এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বহু মেডিকেল সার্ভিসেস অফিসার নিবে
চাকরির সুযোগ: মেডিকেল
সার্ভিসেস অফিসার (Medical Services Officer)
প্রতিষ্ঠান: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (ESKAYEF Pharmaceuticals Ltd.)
(US FDA, UK MHRA, EU GMP, TGA Australia, Brazil ANVISA অনুমোদিত)
মূল দায়িত্বসমূহ
- চিকিৎসক সমাজের
কাছে বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন ও প্রচার করা।
- চিকিৎসকের
প্রেসক্রিপশন এবং অর্ডার সংগ্রহের মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত
যোগ্যতা: স্নাতকোত্তর / বি. ফার্ম / স্নাতক
- বিজ্ঞানের ছাত্র
হতে হবে অন্তত এসএসসি পর্যন্ত
- বয়সসীমা:
সর্বোচ্চ ৩২ বছর
- কর্মস্থল:
বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন ও সুবিধাদি
- আকর্ষণীয় বেতন
কাঠামো
- মাসিক ও
ত্রৈমাসিক ইনসেনটিভ
- উৎসব ভাতা ও
মুনাফা বোনাস
- প্রভিডেন্ট
ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা
- বিদেশ সফরের
সুযোগ
- গ্রুপ
ইনস্যুরেন্স কভারেজ
- যাতায়াত ও ভাতা
(TA & DA)
- দক্ষতা উন্নয়ন
প্রশিক্ষণসহ আরও নানা সুযোগ
ওয়াক-ইন
ইন্টারভিউ-এর সময়সূচি
তারিখ: ০৯, ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর ২০২৫
সময়: সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত
ইন্টারভিউ-এর
ঠিকানাসমূহ
ঢাকা:
অপারেশনাল হেডকোয়ার্টার, প্লট ৮২, রোড ১৪, ব্লক বি, বনানী,
ঢাকা।
চট্টগ্রাম:
তাহের চেম্বার (৩য় তলা), ১০, আগ্রাবাদ সি/এ (লাকি প্লাজার পেছনে), চট্টগ্রাম।
সিলেট:
শফিকুন নেসা-নূর ভবন, ২৮/এ কাজিটোলা, সিলেট-৩১০০।
বরিশাল:
টিডিসিএল, ৩য় তলা, হোল্ডিং
৬৪৮, ওয়ার্ড ১৫, মেজর এম এ জলিল সড়ক,
পুরাতন নবগ্রাম রোড, বরিশাল।
রাজশাহী:
হোল্ডিং ১৫৬/১, কাদিরগঞ্জ, শহীদ নজমুল হক গার্লস হাই স্কুলের পশ্চিম পাশে, রাজশাহী।
খুলনা:
টিডিসিএল, বয়রা বাজার, আহসানউল্লাহ
সরণি, মুজগুন্নি মেইন রোড, খুলনা।
কুমিল্লা:
টিডিসিএল, ১২৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ (গুমতি
হাসপাতালের পাশে), রানীর বাজার রোড, কুমিল্লা।
ময়মনসিংহ:
৯/কা, কে.বি. ইসমাইল রোড (বুড়া পীর মাজারের
বিপরীতে), ৩য় তলা, ময়মনসিংহ।
ফরিদপুর:
হোল্ডিং #৫৫/৩, আলাউদ্দিন
খান সড়ক, আলীপুর, ফরিদপুর।
জামালপুর:
ফজিলা প্যালেস, নাট্যকার এম.এস. হুদা সড়ক,
উত্তর কাচারিপাড়া, জামালপুর।
**কক্সবাজার,
দিনাজপুর, যশোর, বগুড়া,
টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মৌলভীবাজার,
নওগাঁ, সাতক্ষীরা, নীলফামারী,
রংপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর,
ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুড়িগ্রাম,
নোয়াখালী, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর,
পটুয়াখালী প্রভৃতি জেলাতেও ইন্টারভিউ-এর ব্যবস্থা থাকবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- সদ্য তোলা
পাসপোর্ট সাইজের ছবি
- আপডেটেড সিভি (CV)
- সকল শিক্ষাগত
যোগ্যতার আসল সনদপত্র
প্রতিষ্ঠান পরিচিতি
এসকেএফ
ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SK+F) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ
প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক মানের ঔষধ উৎপাদন ও
বিপণনে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
এসকেএফ
ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SK+F) - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SK+F)
আবেদন প্রক্রিয়া: সরাসরি ইন্টারভিউ
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
মেডিকেল সার্ভিসেস অফিসার চাকরি, এসকেএফ
ফার্মাসিউটিক্যালস নিয়োগ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি
বাংলাদেশ, ফার্মাসিউটিক্যাল চাকরি ২০২৫, মেডিকেল অফিসার ওয়াক ইন ইন্টারভিউ, এসকেএফ জব
সার্কুলার, মেডিকেল সেলস চাকরি, ড্রাগ
কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি, ফার্মাসিউটিক্যাল জব ইন ঢাকা,
এসকেএফ জব ২০২৫, medical services officer job bangladesh,
pharmaceutical company job circular, medical representative job circular 2025,
walk in interview medical job, Eskayef Pharma job।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments