Type Here to Get Search Results !

আর.কে. এন্টারপ্রাইজ–এর সারা বাংলাদেশে থানা ও জেলা পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN, AB 0



আর.কে. এন্টারপ্রাইজএর সারা বাংলাদেশে থানা ও জেলা পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি


Core – For Human Forever

মেসার্স আর.কে. এন্টারপ্রাইজএর ব্যবস্থাপনায় ভারত থেকে আমদানিকৃত এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের বিভিন্ন মানসম্মত ভোগ্যপণ্য বাজারজাত করার জন্য সারা বাংলাদেশে ব্যাপক জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।

 

আমাদের পার্টনার প্রতিষ্ঠান ও পণ্যসমূহ

আমরা মূলত তিনটি প্রধান ক্যাটাগরির পণ্য সারাদেশে বাজারজাত করে থাকি—

১️ লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড (ভারত)

  • উন্নতমানের বিভিন্ন প্রকার গুঁড়া মসলা

২️ এ.জি. ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড

  • আয়না (AINA)” ব্র্যান্ডের সাবান, ডিটারজেন্ট ও অন্যান্য কনজুমার পণ্য

৩️ পাবন ফুডস লিমিটেড

  • আটা, ময়দা, সুজি ও মুড়ি

 

আমাদের নিজস্ব আমদানিকৃত পণ্যসমূহ

🌶️ আস্ত মসলা:

জিরা, মিষ্টি জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, মেথি, শুকনা মরিচসহ বিভিন্ন প্রকার মসলা

🥜 ড্রাই ফুডস:

কাজু বাদাম, কাঠ বাদাম ও কিসমিস

 

আমরা যে সুযোগ–সুবিধা প্রদান করছি

  • আকর্ষণীয় কমিশন ও বোনাস
  • নিয়মিত মার্কেটিং সহায়তা
  • ব্র্যান্ডিং সাপোর্ট (স্ট্যান্ডি, ব্যানার, পোস্টার)
  • দ্রুত ও নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহের নিশ্চয়তা

 

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি

সেলস টিমের জন্য তাৎক্ষণিক নিয়োগ

🧑‍💼 পদসমূহ ও শূন্যপদ সংখ্যা

পদের নাম

শূন্যপদ

RSM

১০ জন

ASM

১৫ জন

SO

১১৫ জন

 

শিক্ষাগত যোগ্যতা

  • RSM ASM: ন্যূনতম স্নাতক
  • SO: ন্যূনতম এইচএসসি

 

বেতন ও সুবিধা

  • বেতন আলোচনা সাপেক্ষে
  • আকর্ষণীয় বেতন কাঠামো
  • ভাতা ও বছরে ২টি বোনাস প্রদান করা হবে

 

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে

 

অফিস ঠিকানা ও যোগাযোগ

কর্পোরেট অফিস:

বিএসইসি ভবন (১১ তলা),
কারওয়ান বাজার, ঢাকা–১২১৫
📱 মোবাইল: ০১৭৩৩–৩৩৪৫৬৪

হেড অফিস:

বি–৯, বিসিক শিল্পনগরী,
আদর্শ সদর, কুমিল্লা
📱 মোবাইল: ০১৭৩৩–৩৩৪৫৩০

কুমিল্লা অফিস:

বি–৩৪, বিসিক শিল্পনগরী,
আদর্শ সদর, কুমিল্লা
📱 মোবাইল: ০১৮১৭–১১৫৯২০

 

প্রতিষ্ঠান:

এ.জি. ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড
মেসার্স আর.কে. এন্টারপ্রাইজ

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


মেসার্স আর.কে. এন্টারপ্রাইজ- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: মেসার্স আর.কে. এন্টারপ্রাইজ, bdjobs

 

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সরাসরি অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

আর.কে. এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি, RK Enterprise job circular, AG International job Bangladesh, sales job circular Bangladesh, SO job circular Bangladesh, ASM job circular BD, RSM job circular Bangladesh, FMCG sales job Bangladesh, district level sales job, thana level sales job Bangladesh, nationwide sales recruitment, marketing job Bangladesh, private company job circular BD, HSC pass job Bangladesh, graduate sales job BD, urgent job circular Bangladesh, latest private job 2026, consumer goods sales job, spice and grocery sales job, food products sales job Bangladesh


ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments