Type Here to Get Search Results !

আন্তর্জাতিক সংস্থা ICIMOD এ প্রকল্পে নিয়োগ

0



আন্তর্জাতিক সংস্থা ICIMOD এ প্রকল্পে নিয়োগ

 

আন্তর্জাতিক সংস্থা International Centre for Integrated Mountain Development (ICIMOD)

 

লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (Gender Equality and Social Inclusion - GESI) স্পেশালিস্ট - HI-CAS (প্রকল্পভিত্তিক পদ)

 

প্রকল্পের নাম: হিন্দুকুশ হিমালয় অঞ্চলের জন্য ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন (HI-CAS)

 

স্ট্র্যাটেজিক গ্রুপ: টেকসই অর্থনীতি ও ভূদৃশ্য (Resilient Economies and Landscapes)

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


আন্তর্জাতিক সংস্থা ICIMOD - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: আন্তর্জাতিক সংস্থা ICIMOD

 

আইসিমোড (ICIMOD) সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:

হিন্দুকুশ হিমালয় (HKH) অঞ্চলটি এশিয়ার বিস্তীর্ণ ৩,৫০০ কিলোমিটার জুড়ে অবস্থিত, যেখানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মিয়ানমার, নেপাল এবং পাকিস্তানের অংশ রয়েছে। এই অঞ্চলটি উচ্চপর্যায়ের পর্বতমালা, মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকা এবং সমভূমি নিয়ে গঠিত। বিশ্বের প্রায় দুই বিলিয়ন মানুষের খাদ্য, পানি এবং জ্বালানি নিরাপত্তার জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সাথে এটি জলবায়ু পরিবর্তন, দূষণ এবং জীববৈচিত্র্য ধ্বংসের মতো ত্রিমুখী বৈশ্বিক সংকটের সরাসরি সম্মুখীন।

 

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা International Centre for Integrated Mountain Development (ICIMOD) নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সংস্থাটি এই অঞ্চলের সবুজায়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিস্তারিত জানতে ICIMOD-এর স্ট্র্যাটেজি ২০৩০ পড়ুন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন।

 

পদের সংক্ষিপ্ত বিবরণ ও আবেদন লিংক: https://cvmgmt.icimod.org/

 

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৫ (রাত ১১:৫৯ মিনিট, নেপাল স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী)

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: ICIMOD নিয়োগ ২০২৫, আন্তর্জাতিক সংস্থায় চাকরি, হিমালয় প্রকল্পে চাকরি, নেপালে আন্তর্জাতিক চাকরি, ICIMOD ক্যারিয়ার, হিন্দুকুশ হিমালয় চাকরির খবর, জলবায়ু পরিবর্তন প্রকল্পে নিয়োগ, আন্তর্জাতিক প্রকল্পে কাজের সুযোগ, প্রকল্পভিত্তিক চাকরি ICIMOD, নেপাল বেসড চাকরি ২০২৫, পর্বতমালা উন্নয়ন প্রকল্পে নিয়োগ, গ্রীন ইকোনমি চাকরি, ক্লাইমেট অ্যাডাপটেশন সলিউশন নিয়োগ, ICIMOD জব সার্কুলার, Gender Equality and Social Inclusion Specialist পদে নিয়োগ, আন্তর্জাতিক চাকরির সার্কুলার, ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পে চাকরি, ICIMOD নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫, নেপালে বাংলাদেশিদের জন্য চাকরি, ICIMOD তে ক্যারিয়ার গড়ার সুযোগ।

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments