Type Here to Get Search Results !

আনন্দ এনজিও-তে নিয়োগ বিজ্ঞপ্তি

0



আনন্দ এনজিও-তে নিয়োগ বিজ্ঞপ্তি


প্রতিষ্ঠান পরিচিতি: ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৭ সালে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত আনন্দো একটি বেসরকারিঅলাভজনকঅরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। দারিদ্র্য বিমোচননারী ক্ষমতায়নজলবায়ু পরিবর্তন মোকাবিলাপানি ও স্যানিটেশনদক্ষতা উন্নয়নক্ষুদ্র উদ্যোক্তা বিকাশশান্তি প্রতিষ্ঠায় আনন্দো কাজ করছে। বর্তমানে ৮টি জেলায় ২১টি প্রকল্প/শাখার মাধ্যমে কাজ পরিচালনা করছে।


পদের নাম: লজিস্টিক অফিসার

পদের সংখ্যা: ০১

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: সর্বোচ্চ ৫০,০০০ টাকা (মাসিক স্থূল বেতন)

কর্মস্থল: সাতক্ষীরা সদর

চুক্তির মেয়াদ: ৩০ নভেম্বর ২০২৭

যোগদানের তারিখ: দ্রুত

কর্ম সপ্তাহ: সাড়ে ৫ দিন


নিয়োগ বিজ্ঞপ্তি:

আনন্দ এনজিও - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।


সূত্রআনন্দ এনজিও, bdjobs


প্রকল্প: কমিউনিটি-নির্ভর জলবায়ু সহনশীল ও টেকসই জীবিকায়ন কর্মসূচি, সাতক্ষীরা জেলা

 

পদের দায়িত্বসমূহ:

  • দ্রব্য ও সেবা ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও গুদাম ব্যবস্থাপনা
  • ট্রেনিং, মিটিং ও ওয়ার্কশপের জন্য লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা
  • বিড ডকুমেন্ট, কোটেশন সংগ্রহ, কার্যাদেশ, সার্ভিস কন্ট্রাক্ট তৈরি ও দলিল সংরক্ষণ
  • স্টক ও যানবাহন ব্যবস্থাপনা, অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
  • নিরীক্ষার জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা
  • সরকারি বিধি অনুযায়ী ভ্যাট/কর সংক্রান্ত কাজ
  • অডিটের সময় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান
  • সাপ্লায়ার ম্যানেজমেন্ট, মূল্য বিশ্লেষণ, বাজেট পর্যবেক্ষণ ইত্যাদি

 

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি
  • সরবরাহ ব্যবস্থাপনা/ক্রয় কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা
  • সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক
  • কম্পিউটার দক্ষতা, নেতৃত্ব গুণাবলী ও সমস্যা সমাধানের দক্ষতা
  • মোটরবাইক চালনায় দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর

 

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, আনন্দো বরাবর কাভার লেটার ও সিভি সহ নিম্নোক্ত ই-মেইলে আবেদন পাঠাতে হবে: anandojobs@yahoo.com

 


বিষয়: Application for Logistic Officer at ANANDO

  • সিভি ও কাভার লেটার একটি পিডিএফ ফাইল আকারে সংযুক্ত করতে হবে (সর্বোচ্চ ৫ এমবি)।
  • আবেদনপত্রে বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করতে হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
  • আবেদন পাঠানোর শেষ সময়: ৩১ জুলাই ২০২৫, বিকাল ৫:০০ টা

 

বিশেষ দ্রষ্টব্য:

  • আবেদন প্রক্রিয়ায় কোন ধরনের ফি গ্রহণ করা হয় না।
  • নৈতিক স্খলন, যৌন নিপীড়ন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রার্থীরা অযোগ্য বিবেচিত হবেন।
  • পরীক্ষামূলক নিয়োগ শেষে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা (পি.এফ, গ্র্যাচুইটি, উৎসব ভাতা ইত্যাদি) প্রযোজ্য হবে।

 

ওয়েবসাইট: www.anando-bd.org

আনন্দো একটি সমঅধিকার ভিত্তিক নিয়োগকারী প্রতিষ্ঠান।


প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।


সার্চ কী: আনন্দ এনজিও চাকরি, ANANDO NGO Job Circular, আনন্দ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, Logistic Officer Job Circular Bangladesh, সাতক্ষীরায় এনজিও চাকরি, NGO jobs in Satkhira, anando ngo logistic officer vacancy, bd ngo job circular, anando job apply, anando ngo application process, anando ngo new recruitment, এনজিও লজিস্টিক অফিসার চাকরি, বাংলাদেশ এনজিও চাকরি ২০২৫, bd ngo career, anando jobs 2025, NGO চাকরির বিজ্ঞপ্তি

 

ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। কাজেই চাকরি প্রত্যাশী পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বাংলা জব নিউজ ডটকম শতভাগ নির্ভুল ও নির্ভরযোগ্য চাকরির খবরের নিশ্চয়তা প্রদান করছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেনটিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকার করতে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments