তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় নির্মাণ প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড বিভিন্ন প্রকল্পে জনবল নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে। কোম্পানির কার্যক্রমের মধ্যে রয়েছে রানওয়ে নির্মাণ, বহুতল ভবন নির্মাণ, রাস্তা নির্মাণ (ফ্লেক্সিবল ও রিজিড পেভমেন্ট), সেতু, কালভার্ট, আরসিসি ড্রেনেজ স্ট্রাকচার নির্মাণ, কম্পিউটারাইজড টোল অপারেশন ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি।
পর্যায়ক্রমে তিনটি পদের পরিপূর্ণ বিবরণ নিচে দেওয়া হয়েছে
পদের নাম: প্রকল্প
ব্যবস্থাপক/প্রকৌশলী
দায়িত্বসমূহ:
- প্রকল্প ব্যয় নিরূপণ, উপকরণ ব্যবস্থাপনা, পরিকল্পনা ও অগ্রগতি পর্যবেক্ষণ, সাব-কন্ট্রাক্টরদের
সাথে সমন্বয়, সার্বিক তত্ত্বাবধান ও বিল প্রস্তুতিসহ
বিভিন্ন নির্মাণ প্রকল্প পরিচালনা।
- বড় আকারের বিল্ডিং প্রকল্পের কাজের অভিজ্ঞতা সম্পন্ন
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- আরএমসি ব্যাচিং প্ল্যান্ট এবং গণপূর্ত বিভাগের রেট
শিডিউল সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক।
- বিভিন্ন সরকারি সংস্থা (LGED, RHD, সিটি কর্পোরেশন) ও পরামর্শক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও সমন্বয়।
- প্রকল্প স্বয়ংসম্পূর্ণভাবে পরিচালনার সক্ষমতা।
- অধীনস্থ জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইজার
ও টেকনিক্যাল কর্মীদের নেতৃত্ব প্রদান।
- প্রকল্প নির্ধারিত সময়, বাজেট ও পরিধি অনুযায়ী
সম্পন্ন নিশ্চিতকরণ।
- এমএস প্রজেক্ট/এক্সেল ব্যবহারের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক
ও মাসিক অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত।
- প্রকল্প বাজেট অনুসারে উপকরণের চাহিদা নিরূপণ।
- নিরাপত্তা, স্থায়িত্ব ও নির্মাণযোগ্যতা নিশ্চিতে
সততা ও নিষ্ঠার সাথে কাজ করা।
- ইআরপি বাজেটিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া
হবে।
প্রয়োজনীয় দক্ষতা:
- উচ্চ ভবন নির্মাণে (High Rise) বাস্তব অভিজ্ঞতা।
- কৌশলগত পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা ও দল
পরিচালনার দক্ষতা।
- গাণিতিক ও বিশ্লেষণমূলক সমস্যা সমাধানের সক্ষমতা।
- লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
- স্বাধীনভাবে বিশ্লেষণধর্মী রিপোর্ট তৈরি করতে পারার
সক্ষমতা।
অতিরিক্ত যোগ্যতা:
- বয়স: ২৫-৩৮ বছর।
- শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- উচ্চ ভবন নির্মাণ প্রকল্পে ন্যূনতম ৬-৮ বছরের বাস্তব
কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার ব্যবহারে দক্ষতা আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা:
- বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন সিভিল
ইঞ্জিনিয়ারিং।
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ:
- দুইটি উৎসব বোনাস।
- আংশিকভাবে ভর্তুকিপ্রাপ্ত লাঞ্চ সুবিধা।
- প্রকল্প এলাকায় থাকা-খাওয়ার সুবিধা কোম্পানি প্রদান
করবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৫
আবেদনের লিংক: https://hotjobs.bdjobs.com/jobs/tanvircon/tanvircon44.htm
বি.দ্র.: অনভিজ্ঞ প্রার্থীদের
আবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
পদ: সিনিয়র কমার্শিয়াল
ম্যানেজার
শূন্যপদ: ১টি
প্রাসঙ্গিক বিবরণ: নির্মাণ, কৃষি এবং
আইসিটি খাতে পরিচালিত বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান টিসিএল গ্রুপ এর নির্মাণ
প্রকল্পের জাতীয় ও আন্তর্জাতিক সকল কমার্শিয়াল ও প্রোকিউরমেন্ট কার্যক্রম
সমন্বয়ের লক্ষ্যে কর্পোরেট অফিস, ঢাকা-তে অবস্থিত সিনিয়র
কমার্শিয়াল ম্যানেজার পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দিচ্ছে।
দায়িত্বসমূহ:
কৌশলগত পরিকল্পনা ও আইনানুগতা
নিশ্চিতকরণ:
- ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন।
- প্রাসঙ্গিক সকল আইন, বিধি-বিধান ও লাইসেন্সিংয়ের
