আর্মি ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি (BAIUST) - চাকরির
বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST), কুমিল্লা
পদবী: প্রভাষক (গণিত)
কর্মস্থল: BAIUST, কুমিল্লা
বিষয়: গণিত
পদ পরিচিতি
বাংলাদেশ আর্মি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST) গণিত বিষয়ে প্রভাষক পদে আবেদনপত্র
আহ্বান করছে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই শিক্ষাদান, গবেষণা,
একাডেমিক নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বৃহত্তর শিক্ষা
সমাজে অবদান রাখার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে হবে।
প্রধান দায়িত্বসমূহ
- বিশ্ববিদ্যালয়ের
পাঠ্যক্রম অনুযায়ী গণিতের স্নাতক পর্যায়ের বিভিন্ন কোর্সে পাঠদান।
- সর্বশেষ গবেষণা
দ্বারা শিক্ষাদানের বিষয়বস্তু সমৃদ্ধ করা।
- সহকর্মীদের সাথে
সমন্বয়ের মাধ্যমে বিভাগের পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ ও উন্নয়ন করা।
- বিশ্ববিদ্যালয়ের
নীতিমালা অনুসারে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা।
- উচ্চমানের
গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক অবদান রাখা।
- বিভাগের প্রয়োজন
অনুযায়ী নির্দিষ্ট দায়িত্ব ও কার্যক্রম সম্পাদন।
- বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ প্রদত্ত যেকোনো অতিরিক্ত দায়িত্ব পালন।
আবশ্যিক যোগ্যতা
- যেকোনো
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর ডিগ্রি।
- সম্পূর্ণ
শিক্ষাজীবনে অন্তত ৩টি প্রথম শ্রেণি/ডিভিশন/এ গ্রেড (স্নাতক ও স্নাতকোত্তর
পর্যায়ে CGPA ৩.৫০
এর কম নয়)।
- এমফিল বা
পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
- বিশ্ববিদ্যালয়ের
নীতিমালা অনুযায়ী (প্রভাষক – গ্রেড ৯)।
- অন্যান্য
সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট
ফান্ড এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আবাসন সুবিধা।
চাকরির ধরন: পূর্ণকালীন
আবেদন করার নিয়ম
- আবেদনপত্রের
সাথে কভার লেটার, জীবনবৃত্তান্ত
(CV), সকল একাডেমিক সনদের সত্যায়িত কপি, বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র (NOC) এবং দুই
কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
- আবেদনপত্র
পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার,
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড
টেকনোলজি (BAIUST),
শরৎ নগর, আদর্শ সদর, সায়েদপুর,
কুমিল্লা।
- প্রার্থীরা
ই-মেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন (career@baiust.ac.bd) তবে সকল ডকুমেন্টস PDF ফরম্যাটে পাঠাতে হবে। ই-মেইলে আবেদন করলে সাক্ষাৎকারে উপস্থিতির সময় হার্ড
কপি জমা দিতে হবে।
পরীক্ষার ফি জমাদান
নির্দেশিকা
- সংক্ষিপ্ত
তালিকাভুক্ত প্রার্থীদের ৫০০ টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে।
- পেমেন্ট পদ্ধতি: নগদ মার্চেন্ট পেমেন্ট
- অঙ্ক: ৫০০ টাকা মাত্র
- মার্চেন্ট
নাম্বার: 01756-436655
- রেফারেন্স
ফরম্যাট:
Rec_(Position)_(Subject)
- যেমন: Rec_Lecturer_Math
পেমেন্ট সম্পন্ন করার
পর প্রার্থীদের অবশ্যই ট্রানজেকশন আইডি career@baiust.ac.bd এ ই-মেইল করতে
হবে। বৈধ পেমেন্ট কনফার্মেশন ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি
দেওয়া হবে না।
অন্যান্য শর্তাবলি
- অসম্পূর্ণ আবেদন
(প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া) গ্রহণযোগ্য হবে না।
- শুধুমাত্র
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
ই-মেইল: career@baiust.ac.bd
ওয়েবসাইট: www.baiust.ac.bd
আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
নিয়োগ
বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আর্মি
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST), কুমিল্লা -প্রার্থীদের
অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে
হবে।
সূত্র: বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAIUST), কুমিল্লা, bdjobs
আবেন করুন: পেমেন্ট সম্পন্ন করার পর প্রার্থীদের অবশ্যই ট্রানজেকশন
আইডি career@baiust.ac.bd এ ই-মেইল করতে
হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: BAIUST Job Circular 2025,
BAIUST Lecturer Job, Bangladesh Army International University Job Circular,
BAIUST Lecturer Mathematics, BAIUST Career 2025, BAIUST নতুন
চাকরির বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২৫,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাকরি ২০২৫, Lecturer Job in
Cumilla, BAIUST Lecturer Recruitment, Private University Job Circular
Bangladesh, Lecturer Mathematics Job Circular, University Teaching Job
Bangladesh, BAIUST Job Vacancy 2025, Bangladesh Private University Career,
Lecturer Job Circular 2025, গণিত প্রভাষক নিয়োগ বিজ্ঞপ্তি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় চাকরি ২০২৫, বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, BAIUST Latest Job Circular
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments