ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড – নিয়োগ
ডেল্টা লাইফ
ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ডিএলআইসি
সিকিউরিটিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনস্টিটিউশনাল ব্রোকারেজ
হাউজ। দক্ষ, অভিজ্ঞ ও
প্রেরণাদায়ক পেশাদারদের একটি দল দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম
আরও গতিশীল করার লক্ষ্যে একজন যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief
Executive Officer) নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে।
🔹 পদবী: প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer)
দায়িত্ব ও কর্তব্য:
- প্রতিষ্ঠানটির
ব্রোকারেজ কার্যক্রমের সার্বিক নেতৃত্ব প্রদান ও পরিচালনা করা।
- কোম্পানির নীতি, লক্ষ্য ও কৌশল বাস্তবায়নে নেতৃত্ব
প্রদান করা।
- বাংলাদেশ
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC),
ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE), চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জ (CSE), কোম্পানি রেজিস্ট্রার (RJSC),
ও সিডিবিএল (CDBL) সহ সকল নিয়ন্ত্রক
সংস্থার নিয়ম ও নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠানটির
ব্যবসা সম্প্রসারণ, কর্মদক্ষতা
বৃদ্ধি এবং ক্লায়েন্ট সন্তুষ্টি নিশ্চিত করা।
🔹 যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রাসঙ্গিক বিষয়ে
পেশাগত ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
- ইংরেজি ও বাংলা
উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
- কোনো
ইনস্টিটিউশনাল ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট
ব্যাংক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে অন্তত ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা
থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ২য় বা ৩য় পর্যায়ের পদে
কর্মরত থাকার অভিজ্ঞতা আবশ্যক।
- প্রার্থীর বয়স
৫০ বছরের বেশি হওয়া যাবে না।
🔹 বেতন ও সুবিধা:
যোগ্য প্রার্থীদের
জন্য আকর্ষণীয় বেতন কাঠামো এবং অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে।
🔹 আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের পূর্ণ
জীবনবৃত্তান্ত (CV), ২ (দুই)
কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রাসঙ্গিক কাগজপত্রসহ আবেদন করতে হবে নিম্নোক্ত
ঠিকানায়—
প্রেরণার ঠিকানা:
Head of Human Resources
Delta Life Insurance Company Limited
ডেল্টা লাইফ টাওয়ার, প্লট # ৩৭, রোড # ৯০, গুলশান সার্কেল-২, ঢাকা-১২১২
অথবা ইমেইল করুন: hrd@deltalife.org
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫
(খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত
তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান জানানো হবে।)
যোগাযোগ:
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স
কোম্পানি লিমিটেড
ডেল্টা লাইফ টাওয়ার, প্লট-৩৭, রোড-৪৫ (দক্ষিণ) ও ৯০ (উত্তর), গুলশান সার্কেল-২,
ঢাকা-১২১২
ফোন: ০৯৬১৩৬৬৬০০০, ৮৮২৩৩২২
ই-মেইল: info@deltalife.org
ওয়েবসাইট: www.deltalife.org
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ডেল্টা লাইফ
ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, bdjobs
আবেদন প্রক্রিয়া: ইমেইল-এ আবেদন
করুন: hrd@deltalife.org
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।
ডেল্টা লাইফ ইনস্যুরেন্স নিয়োগ ২০২৫, DLIC Securities Limited
Job Circular 2025, Delta Life Insurance Company Job Circular, Chief Executive
Officer Job Bangladesh, CEO Job in Dhaka 2025, Brokerage House Job Circular
2025, Financial Sector Job in Bangladesh, Bank and Insurance Job BD 2025, Delta
Life Career Opportunity 2025, DLIC Securities Vacancy 2025, Gulshan Job
Circular 2025, Stock Market Job Bangladesh, Investment Company Job 2025, Delta
Life Latest Job News, Chief Executive Officer Vacancy BD
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments