রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRC) - নিয়োগ বিজ্ঞপ্তি
পদবী: প্রকল্প কর্মকর্তা (জীবিকা), কাতার রেড ক্রিসেন্ট
পদের সংখ্যা: ০১ (একটি)
চুক্তির মেয়াদ: ১২ মাস (পুনর্নিয়োগের
সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: কক্সবাজার
প্রতিবেদন করবেন: প্রধান প্রতিনিধি,
কাতার রেড ক্রিসেন্ট
প্রতিষ্ঠান পরিচিতি
আন্তর্জাতিক রেড ক্রস
ও রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRC) বিশ্বের
বৃহত্তম মানবিক সংস্থা, যার সদস্য সংখ্যা ১৯১টি জাতীয় সমাজ।
এই সংস্থার মূল লক্ষ্য হলো মানবিক কার্যক্রমকে উৎসাহিত, সহযোগিতা
ও পরিচালনার মাধ্যমে মানব দুর্ভোগ প্রতিরোধ ও উপশম করা, মানব
মর্যাদা ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা।
IFRC, ICRC (আন্তর্জাতিক
রেড ক্রস কমিটি) ও বিভিন্ন জাতীয় রেড ক্রস/রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে একটি
বৈশ্বিক মানবিক নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা মানবতা,
নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবা, ঐক্য
এবং সার্বজনীনতা — এই মৌলিক নীতিমালার ভিত্তিতে পরিচালিত
হয়।
IFRC-এর সদর
দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত এবং এটি চারটি মূল বিভাগে বিভক্ত:
- জাতীয় সমাজ
উন্নয়ন ও সমন্বয়
- মানবিক কূটনীতি
ও ডিজিটালাইজেশন
- ব্যবস্থাপনা ও
জবাবদিহিতা
- জনবল ও কৌশল
এছাড়া আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, ইউরোপ,
মধ্যপ্রাচ্য ও আমেরিকাসহ পাঁচটি আঞ্চলিক অফিসের মাধ্যমে বৈশ্বিকভাবে
কার্যক্রম পরিচালিত হচ্ছে।
IFRC-এর একটি শূন্য-সহনশীলতা
নীতি (Zero Tolerance Policy) রয়েছে, যা যৌন হয়রানি, শিশু নির্যাতন, আর্থিক অনিয়ম বা বৈষম্যের মতো অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
গ্রহণ করে।
কাতার রেড ক্রিসেন্ট
সোসাইটি (QRCS) ২০১৭ সাল
থেকে কক্সবাজারে কার্যক্রম পরিচালনা করছে এবং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের
নাগরিকদের (FDMN) স্বাস্থ্য, আশ্রয়,
পানি ও সুরক্ষা খাতে মানবিক সহায়তা প্রদান করছে।
পদের উদ্দেশ্য
প্রকল্প কর্মকর্তা
(জীবিকা) পদধারী ব্যক্তি নারীদের জন্য আয়বর্ধক কর্মসংস্থান তৈরির লক্ষ্যে
পরিচালিত এক বছরের জীবিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। এর
মধ্যে রয়েছে প্রশিক্ষণ, ক্ষুদ্র
ব্যবসায়িক সহায়তা ও জীবিকা উপকরণ বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান।
এই পদটি প্রকল্পের
কারিগরি মান বজায় রাখা, মাঠ
পর্যায়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম সময়মতো ও মানসম্মতভাবে সম্পন্ন
করা নিশ্চিত করবে। পাশাপাশি শিশু সুরক্ষা ও জীবিকা কর্মসূচির মধ্যে সমন্বয় সাধনের
মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন ও সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মূল দায়িত্ব ও
কর্তব্য
A. পরিকল্পনা:
- প্রকল্পের
সময়সূচি ও বাস্তবায়ন পরিকল্পনা তৈরি ও পর্যালোচনা করা।
- প্রকল্প
কার্যক্রমের পরিকল্পনা ও রিপোর্টিং প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা।
- মাসিক
কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণ করা।
B. বাস্তবায়ন:
- উদ্যোক্তা
প্রশিক্ষণ, ব্যবসায়িক
পরিকল্পনা মূল্যায়ন ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা।
- প্রকল্প দলের
সদস্যদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা।
- স্থানীয়
প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা।
- কার্যক্রমের
অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রদান ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজ
সম্পাদন করা।
C. সমন্বয়:
- বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) এবং
অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা।
- স্থানীয়
কর্তৃপক্ষ, কমিউনিটি
নেতা ও সেক্টর সংগঠনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম বাস্তবায়ন।
- যৌথ পর্যবেক্ষণ
ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য অর্জনে অবদান রাখা।
D. প্রকল্প
ব্যবস্থাপনা:
- পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং প্রক্রিয়ায়
দক্ষতা প্রদর্শন করা।
- বাজেট, সম্পদ ও দল ব্যবস্থাপনার ক্ষেত্রে
জবাবদিহিতা ও কার্যকরতা নিশ্চিত করা।
- মাঠ পর্যায়ের
প্রতিক্রিয়ার ভিত্তিতে অভিযোজিত ব্যবস্থাপনা গ্রহণ করা।
E. আর্থিক
ব্যবস্থাপনা:
- বাজেট
পর্যবেক্ষণ, ব্যয়
যাচাই ও আর্থিক নথি সংরক্ষণে সহায়তা করা।
- ব্যয়
সাশ্রয়ীভাবে প্রকল্প বাস্তবায়নে আর্থিক টিমের সঙ্গে সমন্বয় করা।
- স্বচ্ছতা ও
জবাবদিহিতা বজায় রেখে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা।
শিক্ষাগত যোগ্যতা:
কৃষি, প্রাণিসম্পদ, অর্থনীতি,
ব্যবসায় প্রশাসন, সমাজবিজ্ঞান, কমিউনিটি ডেভেলপমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা:
- জীবিকা, উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান বা সামাজিক
উন্নয়ন প্রকল্পে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা।
- বেসরকারি খাতের
সঙ্গে কার্যকর সম্পর্ক রক্ষার অভিজ্ঞতা।
- প্রকল্প
পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রস্তুতির অভিজ্ঞতা।
- জীবিকা ও
বাজার-সংযোগভিত্তিক প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা।
- শরণার্থী ও
প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
দক্ষতা ও জ্ঞান:
- যোগাযোগ ও দলগত
কাজের দক্ষতা।
- টেকসই জীবিকা
কাঠামো (Sustainable Livelihood
Framework) সম্পর্কে ধারণা।
- প্রশিক্ষণ
পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধির দক্ষতা।
- স্বাধীনভাবে এবং
চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।
- মাইক্রোসফট
অফিসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
- স্পষ্ট ও
বিশ্লেষণধর্মী রিপোর্ট লেখার দক্ষতা।
- ইংরেজি ও বাংলা
ভাষায় সাবলীল দক্ষতা; চট্টগ্রামের
আঞ্চলিক ভাষা জানা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বেতন ও সুবিধা: বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা:
- উৎসব ভাতা
- জীবন ও
স্বাস্থ্যবিমা
- প্রভিডেন্ট
ফান্ড ও গ্র্যাচুইটি
- মোবাইল ও পরিবহন
ভাতা
- কর্মী ও নিকট
আত্মীয়ের চিকিৎসা ব্যয় পুনঃভর্তুকি
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে
নিম্নলিখিত ইমেইলে আবেদন পাঠাতে হবে:
📧 bangladesh.delegation@ifrc.org আবেদনে
প্রত্যাশিত বেতনের পরিমাণ উল্লেখ করতে হবে। দয়া করে মনে রাখবেন—সংস্থা প্রয়োজন
অনুযায়ী বিজ্ঞপ্তি বন্ধের আগেই পদটি পূরণ করতে পারে, তাই
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধুমাত্র সংক্ষিপ্ত
তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
প্রতিষ্ঠান সম্পর্কে:
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড
ক্রিসেন্ট ফেডারেশন (IFRC) বিশ্বের
বৃহত্তম মানবিক সংস্থা, যা বাংলাদেশের রেড ক্রিসেন্ট
সোসাইটির (BDRCS) সঙ্গে যৌথভাবে গত ৫০ বছরেরও বেশি সময় ধরে
দুর্যোগ ব্যবস্থাপনা, ঘূর্ণিঝড় সতর্কীকরণ, ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কাজ করছে।
IFRC একটি সমান
সুযোগের নিয়োগদাতা (Equal Opportunity Employer)।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
আন্তর্জাতিক রেড ক্রস
ও রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRC) - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRC)
আবেদন প্রক্রিয়া: bangladesh.delegation@ifrc.org
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
কাতার রেড ক্রিসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি, Qatar Red Crescent job
circular 2025, Project Officer Livelihoods job in Cox’s Bazar, NGO job circular
in Bangladesh, Cox’s Bazar NGO job 2025, IFRC Bangladesh job circular,
humanitarian organization job Bangladesh, কক্সবাজার এনজিও চাকরি,
Livelihoods project officer vacancy, Red Crescent Society Bangladesh jobs,
international NGO jobs 2025 Bangladesh, NGO career opportunities Cox’s Bazar,
Qatar Red Crescent career Bangladesh, development organization jobs in
Bangladesh, livelihood project jobs Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments