ব্র্যাক হেলথ প্রোগ্রাম (BHP)-এ নিয়োগ বিজ্ঞপ্তি
পদবী: সিনিয়র স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজি
কর্মস্থল: প্রধান কার্যালয়
প্রকাশের তারিখ: ৫ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫
সংস্থার পরিচিতি: ব্র্যাক একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যার জন্ম বাংলাদেশে। বর্তমানে বিশ্বব্যাপী
১০ কোটিরও বেশি মানুষের দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে ব্র্যাক কাজ করছে। ব্র্যাকে
কাজ করা মানে শুধুমাত্র একটি চাকরি নয়—এটি এমন একটি সুযোগ যেখানে মানুষের জীবনে
বাস্তব পরিবর্তন আনা যায়। আমরা কেবল একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি না, আমরা সেটি গড়ে তুলি। আপনিও যোগ দিন এই পরিবর্তনের যাত্রায়।
পদের উদ্দেশ্য:
জাতীয় যক্ষ্মা
নিয়ন্ত্রণ কর্মসূচি (NTP)-এর
নির্দেশিকা, কৌশল এবং মানদণ্ড অনুযায়ী টিবি (TB) নির্ণয়ের মান বজায় রাখা ও সঠিকভাবে রোগ শনাক্তকরণের জন্য এই পদে নিয়োগ
দেওয়া হবে। GeneXpert, TrueNat, Culture, DST, Microscopy প্রভৃতি
আধুনিক টুল ব্যবহারের মাধ্যমে “End TB” লক্ষ্যে কাজ করা এবং
সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় রক্ষা করা হবে। পদটি প্রাথমিকভাবে এক বছরের
জন্য চুক্তিভিত্তিক।
মূল দায়িত্বসমূহ:
- জাতীয় যক্ষ্মা
নিয়ন্ত্রণ কর্মসূচির (NTP) ল্যাবরেটরি
কার্যক্রম পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক কার্যপরিকল্পনা প্রস্তুত
করা।
- সরকারি, বেসরকারি ও অন্যান্য সংশ্লিষ্ট
সংস্থার সঙ্গে সমন্বয় ও যোগাযোগ বজায় রাখা।
- ল্যাবরেটরির
কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, কিট ও সরঞ্জামাদির প্রাপ্যতা নিশ্চিত
করা।
- রেফারেন্স
ল্যাবরেটরিতে নিয়মিত কালচার ও ড্রাগ সেনসিটিভিটি টেস্ট (DST) পরিচালনা করা।
- EP নমুনা
পরীক্ষার সুবিধা স্থাপন এবং তা পরিচালনার মাধ্যমে রোগ নির্ণয় করা।
- কালচার, DST, LPA ও EP পরীক্ষার
ডেটা সংগ্রহ, বিশ্লেষণ ও রিপোর্ট প্রস্তুত করা।
- টিবি ও
ড্রাগ-রেজিস্ট্যান্ট টিবি শনাক্তকরণে WHO
অনুমোদিত দ্রুত নির্ণয় পরীক্ষায় (Rapid Diagnostic
Tests) সহায়তা করা।
- জেডএন/এলইডি
মাইক্রোস্কোপি ও কালচার কার্যক্রম তদারকি করা।
- GeneXpert ও TrueNat মেশিনের ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা নিশ্চিত করা।
- মাঠ পর্যায়ে (RTRL/GeneXpert/TrueNat) উদ্ভূত সমস্যা
চিহ্নিত করে দ্রুত সমাধান গ্রহণ করা।
- নিয়মিত
প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দেওয়া।
- প্রতিটি
ল্যাবরেটরিতে কাজের গুণগত মান ও কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করা।
- সংক্রমণ
প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করা।
- দলীয় সদস্যদের
দক্ষতা বৃদ্ধিতে মাঠ পরিদর্শন, প্রশিক্ষণ
ও কর্মশালা আয়োজন করা।
নিরাপত্তা ও সুরক্ষা
দায়িত্ব (Safeguarding
Responsibilities):
- অংশগ্রহণকারী, দর্শনার্থী এবং সহকর্মীদের নিরাপত্তা
নিশ্চিত করা, যাতে কোনো প্রকার নির্যাতন, হয়রানি বা শোষণের শিকার না হন।
- সকল সহকর্মীর
মধ্যে সুরক্ষা নীতিমালা প্রচার করা এবং কর্মক্ষেত্রে তা বাস্তবায়ন করা।
- কোনো
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যথাযথ প্রক্রিয়ায় তা রিপোর্ট করা এবং অন্যদেরও
উৎসাহিত করা।
অতিরিক্ত যোগ্যতা:
- চমৎকার যোগাযোগ
দক্ষতা ও নির্দেশনা প্রদানের ক্ষমতা।
- দরকষাকষি ও দলকে
উদ্বুদ্ধ করার দক্ষতা।
- টিবি নির্ণয়
পদ্ধতি ও যন্ত্রপাতি সম্পর্কে গভীর জ্ঞান।
- Microsoft Office সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
- তথ্য সংগ্রহ ও
বিশ্লেষণ করার সক্ষমতা।
- সহকর্মীদের
সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক মনোভাব।
- শুধুমাত্র
বাংলাদেশের নাগরিকদের আবেদন গ্রহণযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত
বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি
ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা:
যেকোনো ল্যাবরেটরি
সার্ভিস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সুবিধাসমূহ:
উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবনবীমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার
সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুযোগ-সুবিধা।
🔗 বিস্তারিত জানতে ভিজিট করুন: www.brac.net
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ব্র্যাক হেলথ
প্রোগ্রাম (BHP) - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (BHP)
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা:
https://careers.brac.net/auth/login?redirect=/jobs/senior-specialist-microbiology-brac-health-programme-bhp-2555&is_short_profile=false
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
BRAC চাকরির বিজ্ঞপ্তি, BRAC Health
Programme চাকরি, ব্র্যাক নিয়োগ ২০২৫,
মাইক্রোবায়োলজি চাকরি বাংলাদেশ, BRAC Job Circular 2025,
BRAC Senior Specialist Microbiology Job, NGO Job Bangladesh 2025, BRAC Health
Sector Career, ব্র্যাক হেলথ প্রোগ্রাম নিয়োগ, মাইক্রোবায়োলজি পেশায় চাকরি, BRAC Head Office Job, BRAC
Contractual Job Circular, Development Organization Job Bangladesh, BRAC BD
Jobs, Health Programme Vacancy Bangladesh, BRAC NGO Career Opportunity,
Microbiology Job Dhaka, BRAC Job Apply Online, BRAC NGO Job News, ব্র্যাক জব সার্কুলার।
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)



Post a Comment
0 Comments