Type Here to Get Search Results !

বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (BdREN) এ চাকরি

0


বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (BdREN) এ চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (BdREN) ট্রাস্ট একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা বাংলাদেশের একমাত্র গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (REN) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। বাংলাদেশের গবেষণা কার্যক্রমকে সহায়তা ও উন্নয়ন করাই BdREN-এর মূল লক্ষ্য। বিস্তারিত তথ্য https://www.bdren.net.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিচের পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আগ্রহী, উদ্যমী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করছে:

 

পদের নাম: টেকনিক্যাল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট

  • পদসংখ্যা: ০১ (একজন)
  • চাকরির ধরণ: চুক্তিভিত্তিক (৬ মাস)
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
  • কর্মস্থল: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)
  • নিয়োগকারী সংস্থা: বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (BdREN)
  • মাসিক বেতন: ৩৫,০০০ টাকা (সর্বসাকুল্যে)
  • প্রাথমিক রিপোর্টিং কর্মকর্তা: পরিচালক (আইসিটি সেল), BMU
  • তার অধীনে কর্মরত জনবল: নেই

 

কর্মদায়িত্ব:

  • শিক্ষার্থী সেবা: শিক্ষার্থীদের সাধারণ জিজ্ঞাসা, রেজিস্ট্রেশন, একাডেমিক সমন্বয় ও আইটি সংক্রান্ত সহায়তা প্রদান। ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্ম ও শিক্ষার্থী সেবায় সহায়তা করা।
  • ডি-নথি সিস্টেম: ডি-নথি ব্যবস্থাপনা ও পরিচালনায় কারিগরি সহায়তা প্রদান। সমস্যা সমাধান ও প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যা তুলে ধরা।
  • উপস্থিতি ও রোস্টার ব্যবস্থাপনা: ডিজিটাল উপস্থিতি রেকর্ড সংরক্ষণ। স্টাফ/শিক্ষার্থীদের জন্য ডিউটি রোস্টার প্রস্তুত ও ব্যবস্থাপনায় সহায়তা।
  • ওয়েবসাইট কনটেন্ট আপডেট: বিভিন্ন বিভাগ ও অফিসের কনটেন্ট নিয়মিত আপডেট করা। সঠিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য নিশ্চিত করতে বিভাগগুলোর সাথে সমন্বয় সাধন করা।
  • অ্যাপয়েন্টমেন্ট ও অটোমেশন সাপোর্ট: অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ব্যবস্থাপনায় সহায়তা। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রক্রিয়ায় সহযোগিতা করা।

 

শিক্ষাগত যোগ্যতা:

  • কম্পিউটার সায়েন্স/আইসিটি/ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা। স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

 

পেশাগত যোগ্যতা:

  • টেকনিক্যাল সাপোর্ট, আইটি অপারেশন বা ওয়েবসাইট/কনটেন্ট ম্যানেজমেন্টে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি অটোমেশন প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • স্বতন্ত্রভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

 

কারিগরি দক্ষতা:

  • ডি-নথি বা অন্যান্য সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা।
  • ওয়েবসাইট কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) সম্পর্কিত প্রাথমিক ধারণা।
  • এমএস অফিসের (বিশেষ করে এক্সেল ও ওয়ার্ড) দক্ষতা।
  • হার্ডওয়্যার/সফটওয়্যারের মৌলিক সমস্যার সমাধান করতে পারা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি:



বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (BdREN) - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য শর্তাবলি পূরণ করতে হবে।

 

সূত্রবাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (BdREN) 


অন্যান্য দক্ষতা:

  • ভালো যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা।
  • একাধিক কাজ একসাথে করার সক্ষমতা।
  • শিক্ষাপ্রতিষ্ঠানের গতিশীল পরিবেশে কাজ করার মানসিকতা।
  • সমস্যা সমাধানের দক্ষতা ও বিশদে মনোযোগী হওয়া।

 

চুক্তির মেয়াদ ও কর্মস্থল:

এই পদটি ৬ (ছয়) মাসের জন্য চুক্তিভিত্তিক, কর্মস্থল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

 

আবেদন প্রক্রিয়া:

১। https://erecruitment.bdren.net.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।

২। পছন্দের পদের পাশে থাকা “Apply now” বাটনে ক্লিক করুন।

৩। সঠিক তথ্য, ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফরম পূরণ করুন।

৪। ফরম জমা দেওয়ার পর ইমেইলের মাধ্যমে নিশ্চিতকরণ পাবেন।

৫। যোগ্য প্রার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে আবেদন নিশ্চিতকরণের এসএমএস পাবেন।

 


আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৫

ভাইভা পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৪ জুলাই ২০২৫

জিজ্ঞাসার জন্য: ০৯৬৬৬-১১০২৩৯

 

বি.দ্র: প্রার্থীদের অবশ্যই নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। নিছক তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।


প্রার্থীর ঘোষণা (Declaration): প্রার্থীকে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক, নির্ভুল এবং সত্য। যদি পরবর্তীতে কোনো তথ্য মিথ্যা, অসত্য বা বিভ্রান্তিকর প্রমাণিত হয় কিংবা কোনো ধরনের অসদুপায়, প্রতারণা, নকল বা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তাহলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রার্থীর যোগ্যতা যাচাই সংক্রান্ত নির্দেশনা: আবেদনকারীর দাখিলকৃত তথ্য বা নথিপত্র যদি জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হয়, অথবা পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনের প্রমাণ মেলে, তাহলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারবেন। এমনকি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো ধরনের প্রতারণা বা জাল কাগজপত্র উপস্থাপন করলে প্রার্থীর নিয়োগপত্র বাতিল করা যাবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

গুরুত্বপূর্ণ পরামর্শ: অনলাইনে আবেদন ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত সমস্যার কারণে আবেদন থেকে বঞ্চিত না হন।


সার্চ কী: বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক চাকরি, bdren job circular, bdren trust job, bdren নিয়োগ বিজ্ঞপ্তি, bdren চাকরির সুযোগ, bdren recruitment 2025, bdren technical support assistant, bdren bmu চাকরি, সরকারি গবেষণা প্রতিষ্ঠান চাকরি, গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ, ict sector চাকরি বাংলাদেশ, আইটি সাপোর্ট জব ঢাকা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি, bdren job application, bdren trust bd চাকরি, latest govt job circular bangladesh, bd govt it job, government contractual job in bangladesh, bdren latest vacancy, bdren career opportunity, bdren official job circular, bd it job circular, bd it support job, ঢাকায় চাকরির বিজ্ঞপ্তি, সরকারি চুক্তিভিত্তিক চাকরি.


ঘোষণা: বাংলা জব নিউজ ডটকম - এ প্রকাশিত সকল চাকরির খবর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত। চাকরি প্রত্যাশীদের জন্য বাংলা জব নিউজ ডটকম চেষ্টা করবে শতভাগ নির্ভুল চাকরির খবর সবার আগে পৌঁছে দিতে। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া কিছু কিছু প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার পূর্বে অধিকতর সর্তকতা জরুরী। আবেদন প্রক্রিয়ায় আপনার যেকোনো রকম অসতর্কতার দায় আমরা বহন করব না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের জন্য অথেন্টিক লিংক অথবা প্রতিষ্ঠানের ঠিকানা বরাবর আবেদন পত্র পাঠাবেন। পাশাপাশি বাংলা জব নিউজ ডটকম এ প্রকাশিত যে কোনো চাকরির খবরের ওয়েব লিংকটি শেয়ার করে চাকরি প্রত্যাশী ভাই-বোনদের উপকারে এগিয়ে আসুন। প্রয়োজনে আমাদের ফেসবুক পেইজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন যাতে করে আমরা আপনার কাছে সারা দেশের সকল চাকরির খবর দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। প্রিয় পাঠক, আপনার সুস্বাস্থ্য এবং চাকরি প্রাপ্তির জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদান্তে- সম্পাদক, বাংলা জব নিউজ ডটকম

Post a Comment

0 Comments