Type Here to Get Search Results !

শূন্যপদ পূরণ করবে বসুন্ধরা আই হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট

Muhammad Al-Amin Khan, Editor in Chief of BA, BJN 0



শূন্যপদ পূরণ করবে সুন্ধরা আই হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট

 

পদ: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট

একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট চোখের হাসপাতালে চিকিৎসকদের গবেষণামূলক কাজের ক্ষেত্রে সহায়তা প্রদান করেন। এর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, রোগীর সহায়তা এবং প্রশাসনিক কাজ। যোগ্যতার ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি থাকতে হয়। কাজের দায়িত্বের মধ্যে ক্লিনিকাল ট্রায়াল, রোগী পরামর্শ, রেকর্ড সংরক্ষণ এবং গবেষণার প্রকাশনা কাজে অবদান রাখা অন্তর্ভুক্ত।

 

দায়িত্বসমূহ:

  • গবেষণার সময় রোগীদের সাথে সম্পর্কিত কার্যক্রমে চিকিৎসকদের সহায়তা করা।
  • রোগীদের তথ্য প্রদান এবং প্রেসক্রিপশন ব্যাখ্যা করা।
  • গবেষণা প্রকল্পের জন্য তথ্য সংগ্রহ এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা।
  • চোখের যত্ন ও চিকিৎসা সম্পর্কিত রোগী পরামর্শে সহায়তা করা।
  • রোগীর ফাইল এবং গবেষণার রেকর্ড সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা।
  • গবেষণার ফলাফল বিশ্লেষণ এবং মূল্যায়নে অবদান রাখা।
  • গবেষণার ফলাফল লেখা ও প্রচার কাজে অংশগ্রহণ করা।

 

যোগ্যতা:

  • বিজ্ঞানের স্নাতক (BSc), পাবলিক হেলথ, স্ট্যাটিস্টিকস, ডেটা সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে।
  • শিক্ষাপ্রতিষ্ঠান: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে।

 

অতিরিক্ত যোগ্যতা ও দক্ষতা:

  • সময় ব্যবস্থাপনা এবং সংগঠন দক্ষতা।
  • ইলেকট্রনিক ডেটা ক্যাপচার সিস্টেম ও সফটওয়্যারের দক্ষ ব্যবহার।
  • চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
  • বিস্তারিত নজরদারি এবং যথাযথতা।
  • স্বতন্ত্রভাবে এবং দলের সঙ্গে কাজ করার সক্ষমতা।
  • গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (GCP) নির্দেশিকা সম্পর্কে জ্ঞান।
  • ক্লিনিকাল গবেষণার নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা।
  • একাধিক কাজ এবং অগ্রাধিকার সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা।
  • সমস্যা সমাধান এবং বিশ্লেষণ দক্ষতা।
  • ক্লিনিকাল গবেষণার মৌলিক নীতি ও পদ্ধতি সম্পর্কে ধারণা।
  • মাইক্রোসফট অফিস স্যুট (Word, Excel, PowerPoint) ব্যবহারে দক্ষতা।
  • গোপনীয় তথ্য পরিচালনার সক্ষমতা।
  • প্রোটোকল এবং নির্দেশিকা অনুসরণের দক্ষতা।
  • চিকিৎসা পরিভাষা সম্পর্কে মৌলিক ধারণা।

 

অভিজ্ঞতা:

  • ন্যূনতম ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।

 

বেতন:

  • আলোচনায় নির্ধারণযোগ্য।

অন্যান্য সুবিধা:

  • প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী।

 

আবেদন প্রক্রিয়া:

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


সুন্ধরা আই হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: সুন্ধরা আই হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট

 

আবেদন প্রক্রিয়া: ঠিকানা:
Bashundhara Eye Hospital and Research Institute
Plot # 474 (A&D), Block D,
Sabrina Sobhan Sarak
Bashundhara R/A, Dhaka-1229
ইমেইল: visioncfoundation@gmail.com

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে, তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।

 

Bashundhara Eye Hospital jobs, Research Assistant vacancy Bangladesh, Clinical research jobs Dhaka, Eye hospital research jobs, Public health research assistant, Data collection jobs Bangladesh, Clinical trial assistant Dhaka, Research jobs for BSc graduates, Hospital administrative research jobs, NGO healthcare research jobs, Eye care project jobs

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments