ক্যাশিয়ার পদে ACTED সংস্থার চাকরির বিজ্ঞপ্তি
🌍 পদের নাম: ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট (ক্যাশিয়ার)
প্রতিষ্ঠান: ACTED (আকটেড)
অবস্থান: কক্সবাজার
চুক্তির ধরণ: পূর্ণকালীন
(চুক্তিভিত্তিক)
বেতন: ৫০,০০০ –
৫৩,০০০ টাকা
চাকরির মেয়াদ: ৩১ ডিসেম্বর ২০২৫
পর্যন্ত (প্রয়োজনে নবায়নযোগ্য)
প্রকাশের তারিখ: ৫ নভেম্বর ২০২৫
যোগদান: যত দ্রুত সম্ভব
বিশেষ উৎসাহ: নারী প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করার জন্য বিশেষভাবে
উৎসাহিত করা হচ্ছে।
🏢 প্রতিষ্ঠান সম্পর্কে (About ACTED):
ACTED একটি
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন ও মানবিক সংস্থা, যা ১৯৯৩ সালে
প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বিশ্বের ৪০টিরও বেশি দেশে জরুরি ত্রাণ, টেকসই উন্নয়ন ও পুনর্গঠনমূলক কর্মসূচি পরিচালনা করছে। প্রায় ৭,০০০ স্থানীয় কর্মী এবং ৪০০ আন্তর্জাতিক কর্মীর সমন্বয়ে ACTED প্রতি বছর প্রায় ৫০০টি প্রকল্প বাস্তবায়ন করে, যা ২
কোটিরও বেশি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে।
বাংলাদেশে ACTED ২০১৮ সাল থেকে রোহিঙ্গা শরণার্থী সংকট
মোকাবেলায় কাজ করছে। কক্সবাজারের কুতুপালং–বালুখালী এলাকায় সাইট ব্যবস্থাপনা,
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, কমিউনিটি সুরক্ষা,
তথ্য ব্যবস্থাপনা, ওয়াটারশেড ম্যানেজমেন্ট,
জরুরি প্রতিক্রিয়া ও কমিউনিটি লাইব্রেরি স্থাপনসহ নানা প্রকল্পে
সংস্থাটি কার্যক্রম পরিচালনা করছে।
⚖️ আচরণবিধি ও
নীতি (Code of Conduct):
ACTED-এর সকল
কর্মীকে নিম্নলিখিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে –
- শিশুরক্ষা নীতি
- সন্ত্রাসবিরোধী
ও দুর্নীতি-বিরোধী নীতি
- তথ্য সুরক্ষা
নীতি
- বৈষম্যহীনতা ও
স্বচ্ছতা নীতি
- যৌন নিপীড়ন ও
হয়রানি প্রতিরোধ নীতি
- সততা, জবাবদিহিতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব
ACTED যৌন শোষণ,
নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে।
নিয়োগের আগে প্রার্থীর রেফারেন্স, ব্যাকগ্রাউন্ড ও অপরাধমূলক
রেকর্ড যাচাই করা হয়। নির্বাচিত প্রার্থীদের আচরণবিধি অনুযায়ী কাজ করতে হবে।
💼 মূল দায়িত্বসমূহ (Key Responsibilities):
🔹 দৈনন্দিন কাজ:
- দৈনন্দিন নগদ
লেনদেন পরিচালনা ও রেকর্ড রাখা
- ভাউচার তৈরি, যাচাই ও ক্যাশবুকে নিবন্ধন
- ব্যয়ের পূর্বে
প্রয়োজনীয় অনুমোদন যাচাই
- সাইটে
স্বেচ্ছাসেবক ও দৈনিক কর্মীদের পেমেন্ট প্রদান
- দৈনিক নগদ মিল ও
সেফ ব্যালেন্স যাচাই
- নগদ প্রবাহ
পর্যবেক্ষণ ও স্বল্পমেয়াদী বাজেট পরিকল্পনা
- প্রতিদিনের
লেনদেন হিসাব সফটওয়্যার (SAGA)-তে
এন্ট্রি করা
- আর্থিক নথি
সঠিকভাবে ফাইল ও স্ক্যান করে সংরক্ষণ করা
- ব্যাংক সমন্বয় (reconciliation) প্রস্তুত ও যাচাই করা
🔹 মাসিক কাজ:
- মাস শেষে
ক্যাশবুক ও সেফ ব্যালেন্স যাচাই
- সব ভাউচার SAGA সিস্টেমের সঙ্গে মিলিয়ে দেখা
- বেতন প্রদানের
আগে স্টাফদের অগ্রিম ক্লিয়ার করা
- ক্যাম্পে টাকা
পরিবহন ও স্বেচ্ছাসেবক পেমেন্ট নিশ্চিত করা
- মাসিক আর্থিক
প্রতিবেদন প্রস্তুত করা
- ভেন্ডর ও
লজিস্টিক টিমের সঙ্গে সমন্বয়ে পেমেন্ট সম্পন্ন করা
🔹 সাধারণ দায়িত্ব:
- মানবিক নীতি ও
নিরপেক্ষতা বজায় রাখা
- দাতার নিয়মাবলী
ও সংস্থার আর্থিক নীতি অনুসরণ করা
- নগদ অর্থ ও
আর্থিক নথির নিরাপত্তা রক্ষা করা
- নিরীক্ষার জন্য
প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা
- সময়নিষ্ঠ ও
দলগতভাবে কাজ করা
- সঠিকভাবে
দায়িত্ব পালন ও সমস্যা দ্রুত রিপোর্ট করা
- নিরাপত্তা
সংক্রান্ত যেকোনো ঘটনা সঙ্গে সঙ্গে রিপোর্ট করা
🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা (Qualifications & Experience):
- ব্যবসা প্রশাসন, হিসাববিজ্ঞান বা অর্থনীতি বিষয়ে
স্নাতক ডিগ্রি (BBA, B.Com, বা সমমান)
- আর্থিক বা হিসাব
বিভাগে অন্তত ২ বছরের অভিজ্ঞতা
- হিসাব সফটওয়্যার
ও আর্থিক নীতিমালা সম্পর্কে জ্ঞান
- ইংরেজি ও বাংলায়
দক্ষতা
- সততা, বিশ্লেষণী ক্ষমতা ও দলগত কাজে সক্ষমতা
- মাঠ পর্যায়ে কাজ
করার মানসিকতা
- নারী প্রার্থীকে
অগ্রাধিকার দেওয়া হবে
📩 আবেদন পদ্ধতি (How to Apply):
আগ্রহী প্রার্থীগণকে
ইংরেজিতে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত
(CV), কভার লেটার এবং পূরণকৃত আবেদন ফর্মসহ আবেদন পাঠাতে
হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫
ইমেইল ঠিকানা: 📧 bangladesh.jobs@acted.org
বিষয় (Subject Line): Application
for Finance Assistant – Cashier
আবেদন পাঠানোর সময়
অবশ্যই বিষয় লাইনে নির্দিষ্ট পদের নাম লিখতে হবে। আবেদনপত্রে কার্যকর ফোন নম্বর ও
ইমেইল উল্লেখ করুন। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ
করা হবে।
ACTED কোনো
অবস্থাতেই নিয়োগ প্রক্রিয়ায় অর্থ দাবি করে না বা গ্রহণ করে না।
🌿 সারসংক্ষেপ:
ACTED বাংলাদেশে
তাদের কক্সবাজার অফিসে “Finance Assistant (Cashier)” পদে
দক্ষ ও দায়িত্বশীল প্রার্থী নিয়োগ দিচ্ছে। এটি পূর্ণকালীন চুক্তিভিত্তিক পদ,
যেখানে আপনি আন্তর্জাতিক মানবিক সংস্থার আর্থিক ব্যবস্থাপনা ও ক্যাশ
পরিচালনায় সরাসরি কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ, সৎ ও
দলগতভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার ক্যারিয়ার সুযোগ।
নিয়োগ
বিজ্ঞপ্তি:
ACTED - প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: ACTED
আবেদন প্রক্রিয়া: আবেদন পাঠানোর ঠিকানা:
bangladesh.jobs@acted.org
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি
পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের
অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত
তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে
আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন। চাকরির
আবেদন বা নিয়োগ প্রক্রিয়ার সময় যদি বিজ্ঞাপনদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার কাছ
থেকে কোনো অর্থ দাবি করে, কিংবা শারীরিক বা মানসিকভাবে কোনো ধরনের হয়রানির চেষ্টা করে,
তাহলে দয়া করে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রিপোর্ট করুন। চাকরি
পাওয়ার জন্য কাউকে কখনো অর্থ প্রদান করবেন না। যদি মনে হয় কর্মস্থলে কোনো ধরনের
শারীরিক বা মানসিক হয়রানির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে
যোগদান করা থেকে বিরত থাকুন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো আর্থিক লেনদেন বা হয়রানির
ঘটনার জন্য বাংলা জব নিউজ ডট কম কোনোভাবেই দায়ী থাকবে না।
Acted Bangladesh job circular 2025, Finance Assistant
Cashier job Cox’s Bazar, NGO job circular Bangladesh, NGO jobs Cox’s Bazar
2025, Acted NGO vacancy, Finance job in NGO Bangladesh, NGO finance assistant
job, Cox’s Bazar job circular, humanitarian job Bangladesh, Acted Bangladesh
recruitment, NGO job application 2025, Acted Bangladesh career opportunity,
Acted NGO cashier post, NGO finance jobs Bangladesh, international NGO jobs
Bangladesh
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল তথ্য ও নিয়োগ প্রক্রিয়ার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের। কোনো ভুল, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্যের জন্য বাংলা জব নিউজ ডটকম বা বিজ্ঞাপন প্রচারকারী কোনো মাধ্যম দায়ী নয়। চাকরিপ্রার্থীদেরকে নিজ দায়িত্বে যাচাই-বাছাই করে সচেতনতার সঙ্গে আবেদন করার অনুরোধ জানানো হচ্ছে। আবারও বলছি- আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
.png)


Post a Comment
0 Comments