বিষয়াদি অনুসরণ নিশ্চিত করা।
সরবরাহকারী ব্যবস্থাপনা ও
প্রোকিউরমেন্ট:
- পণ্য ও সেবা প্রোকিউরমেন্টে ব্যয় সাশ্রয়, গুণগত
মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা।
- স্থানীয় ও আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে দরদাম, ডেলিভারি
শিডিউল, পেমেন্ট শর্তাবলী ইত্যাদি আলোচনার মাধ্যমে
নির্বাচন ও চুক্তি সম্পাদন।
- প্রোকিউরমেন্ট চুক্তি খসড়া প্রস্তুত, পর্যালোচনা
ও আইনগত যথার্থতা নিশ্চিতকরণ।
ঝুঁকি ব্যবস্থাপনা ও গুণগত
মান নিশ্চিতকরণ:
- আমদানি-রপ্তানি, সরবরাহ চেইন, আইন
পরিবর্তন ও ভূরাজনৈতিক ঝুঁকিসমূহ চিহ্নিত ও মোকাবিলা।
- সরবরাহকারীদের মাধ্যমে গুণগত মানের সমস্যা চিহ্নিত করে
তা দ্রুত সমাধানে উদ্যোগ গ্রহণ।
- এলসি সংক্রান্ত মেরিন পলিসি, কাভার
নোটসহ বীমা ব্যবস্থাপনা।
আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক
ডকুমেন্টেশন:
- কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, এলসি ডকুমেন্টসহ আমদানি-রপ্তানি সংক্রান্ত সকল কাগজপত্র প্রস্তুত ও
তদারকি।
- ব্যাংক, কাস্টমস, বীমা
কোম্পানি ও শিপিং এজেন্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বিঘ্ন বাণিজ্য
কার্যক্রম নিশ্চিত করা।
- এলসি খোলা, সংশোধন, ইউপিএএস
মনিটরিং, এলসিএ প্রসেসিং পরিচালনা।
- সিএন্ডএফ খরচ নিয়ে দরদাম, আমদানি
অর্থায়ন ও রেট কাঠামো নির্ধারণে ব্যাংক ও শিপিং লাইনের সঙ্গে সমন্বয়।
সরকারি সংস্থার সঙ্গে সমন্বয়:
- বিডা, বিইআরসি, পরিবেশ
অধিদপ্তর, এফএসসি-সহ সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে
নিয়মিত যোগাযোগ রক্ষা।
- আমদানি নীতিমালা সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতা ও
অনুমোদন নিশ্চিতকরণ।
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক।
- নির্মাণ প্রকল্পে ন্যূনতম ২-৩টি বড় প্রকল্প পরিচালনার
অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা:
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা।
অতিরিক্ত যোগ্যতা:
- বয়স: কমপক্ষে ৪০ বছর।
- শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- প্রোকিউরমেন্ট বা কমার্শিয়াল সংক্রান্ত প্রফেশনাল
সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার।
- প্রোডাক্ট কস্টিং ও বাজেটিং, এলসি
পরিচালনা, আমদানি-রপ্তানি ও স্থানীয় বাণিজ্য কার্যক্রম,
সিএন্ডএফ পরিচালনায় দক্ষতা।
- এমএস ওয়ার্ড/এক্সেল, পাওয়ার পয়েন্ট ও উন্নত
কম্পিউটার দক্ষতা।
- ইআরপি বাস্তবায়ন ও বড় নির্মাণ প্রকল্প ব্যবস্থাপনায়
অভিজ্ঞতা।
চাকরির ধরণ:
- পূর্ণকালীন
কর্মস্থল:
- কর্পোরেট অফিস, ঢাকা
বেতন:
- আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা:
- কোম্পানির নীতিমালা অনুযায়ী সকল সুবিধা প্রদান করা
হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৫
আবেদনের লিংক: https://hotjobs.bdjobs.com/jobs/tanvircon/tanvircon45.htm
পদ: প্রজেক্ট ম্যানেজার /
ডেপুটি প্রজেক্ট ম্যানেজার
প্রাসঙ্গিক বিবরণ: বাংলাদেশের অন্যতম
প্রতিশ্রুতিশীল নির্মাণ প্রতিষ্ঠান টানভীর কনস্ট্রাকশনস লিমিটেড-এর অধীনে বিভিন্ন
প্রকল্পে (যেমন রানওয়ে নির্মাণ, বহুতল ভবন, সড়ক
নির্মাণ, সেতু, কালভার্ট, ড্রেনেজ কাঠামো, ইত্যাদি) কাজের তত্ত্বাবধান ও
পরিচালনার লক্ষ্যে প্রজেক্ট ম্যানেজার/ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
দেওয়া হবে।
কাজের দায়িত্বসমূহ:
- প্রকল্প ব্যবস্থাপনা, খরচ নিরূপণ, মালামাল ব্যবস্থাপনা, পরিকল্পনা ও অগ্রগতি
পর্যবেক্ষণ, সাব-কন্ট্রাক্টর ব্যবস্থাপনা, তদারকি, লিয়াজোঁ এবং বিল প্রস্তুতকরণ।
- বড় আকারের বিল্ডিং কনস্ট্রাকশনে কাজের অভিজ্ঞতা থাকলে
অগ্রাধিকার দেওয়া হবে।
- সরকারি প্রতিষ্ঠানের (PWD) রেট শিডিউল সংক্রান্ত
অফিস ও পরামর্শদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়।
- নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার সক্ষমতা
থাকতে হবে।
- প্রকল্প পরিচালনায় স্বনির্ভর হয়ে কাজ করার সক্ষমতা
থাকতে হবে।
- প্রকৌশলী, সুপারভাইজার ও অন্যান্য কারিগরি সহায়ক
কর্মীদের নেতৃত্ব দিয়ে কাজ করানোর সক্ষমতা।
- প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে, নির্ধারিত
বাজেট ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার দায়িত্ব।
- ডিজাইন ও ব্যবস্থাপনার নির্দেশনা অনুসারে নির্মাণ
কার্যক্রম পর্যবেক্ষণ।
- দৈনিক, সাপ্তাহিক ও মাসিক অগ্রগতি প্রতিবেদন
প্রস্তুত ও জমা প্রদান (MS Project / Excel ব্যবহারে
দক্ষতা থাকলে অগ্রাধিকার)।
- বাজেট অনুযায়ী প্রয়োজনীয় মালামাল নিরূপণ ও হিসাব-নিকাশ
প্রস্তুতকরণ।
- সেফটি, স্থায়িত্ব, ব্যবহারযোগ্যতা
ও নির্মাণযোগ্যতার বিষয়গুলো সততা ও আন্তরিকতার সাথে পর্যালোচনা করা।
- ইআরপি বাজেটিং ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকলে
অগ্রাধিকার।
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা:
- বহুতল ভবন নির্মাণে পূর্ব অভিজ্ঞতা আবশ্যক।
- এমএস প্রজেক্ট সফটওয়্যারে দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
- কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা।
- প্রকল্প ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা।
- দলগত কাজের মানসিকতা।
- গণিত ও বিশ্লেষণাত্মক সমস্যা সমাধানে দক্ষতা।
- শক্তিশালী মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।
শিক্ষাগত যোগ্যতা:
- সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি।
অভিজ্ঞতা:
- ন্যূনতম ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা, বিশেষ
করে উচ্চতলা ভবন নির্মাণ প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- কম্পিউটার পরিচালনায় পারদর্শী এবং বিশ্লেষণধর্মী
রিপোর্ট প্রস্তুত করার সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধাসমূহ:
- ২টি উৎসব বোনাস।
- আংশিকভাবে ভর্তুকিযুক্ত লাঞ্চ সুবিধা।
- প্রকল্প এলাকায় থাকা-খাওয়ার ব্যবস্থা কোম্পানির পক্ষ
থেকে প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৫
আবেদনের লিংক:
https://hotjobs.bdjobs.com/jobs/tanvircon/tanvircon46.htm
নিয়োগ বিজ্ঞপ্তি:
তানভীর কনস্ট্রাকশনস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।
সূত্র: তানভীর
কনস্ট্রাকশনস লিমিটেড, bdjobs
প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য
সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর
প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে
প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায়
অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর
নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ
পরামর্শ: অনলাইনে আবেদন ও
আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম
সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে
বঞ্চিত না হন।
সার্চ কী: তানভীর কনস্ট্রাকশনস
লিমিটেড নিয়োগ, তানভীর
কনস্ট্রাকশনস চাকরির বিজ্ঞপ্তি, তানভীর কনস্ট্রাকশনস
লিমিটেডে নতুন নিয়োগ, Tanvir Constructions Limited job circular, Tanvir
Constructions নিয়োগ ২০২৫, সিভিল
ইঞ্জিনিয়ারিং চাকরি বাংলাদেশ, নির্মাণ কোম্পানিতে প্রকৌশলী
নিয়োগ, বিল্ডিং প্রজেক্ট ম্যানেজার চাকরি, সাব কন্ট্রাক্টর ম্যানেজমেন্ট জব, বাংলাদেশ নির্মাণ
প্রতিষ্ঠান নিয়োগ, সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি,
Tanvir Constructions ক্যারিয়ার, Tanvir Construction
Company jobs, প্রকল্প ব্যবস্থাপক চাকরি, বিল্ডিং
নির্মাণ প্রকল্পে নিয়োগ, PWD rate schedule অভিজ্ঞদের জন্য
চাকরি, বাংলাদেশে নির্মাণ প্রকৌশলী নিয়োগ, নির্মাণ প্রকল্প তদারকি চাকরি, টোল অপারেশন ও
মেইনটেনেন্স কোম্পানি নিয়োগ, কনস্ট্রাকশন ফার্ম জব
সার্কুলার ২০২৫
ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম
Post a Comment
0 Comments