Type Here to Get Search Results !

PORTWEST তাদের গ্লোবাল আইটি টিমে নিয়োগ দিচ্ছে

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0


PORTWEST তাদের গ্লোবাল আইটি টিমে নিয়োগ দিচ্ছে

 

পদবী: জুনিয়র সার্ভিস ডেস্ক ইঞ্জিনিয়ার (টিয়ার ১)

 

পদসংখ্যা: ০৪

 

সংক্ষিপ্ত বিবরণ: বিশ্বব্যাপী নিরাপত্তা পোশাক, ওয়ার্কওয়্যার এবং পিপিই প্রস্তুতকারক প্রতিষ্ঠান PORTWEST তাদের গ্লোবাল আইটি টিমে জুনিয়র সার্ভিস ডেস্ক ইঞ্জিনিয়ার (টিয়ার ১) পদে নিয়োগ দিচ্ছে। এটি একটি পূর্ণকালীন অফিস-ভিত্তিক পদ, যার অবস্থান কুমিল্লা ইপিজেড, বাংলাদেশে।

 

প্রতিষ্ঠান পরিচিতি: PORTWEST বিশ্বজুড়ে অন্যতম দ্রুত বর্ধনশীল ওয়ার্কওয়্যার কোম্পানি, বর্তমানে ১৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ১১টি আন্তর্জাতিক গুদাম রয়েছে (যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড, স্পেন, ইউএই, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ)।

 

দায়িত্বসমূহ:

  • হার্ডওয়্যার, সফটওয়্যার ও ইউজার অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্যার প্রাথমিক সহায়তা প্রদান।
  • টিকিটিং সিস্টেমে সমস্যাগুলি লগ ও শ্রেণিবিন্যাস করা।
  • সাধারণ আইটি সমস্যার সমাধান যেমন পাসওয়ার্ড রিসেট, অ্যাক্সেস রিকোয়েস্ট, অ্যাপ্লিকেশন এরর, প্রিন্টার সেটআপ ইত্যাদি।
  • অনসোলভড ইস্যুগুলি টিয়ার ২ বা ইনফ্রাস্ট্রাকচার টিমে প্রেরণ করা।
  • ব্যবহারকারীদের ফলোআপ ও সন্তুষ্টি নিশ্চিত করা।

 

সিস্টেম ও অ্যাপ্লিকেশন সাপোর্ট:

  • উইন্ডোজ ১০/১১, মাইক্রোসফট ৩৬৫ এবং অন্যান্য ব্যবসায়িক অ্যাপ্লিকেশন সমর্থন।
  • নতুন কর্মীদের অনবোর্ডিং ও অ্যাক্সেস সেটআপে সহায়তা।
  • সিস্টেমে ইউজার ও অ্যাসেট রেকর্ড রক্ষণাবেক্ষণ।
  • নিরাপত্তা ও আপডেট নীতিমালা মেনে চলা নিশ্চিত করা।

 

প্রয়োজনীয় যোগ্যতা:

  • আইটি বা সার্ভিস ডেস্কে ১-২ বছরের অভিজ্ঞতা (ইন্টার্নশিপ গ্রহণযোগ্য)।
  • উইন্ডোজ ১০/১১, মাইক্রোসফট ৩৬৫ এবং মৌলিক নেটওয়ার্কিং সম্পর্কে জ্ঞান।
  • ইংরেজিতে ভালো দক্ষতা ও গ্রাহকসেবা মনোভাব।
  • আইটিআইএল (ITIL) বা মাইক্রোসফট সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার।

 

অতিরিক্ত যোগ্যতা (অগ্রাধিকারপ্রাপ্ত):

  • আইটিএসএম বা টিকিটিং সিস্টেমে অভিজ্ঞতা।
  • অ্যাক্টিভ ডিরেক্টরি, ইনটিউন, শেয়ারপয়েন্ট সম্পর্কে ধারণা।
  • মাইক্রোসফট সার্টিফিকেশন (MS-900, AZ-900, CompTIA A+)

 

পুরস্কার ও স্বীকৃতি:

  • গ্রেট প্লেস টু ওয়ার্ক ২০২৩
  • ডেলয়েট বেস্ট ম্যানেজড কোম্পানিজ ২০১৬–২০২৩
  • প্রাইভেট আইরিশ বিজনেস অব দ্য ইয়ার ২০১৯
  • এক্সপোর্টার অব দ্য ইয়ার ২০১৮

 

অতিরিক্ত তথ্য:

  • আবেদনকারীর বাংলাদেশে বৈধভাবে কাজ করার অনুমতি থাকতে হবে।
  • PORTWEST একটি সমান সুযোগপ্রদানকারী প্রতিষ্ঠান, যেখানে বয়স, লিঙ্গ, ধর্ম, জাতি বা শারীরিক অক্ষমতার ভিত্তিতে কোনো বৈষম্য করা হয় না।

 

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫

 

🔹 সারাংশ: PORTWEST বাংলাদেশে জুনিয়র সার্ভিস ডেস্ক ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে। আইটি সাপোর্ট, উইন্ডোজ, মাইক্রোসফট ৩৬৫ ও নেটওয়ার্কিংয়ে দক্ষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি কুমিল্লা ইপিজেডে অনসাইট চাকরি। আগ্রহীরা ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


PORTWEST - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: PORTWEST, bdjobs

 

আবেদন প্রক্রিয়া: https://hotjobs.bdjobs.com/jobs/eastport/portwest22.htm

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

Portwest Bangladesh job circular, Portwest Comilla EPZ job, Junior Service Desk Engineer job Bangladesh, IT support job Bangladesh, Portwest career 2025, Tier 1 service desk engineer job, Portwest IT job circular, Comilla EPZ career opportunity, Microsoft 365 support job Bangladesh, Portwest recruitment notice, global company job Bangladesh, service desk engineer vacancy, technical support job Comilla, IT helpdesk job Bangladesh, multinational company job circular 2025, Portwest junior engineer career, Portwest Bangladesh IT recruitment, best IT jobs in EPZ, Portwest service desk position, global IT company jobs Bangladesh

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments