Type Here to Get Search Results !

৩৬০-সাপোর্টস এ কাস্টমার সাপোর্ট প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

0



৩৬০-সাপোর্টস কাস্টমার সাপোর্ট প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি

 

কাস্টমার সাপোর্ট প্রতিনিধি (আন্তর্জাতিক ক্যাম্পেইনের জন্য) - ৩৬০-সাপোর্টস

পদ সংখ্যা: ২৫ জন

 

মূল বিষয়বস্তু: আপনি কি রাত জাগতে ভালোবাসেন এবং গ্রাহক সহায়তায় আগ্রহী?
বিশ্বব্যাপী কল সেন্টার শিল্পে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান ৩৬০-সাপোর্টস নিয়োগ দিচ্ছে নাইট শিফটে কাজ করতে ইচ্ছুক কাস্টমার সাপোর্ট প্রতিনিধি

 

চাকরির দায়িত্ব:

  • ইনবাউন্ড ও আউটবাউন্ড কল পরিচালনা করা
  • গ্রাহকদের সঠিক তথ্য প্রদান ও সমস্যার সমাধান করা
  • গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা
  • কল সংক্রান্ত তথ্য রেকর্ড ও সিআরএম আপডেট করা
  • দলীয় লক্ষ্যমাত্রা পূরণে টিম ও সুপারভাইজারদের সহযোগিতা করা

 

চাকরির ধরন: ফুল-টাইম

 

কর্মস্থল: অফিসে (খিলখেত, ঢাকা)

 

শিক্ষাগত যোগ্যতা:

  • ও-লেভেল / এ-লেভেল / বিবিএ
  • আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB), নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB), ব্র্যাক ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রাধিকার

 

দক্ষতা:

  • টেলিমার্কেটিং, কোল্ড কলিং, বিক্রয় দক্ষতা, রিয়েল এস্টেট টেলিমার্কেটিং, B2B B2C কলিং

 

অভিজ্ঞতা:

  • কমপক্ষে ১ বছরের আন্তর্জাতিক কল সেন্টারে কাজের অভিজ্ঞতা
  • ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

 

অতিরিক্ত শর্তাবলী:

  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
  • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
  • ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা অত্যাবশ্যক
  • বিক্রয় কৌশলে দক্ষতা থাকতে হবে
  • রিজেকশন ও চাপ সামলানোর মানসিকতা থাকতে হবে

 

বেতন: ১৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকা (মাসিক)

 

অন্যান্য সুবিধাসমূহ:

  • যাতায়াত ভাতা ২,০০০ টাকা
  • উপস্থিতি বোনাস ২,০০০ টাকা
  • বিক্রয় বোনাস ৩,০০০ থেকে ২৫,০০০ টাকা (কর্মদক্ষতার উপর ভিত্তি করে)
  • সময়মতো অফিসে আসলে ১,০০০ টাকা পাঙ্কচুয়ালিটি বোনাস
  • ৫ ওয়াক্ত নামাজ আদায়ে ১,০০০ টাকা নামাজ বোনাস
  • পারফরম্যান্স বোনাস, ওভারটাইম ভাতা
  • বাৎসরিক বেতন বৃদ্ধি

 

আবেদনের আগে অবশ্যই পড়ুন: আপনার যদি আন্তর্জাতিক কল সেন্টারে কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকে বা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে না পারেন, তবে আবেদন না করার অনুরোধ করা হলো।

 

আবেদন পদ্ধতি: career@360-supports.com ঠিকানায় সিভি পাঠাতে হবে।

 

আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৫

ওয়েবসাইট: www.360-supports.com

 

নিয়োগ বিজ্ঞপ্তি:

 


৩৬০-সাপোর্টস - প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্র: ৩৬০-সাপোর্টস, bdjobs

 

প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।

 

সার্চ কী: ৩৬০-সাপোর্টস নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৬০-সাপোর্টস চাকরি, কাস্টমার সাপোর্ট প্রতিনিধি নিয়োগ, আন্তর্জাতিক কল সেন্টার চাকরি, ইংরেজি ভাষায় চাকরি, ঢাকা কল সেন্টার নিয়োগ, নাইট শিফট কল সেন্টার জব, ৩৬০-সাপোর্টস কাস্টমার কেয়ার চাকরি, ৩৬০-সাপোর্টস চাকরির বিজ্ঞপ্তি ২০২৫, call center job in dhaka, international call center jobs in bangladesh, english speaking call center job, night shift call center job dhaka, customer care job in bangladesh, international bpo job dhaka, ৩৬০-সাপোর্টস নিয়োগ সার্কুলার, কাস্টমার সার্ভিস চাকরি, খিলখেত কল সেন্টার জব, B2B telemarketing job, telemarketing job in dhaka, sales bonus call center job

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments