IIUC এর শূন্য পদে
নিয়োগ বিজ্ঞপ্তি
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC)
কুমিরা, চট্টগ্রাম-৪৩১৮
ফোন: +৮৮০২৩৩৪৪৬১৯০০-৭, এক্সটেনশন: ১০৫২,
১০৪২-৪৫
ই-মেইল: info@iiuc.ac.bd
| ওয়েবসাইট: www.iiuc.ac.bd
প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে
নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্যঃ
A) সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক:
- আরবি ভাষা ও সাহিত্য (পুরুষ) – ০১ জন
- সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরুষ) – ০১ জন
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (পুরুষ) – ০৩ জন (AI, ML, NLP, IoT,
Software Engineering, Software Development, Computer Vision & Image
Processing, Cyber Security, Computer Security - এ বিশেষজ্ঞ
প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)
B) সহকারী অধ্যাপক:
- CGED বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (পুরুষ) – ০১ জন
C) প্রভাষক:
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (পুরুষ/মহিলা) – ০৭ জন
- কম্পিউটার ও যোগাযোগ প্রকৌশল (EEE) (পুরুষ)
– ০১ জন
- ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
(পুরুষ) – ০১ জন
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) (মহিলা
– ০১ জন) [ছুটিকালীন শূন্যপদ]
- ম্যানেজমেন্ট (পুরুষ) – ০১ জন
- মানবসম্পদ ব্যবস্থাপনা (HRM) (পুরুষ)
– ০১ জন
- আইন বিভাগ (পুরুষ) – ০১ জন
- অর্থনীতি ও ব্যাংকিং (অর্থনীতি) (পুরুষ) – ০১ জন
- ফাইন্যান্স (মহিলা – ০১ জন) [ছুটিকালীন শূন্যপদ]
- হিসাববিজ্ঞান (পুরুষ – ০১ জন) [ছুটিকালীন শূন্যপদ]
- সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরুষ – ০১ জন) [ছুটিকালীন
শূন্যপদ]
- আরবি ভাষা ও সাহিত্য (মহিলা – ০১ জন)
- CGED বিভাগ: আরবি (মহিলা – ০১ জন)
D) উপ-সহকারী আইটি অফিসার (মহিলা): ০১ জন
E) প্রশাসনিক সহকারী (পুরুষ): ০৩ জন (DBA,
CSE ও QSIS বিভাগের জন্য)
F) মেডিকেল সহকারী (পুরুষ): ০১ জন
G) ইঞ্জিন মেকানিক/মেকানিক হেলপার (পুরুষ):
০২ জন (চুক্তিভিত্তিক)
যোগ্যতা ও অভিজ্ঞতা: উল্লেখিত সকল পদের
জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা IIUC ওয়েবসাইটে (www.iiuc.ac.bd/home/career) দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি: IIUC ওয়েবসাইট
থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত
সনদ, নম্বরপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রসহ তিন সেট
আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে A-C ক্যাটাগরির জন্য
৫০০/- টাকা এবং D-F ক্যাটাগরির জন্য ২০০/- টাকার ব্যাংক
ড্রাফট (IBBL, চকবাজার শাখা, চট্টগ্রাম
অনুকূলে) অথবা বিশ্ববিদ্যালয়ের ACFD বিভাগে নগদ রশিদের কপি
সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র অবশ্যই ০৬ আগস্ট ২০২৫ তারিখের
মধ্যে পৌঁছাতে হবে। খামের উপর অবশ্যই প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে।
যেসব প্রার্থী ইতোমধ্যে চাকরিতে নিয়োজিত আছেন, তাদের যথাযথ
কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনে লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে এবং
শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
IIUC-নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ - প্রার্থীদের অবশ্যই
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: IIUC,
আবেদন করুন: সরাসরি/ডাকযোগে
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চাকরি ২০২৫, IIUC নিয়োগ
বিজ্ঞপ্তি, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় চাকরি, ইসলামিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ, CSE শিক্ষক
নিয়োগ ২০২৫, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
চাকরি, সাব-অ্যাসিস্ট্যান্ট আইটি অফিসার নিয়োগ, IIUC চাকরির আবেদন ফরম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরির
সুযোগ, AI/ML শিক্ষক নিয়োগ, NLP প্রফেসর
চাকরি, Lecturer চাকরি CSE, ইঞ্জিন
মেকানিক নিয়োগ IIUC, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি চাকরি,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ, HRM প্রভাষক
নিয়োগ, IIUC চাকরির শেষ তারিখ, চট্টগ্রামে
প্রাইভেট ইউনিভার্সিটি চাকরি, IIUC application form, IIUC career page,
iiuc.ac.bd job circular 2025
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments