীয় নেতৃত্ব ও সম্প্রদায়ের
সঙ্গে সম্পর্ক রক্ষা
- সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাস্তবায়ন
যোগ্যতা ও দক্ষতা:
- দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন, পরিকল্পনা, সামাজিক বিজ্ঞান বা সংশ্লিষ্ট
বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী
- DRM/EPR-সংক্রান্ত প্রকল্প ব্যবস্থাপনায় অন্তত ৩ বছরের
অভিজ্ঞতা
- সরাসরি জাতীয় কর্মী ব্যবস্থাপনায় কমপক্ষে ৩ বছরের
অভিজ্ঞতা
- দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়ায় বিশেষ
দক্ষতা
- কমিউনিটি এনগেজমেন্ট ও নারী ক্ষমতায়নে আগ্রহ
- ইংরেজিতে সাবলীল
প্রয়োজনীয় যোগ্যতা ও কারিগরি দক্ষতা
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, উন্নয়ন
অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন,
জেন্ডার স্টাডিজ, মনোবিজ্ঞান, সমাজকর্ম বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
নির্বাচন সংক্রান্ত মানদণ্ড
- মানবিক বা উন্নয়ন খাতে (CBP বা
প্রটেকশন সেক্টরে) ন্যূনতম ২-৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজি ভাষায় সাবলীল (লিখিত ও কথ্য উভয় ক্ষেত্রে)।
- মানবিক বা উন্নয়ন সংস্থার সঙ্গে পূর্ববর্তী কাজের
অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- শক্তিশালী সংগঠনিক দক্ষতা থাকতে হবে।
- মাঠ পর্যায়ের টিম, স্থানীয় কর্তৃপক্ষ এবং
স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করার সক্ষমতা থাকতে হবে।
- অংশগ্রহণমূলক ও কমিউনিটি-ভিত্তিক পদ্ধতি বাস্তবায়নে
অংশীদারদের সক্ষমতা বৃদ্ধির জন্য গাইডলাইন ও টুল ব্যবহারে দক্ষ হতে হবে।
- কমিউনিটিকে প্রতিনিধি ও সমন্বয় কাঠামো গঠনে সহায়তা
করার সক্ষমতা থাকতে হবে।
- মানবিক সুরক্ষা নীতিমালা ও মানদণ্ডের উপর দৃঢ় ধারণা
থাকতে হবে।
- সুরক্ষা কার্যক্রম, কমিউনিটি-ভিত্তিক
প্রোগ্রামিং এবং সুরক্ষা পর্যবেক্ষণের সাথে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- টিমের সঙ্গে এবং এককভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
চাপের মধ্যে একাধিক কাজ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
- একাধিক ফিল্ড অবস্থানে একসঙ্গে কাজ তত্ত্বাবধান করার
মানসিকতা ও দক্ষতা থাকতে হবে।
- ইতিবাচক মনোভাব ও নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে।
- রোহিঙ্গা সঙ্কটে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে
অগ্রাধিকার দেওয়া হবে।
- শরণার্থী ক্যাম্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে হবে
এবং কাজের বেশিরভাগ সময় ফিল্ড পর্যায়ে ব্যয় করতে হবে।
- বহুসাংস্কৃতিক পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতে
হবে।
- নিজের ও টিমের জন্য ধারাবাহিকভাবে শেখার প্রক্রিয়ায়
বিশ্বাসী হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র অবশ্যই
ইংরেজিতে লিখতে হবে। আবেদন ফরম (এখান থেকে ডাউনলোড করতে হবে), সিভি ও কভার
লেটার সহ ২৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ইমেইলে পাঠাতে হবে: bangladesh.jobs@acted.org
বিষয় লাইনে লিখতে হবে: “Application for Project
Manager – EPR” সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের ফোনে যোগাযোগ করা
হবে।
কোনো পর্যায়ে অর্থ বা ফি
প্রদানের প্রয়োজন নেই।
© স্বত্বাধিকার
সংরক্ষিত - এই অনুবাদটি Acted সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তির
তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি:
Acted- নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: Acted
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: Acted প্রজেক্ট
ম্যানেজার নিয়োগ, Acted বাংলাদেশ চাকরি, কক্সবাজার NGO চাকরি, Rohingya project
manager job, Project manager চাকরি 2025, কক্সবাজার
প্রজেক্ট ম্যানেজার নিয়োগ, কক্সবাজার এনজিও নিয়োগ
বিজ্ঞপ্তি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস চাকরি,
Disaster management project manager job, humanitarian project manager চাকরি, NGO project manager job circular, Acted চাকরির
খবর, Project manager নিয়োগ বিজ্ঞপ্তি, রোহিঙ্গা ক্যাম্পে কাজের চাকরি, emergency response চাকরি
বাংলাদেশ, কক্সবাজারে এনজিওর চাকরি, senior project
manager job bangladesh, humanitarian sector job in bangladesh, emergency
preparedness job circular, project manager job bd 2025, NGO job circular today,
NGO job in Cox’s Bazar, DRR project manager job, Disaster Risk Reduction job,
Rohingya response job Bangladesh, latest ngo job circular 2025, নতুন
এনজিও চাকরি ২০২৫, কমিউনিটি ডেভেলপমেন্ট চাকরি, NGO
management job, NGO project management job in Bangladesh, NGO jobs Cox's Bazar
2025.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments