এসএমসি এন্টারপ্রাইজে আবেদন করুন
স্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত
পদে জনবল নিয়োগের জন্য এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড আবেদন আহ্বান করছে:
পদের নাম: ম্যানেজার, ডিমান্ড
প্ল্যানিং ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট
দায়িত্বসমূহ:
- নিরবিচ্ছিন্ন
মালামাল ও প্রস্তুত পণ্যের সরবরাহ নিশ্চিত করা:
কাঁচামাল, প্যাকেজিং এবং প্রস্তুত পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা। উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়ায় কোন ঘাটতি এড়াতে সরবরাহ সময়, পরিবহন বিলম্ব এবং উৎপাদন চক্র বিবেচনা করে সময়মতো অর্ডার প্রদান করতে হবে। - উপকরণ পরিকল্পনা
ও খরচ নিয়ন্ত্রণ:
উৎপাদন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ উপকরণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। ইনভেন্টরি কমিয়ে সেবা মান বজায় রেখে কার্যকর খরচ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। - S&OP কার্যক্রম
বাস্তবায়ন:
উৎপাদন, বিক্রয়, বিপণন, ক্রয় ইত্যাদি বিভাগের সাথে মাসিক মিটিং পরিচালনা করে চাহিদা পূর্বাভাস, সরবরাহ সীমাবদ্ধতা ও ইনভেন্টরির অবস্থা পর্যালোচনা করতে হবে। - উৎপাদন
পরিকল্পনা ও টোল ম্যানুফ্যাকচারিং সমন্বয়:
কাঁচামাল, উৎপাদন সক্ষমতা এবং বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন পরিকল্পনা তৈরি করতে হবে। - ইনভেন্টরি
পূর্বাভাস ও বার্ষিক পরিকল্পনা:
কাঁচামাল ও প্রস্তুত পণ্যের জন্য বার্ষিক এবং চলমান ইনভেন্টরি পরিকল্পনা তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে হবে। - ইনভেন্টরি
নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়ন:
নিরাপত্তা মজুত, পুনঃঅর্ডার পয়েন্ট ইত্যাদি নির্ধারণ করে সঠিক নিয়ন্ত্রণ ও উন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। - ক্রয় বিভাগের
সহযোগিতা ও কৌশলগত তথ্য প্রদান:
স্টক অবস্থা, খরচের প্রবণতা এবং বিপণন পূর্বাভাস সরবরাহ করে ক্রয় বিভাগকে সহায়তা করতে হবে। - ব্যতিক্রম
ব্যবস্থাপনা ও সমস্যার সমাধান:
ডেলিভেরি বিলম্ব বা ঘাটতি হলে সমস্যা চিহ্নিত করে সমাধান নিশ্চিত করতে হবে। - ডিজিটাল
ইনভেন্টরি সিস্টেম ও আইটি সমন্বয়:
SAP ERP/MRP প্ল্যাটফর্মের যথাযথ ব্যবহারের মাধ্যমে ইনভেন্টরি ব্যবস্থাপনা উন্নত করতে হবে। - ইনভেন্টরি
রিপোর্টিং ও কেপিআই ব্যবস্থাপনা:
স্টক বৃদ্ধির হার, পুরনো স্টক, পূর্বাভাসের নির্ভুলতা, ইনভেন্টরি টার্নওভার ইত্যাদি সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে হবে। - অন্যান্য কাজ:
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত যেকোনো কার্যক্রম সম্পন্ন করতে হবে।
যোগ্যতা:
- যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (MBA, BSc in IPE/CSE/SCM
প্রাধান্য পাবে)।
- ডিমান্ড প্ল্যানিং ও ইনভেন্টরি ম্যানেজমেন্ট/সাপ্লাই
চেইন ম্যানেজমেন্টে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা।
- বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।
প্রয়োজনীয় দক্ষতা:
- পূর্বাভাস ও বিশ্লেষণ দক্ষতা
- কার্যকর পরিকল্পনা ও খরচ নিয়ন্ত্রণ দক্ষতা
- ব্যবসায়িক বোধ ও কৌশলগত চিন্তা
- ডিজিটাল প্ল্যাটফর্ম ও সিস্টেম পরিচালনা সক্ষমতা
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫
আবেদনের লিংক: https://hotjobs.bdjobs.com/jobs/smcel/smcel178.htm
বিশেষ দ্রষ্টব্য:
- SMC EL HR যে কোনো আবেদন বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- প্রার্থীদের বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করতে
হবে।
- নির্বাচিতদের সঙ্গে কেবল যোগাযোগ করা হবে।
- প্রার্থীর পক্ষে তদবির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি:
এসএমসি এন্টারপ্রাইজ- নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৫ - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত
অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: এসএমসি
এন্টারপ্রাইজ, bdjobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: এসএমসি এন্টারপ্রাইজ
নিয়োগ, SMC Enterprise job
circular, এসএমসি তে চাকরি ২০২৫, ডিমান্ড
প্ল্যানিং ম্যানেজার চাকরি, inventory management job bd, SMC Enterprise
job apply, SMC Enterprise vacancy, SMC latest job circular, supply chain
management job Bangladesh, manager level job circular, SAP ERP job bd, সাপ্লাই চেইন ম্যানেজার নিয়োগ বিজ্ঞপ্তি, কাঁচামাল
ব্যবস্থাপনা চাকরি, warehouse management job bd, SMC চাকরি
আবেদন, management job in SMC, SMC কোম্পানিতে চাকরি,
শিল্প প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি, manager demand planning
job Bangladesh, senior manager job circular bd, SMC recruitment 2025, apply SMC
jobs, supply chain career opportunity, inventory control job circular, SMC
career ২০২৫, এসএমসি কোম্পানিতে নিয়োগ,
SAP job opportunity Bangladesh, corporate manager job in dhaka, management job
in multinational company.
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments