বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ
দিন – ২০২৫ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত
যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিচে উল্লেখ করা হলো:
যোগ্যতা:
১. বয়সসীমা:
- ০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে
২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
- সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩
বছর।
২. শারীরিক যোগ্যতা:
শারীরিক
বৈশিষ্ট্য |
পুরুষ |
মহিলা |
উচ্চতা |
১.৬৩
মিটার (৫’৪”) |
১.৫৫
মিটার (৫’১”) |
ওজন* |
৫৪
কেজি (১২০ পাউন্ড) |
৪৬
কেজি (১০০ পাউন্ড) |
বুকের
মাপ |
৩০”-৩২” |
২৮”-৩০” |
* বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত স্কেলের
বেশি ওজন হলে আবেদন বাতিল হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা:
- জাতীয় মাধ্যম: এসএসসি/এইচএসসি যেকোনো
একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে কমপক্ষে জিপিএ ৪.৫০।
- ইংরেজি মাধ্যম:
- ‘O’ লেভেল: ৬টি বিষয়ের মধ্যে ৩টি A ও
৩টি B।
- ‘A’ লেভেল: ২টি বিষয়ের মধ্যে উভয়টিতে B বা একটি A ও একটি B।
- ২০২৫ সালের পরীক্ষার্থী: এসএসসিতে জিপিএ ৫.০০
এবং ‘O’ লেভেলে ৩টি A ও ৩টি B থাকতে
হবে।
৪. বৈবাহিক অবস্থা: আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত
হতে হবে।
৫. জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী
নাগরিক হতে হবে।
অযোগ্যতার কারণসমূহ:
১. সরকারী বা সামরিক চাকরি থেকে অপসারিত/বরখাস্ত/স্বেচ্ছায় পদত্যাগ করলে।
২. ISSB পরীক্ষায় দুইবার স্ক্রীনড আউট অথবা
দুইবার রিজেক্টেড হলে (একবার স্ক্রীনড আউট ও একবার রিজেক্টেডরা আবেদন করতে
পারবেন)।
৩. কোনো ফৌজদারি মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে।
৪. সেনা, নৌ বা বিমান বাহিনীর মেডিকেল বোর্ডে
অযোগ্য বিবেচিত হলে।
৫. চোখের দৃষ্টিশক্তি ২.৫ ডাইঅপ্টারের বেশি হলে বা বিষম দৃষ্টি ১.০
ডাইঅপ্টারের বেশি হলে।
৬. ১৮ বছর বয়সের আগে ল্যাসিক (LASIK) অপারেশন
করলে বা অপারেশনের পর ৩ মাস পার না হলে।
৭. দ্বৈত নাগরিকত্ব থাকলে বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি
থাকলে।
৮. আবেদনপত্রে মিথ্যা তথ্য প্রদান করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আবেদনের নিয়মাবলি:
- আবেদন শুরু: ২৯ জুলাই ২০২৫
- আবেদন শেষ: ১৮ অক্টোবর ২০২৫
- আবেদন ওয়েবসাইট: https://join.army.mil.bd
- ফি পরিশোধ:
- আবেদন ফি: ১০০০ টাকা
- রেজিস্ট্রেশন ফি: ১০০০ টাকা
- মোট: ২০০০ টাকা (অফেরৎযোগ্য)
- পেমেন্ট মাধ্যম: টেলিটক, Bkash, Nagad,
VISA/Mastercard, Rocket ইত্যাদি।
আবেদন সম্পন্ন করার পরপরই প্রাথমিক
সাক্ষাৎকারের কল-আপ লেটার ডাউনলোড করা যাবে।
সাহায্য ও যোগাযোগ:
- সাপোর্ট নম্বর: +৮৮০১৭১৩১৬১৯৭৯
- ইমেইল: joinarmy.helpdesk@gmail.com
বাংলাদেশ সেনাবাহিনী- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী- প্রার্থীদের অবশ্যই
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনী, বিজ্ঞপ্তি
সূত্রঃ দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট ২৯ জুলাই
২০২৫
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
সার্চ কী: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫, বাংলাদেশ আর্মি নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনী চাকরি সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনীতে
নতুন চাকরি, বাংলাদেশ আর্মি জব সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনী জব আপডেট, army job circular 2025, join
bangladesh army, সেনাবাহিনীতে চাকরির সুযোগ, বাংলাদেশ
মিলিটারি চাকরি, bangladesh army new recruitment, সেনাবাহিনী
নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট, বাংলাদেশ আর্মি অনলাইন আবেদন,
সেনাবাহিনীতে চাকরি কিভাবে পাবেন, বাংলাদেশ
সেনাবাহিনী নিয়োগ তথ্য, joinarmy army mil bd, bangladesh army circular
today, সরকারি চাকরি সার্কুলার, সেনাবাহিনী
ট্রেইনিং প্রোগ্রাম
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments